এ আর রহমানের কনসার্টে নারীদের শ্লীলতাহানি, ভিডিও ফাঁস
১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ এএম
চেন্নাইয়ের আদিত্যরাম প্যালেসে আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানে রবিবার (১০ সেপ্টেম্বর) এ আর রহমানকে দেখতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হলো দর্শকদের। আসন সংখ্যার থেকেও বেশি মানুষের ভিড়ের কারণে শুরু হয় ধাক্কাধাক্কি, পদপিষ্ট হন বেশ কয়েক জন। শুধু তাই নয়, অতিরিক্ত ভিড়ের কারণে শিশুরা বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের থেকে। অভিযোগ উঠেছে, বিশৃঙ্খলার সুযোগে নারীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে। অগ্রিম টিকিট কেটে ঢুকতে পারেননি অসংখ্য অনুরাগী।
জানা গেছে, অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ১২ আগস্ট কিন্তু খারাপ আবহওয়ার কারণে সেই শো বাতিল করা হয়। সেসময় এ আর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘খারাপ আবহাওয়ার কারণে অনুরাগীদের সুরক্ষার কথা ভেবে এই শো বাতিল করা হচ্ছে। পরবর্তী শোয়ের দিনক্ষণ শীঘ্রই জানানো হবে।’
পরবর্তীতে অনুষ্ঠানের দিন পিছিয়ে রবিবার (১০ সেপ্টেম্বর) নির্ধারণ করা হয়। কিন্তু অনুষ্ঠানের দিন দেখা গেল বিপুল গোলযোগ। ২০০০ টাকা দিয়েও ঢুকতে পারেননি অগণিত দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তার অনুরাগীরা। দায়ী করেছেন অনুষ্ঠানের উদ্যোক্তাদের। কেউ কেউ তো স্বয়ং গায়কের উপর ক্ষোভ দেখিয়েছেন। এছাড়া কনসার্টের বিশৃঙ্খলা নিয়ে মুখ খুলেছেন রহমান খোদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তি লেখেন, ‘আজ আমার মধ্যকার ৩০ বছরের ভক্তের মৃত্যু হল।’ মঞ্চে দাঁড়িয়ে সামনে কী ঘটছে, তার কিছুই দেখতে পাননি শিল্পী! অন্য এক জন লেখেন, ‘ভীষণ খারাপ ব্যবস্থাপনা। পুরো টাকাটাই জলে গেল। এনার্জি নষ্ট হল। এখানে গিয়ে রীতিমত চিন্তিত হয়ে পড়েছিলাম, চারদিকে এত ধাক্কাধাক্কি চলছিল, একটা গানও শুনতে পাইনি।’
কনসার্টের বিশৃঙ্খলা প্রসঙ্গে রহমান বলছেন, ‘এদিন মানুষের সুনামি নেমে এসেছিল। গায়ক হিসেবে ভালো শো উপহার দেওয়া আমার কর্তব্য। আমার মনে হয়েছিল উদ্যোক্তারা সবদিকে খেয়াল রাখবেন। মনে মনে শুধু প্রার্থনা করছিলাম বৃষ্টি যাতে না হয়। পরে এরকম অব্যবস্থার কথা জানতে পেরে ভীষণ খারাপ লেগেছে। সুরক্ষার দিকেও নজর রাকা উচিত ছিল। কারণ ওখানে অনেক মহিলা এবং বাচ্চা ছিলেন। আমি সরাসরি কারও দিকে আঙুল তুলছি না।’
পাশাপাশি রহমানের টুইট, ‘আপনারা যারা টিকিট কিনেও শো দেখতে পারেননি, দয়া করে টিকিটের কপি পাঠান আমাদের। আমার টিম যত দ্রুত সম্ভব পদক্ষেপ করবে।’
এদিকে বেশকিছু ভিডিওতে দেখা গিয়েছে, অনুষ্ঠানের গেটের সামনে জনঅরণ্য। যে ভীড়ে চিড়ে-চ্যাপ্টা হয়ে যাওয়ার জোগাড় অনেকের! আসলে রহমানের কনসার্টে টিকিটের দাম অনুযায়ী দু’ধরনের গেট ছিল-সিলভার গেল ও গোল্ডেন গেট। একেবারে ছোট্ট গলির মধ্যে ছিল প্রবেশদ্বার। তাও আবার সেটা পার্কিং লট থেকে ২ কিলোমিটার দূরে। অনেকে সিট পাননি, চড়া দামে টিকিট কেটেও ফিরে গিয়েছেন ভগ্নহৃদয়ে! শুধু তাই নয়, অনুষ্ঠান শেষ হওয়ার পর ছোট্ট গলি দিয়ে ৫০ হাজার লোক যখন বেড়াচ্ছিলেন তখনও ঠেলাঠেলি, ধাক্কাধাক্কিতে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবেনা- খুলনা পুলিশ সুপার
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের
চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়
পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী
তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ
অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান
দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত
প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম
সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন
এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি
গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস
৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল
৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩
৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি
আশুলিয়ায় কৃষক দলের কম্বল বিতরণ
পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইরান-রাশিয়ার