নিলামে উঠছে না সানি দেওলের বাড়ি, বিস্মিত কংগ্রেস
২১ আগস্ট ২০২৩, ০১:৪৫ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ০১:৪৫ পিএম
বলিউড অভিনেতা সানি দেওলের ‘গাদার-২’ সিনেমার সাফল্যের মাঝেই এসেছিল তার কাছে মন খারাপের খবর। গতকাল (২০ আগস্ট) এসেছিলো তার জুহুর বাংলো ‘সানি ভিলা’ নিলামে তোলার সংবাদ। ব্যাংক থেকে ৫৬ কোটি রুপি ঋণ নিয়ে শোধ করতে পারেননি সানি দেওল, তাই সুদসহ ঋণ শোধ করতে তার বাংলোকে নিলামে তোলার সিদ্ধান্ত নেই ওই ব্যাংক। কিন্তু এক দিন না যেতেই ওই নিলাম প্রত্যাহার করা হয়েছে, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক অব বরোদা এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য।
বিবৃতিতে ব্যাংক অব বরোদা জানায়, ‘অজয় সিং দেওল ওরফে সানি দেওলের যে সম্পত্তি নিলামে তোলা হয়েছিল, প্রযুক্তিগত কারণে তা প্রত্যাহার করা হয়েছে।’ কিন্তু কী সেই প্রযুক্তিগত কারণ তা স্পষ্ট করেনি ব্যাংক কর্তৃপক্ষ।
তবে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কংগ্রেস এর অভিযোগ গুরুদাসপুরের সংসদ সদস্য সানি দেওলকে বাঁচাতে নিলাম প্রত্যাহার বিজেপিরই ছক। সানির বাবা ধর্মেন্দ্র নাকি রবিবার (২০ আগস্ট) দুপুরে টেলিফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সে সময় তিনি পাই পয়সা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপরই সানি দেওলের বাড়ি নিলাম করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে ব্যাংক অফ বরোদা। প্রধানমন্ত্রী নিজে তাদের অনুরোধ জানান, সানিকে ঋণ পরিশোধ এর জন্যে আর একটু সময় দিতে।
এরআগে, ব্যাংক অব বরোদা রবিবার (২০ আগস্ট) জানিয়েছিল আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিতব্য একটি ই-নিলামের মাধ্যমে ৫৬ কোটি রুপি পুনরুদ্ধারের জন্য সানির সম্পত্তি ব্লকে রাখা হয়েছে। বলিউড অভিনেতা সানি দেওল গত বছরের ডিসেম্বর থেকে ব্যাংক অব বরোদার কাছে ৫৫ কোটি ৯৯ লাখ রুপির ঋণখেলাপি ছিলেন। সানি ভিলা নামে পরিচিত জুহুর ওই সম্পত্তির নিলাম ৫১ কোটি ৪৩ লাখ রুপিতে শুরু হবে। যার সর্বনিম্ন বিডের পরিমাণ ৫ কোটি ১৪ লাখ নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর-২ ’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তির ১০ দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির বক্স অফিস আয় ৪০০ কোটি রুপি ছাড়িয়েছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
ঝিনাইদহে কাজীর সীল সাক্ষর জালিয়াতি করে বিয়ে!
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শাজাহানের নবজাতকের দায়িত্ব নিল জেলা প্রশাসক আজাদ জাহান
কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
রাস্তাটি সংস্কার করুন
থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা
ইসলামী শক্তির সম্ভাবনা কতটা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১