আদালতে হাজিরা দেওয়া থেকে রেহাই পেলেন নুসরাত
১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২০ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২০ এএম
প্রতারণার মামলায় অভিযুক্ত ওপার বাংলার সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান আদালতে হাজিরা দেয়া থেকে কিছুদিনের সময় চেয়েছিলেন। অবশেষে সোমবার (১১ সেপ্টেম্বর) তার সেই আবেদন মঞ্জুর করলেন নিম্ন আদালত। এর ফলে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত তাকে আদালতে হাজির হতে হবে না। তবে তারপর এই সংসদ সদস্যকে যদি আদালত হাজিরা দিতে বলেন, তিনি আদালতে আসবেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) আলিপুর জাজেস কোর্টে শুনানি ছিল নুসরাতের মামলার। তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রতারিতরা। এর ভিত্তিতেই তাকে আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করতে বলা হয়েছিল। সেই বিষয় নিয়ে আলিপুর জাজেস কোর্টের দ্বারস্থ হন নুসরাত।
এদিন নুসরাতের আইনজীবী সরিতা সিংহ আদালতকে জানান, সংসদ সদস্য এবং অভিনেত্রী হিসেবে তার কাজের চাপের জন্য হাজিরা দিতে পারছেন না। এ ব্যাপারে তাকে হাজিরা থেকে আরও কিছুদিন রেহাই দেয়ার আবেদনও জানান নুসরাতের আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।
নুসরাতের আইনজীবী সরিতা সিংহ বলেন, উচ্চ আদালত আগেই হাজিরায় স্থগিতাদেশ দিয়েছেন। আজ নিম্নআদালতে সেই স্থগিতাদেশ নিয়ে শুনানি ছিল। আপাতত এক্সটেনশন দেয়া হয়েছে। তবে পরবর্তী শুনানিতে যদি আসতে বলা হয় তাহলে উনি আসবেন। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) শুধু এক্সটেনশন ফাইল করা হয়েছিল!
ফ্ল্যাট দেয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণার মামলায় অভিযুক্ত বসিরহাটের তৃণমূল সংসদ সদস্য নুসরাত। ২০১৪-১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন। প্রত্যেকের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা করে নেয়া হয়েছিল। বদলে তাদের এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কিন্তু তারা ফ্ল্যাটও পাননি, টাকাও ফেরত পাননি।
নুসরাতকে ওই সংস্থার ‘অন্যতম ডিরেক্টর’ বলে দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব। এ ব্যাপারে তিনি ইডির কার্যালয়ে অভিযোগ জানিয়েছেন বলেও দাবি করেন। সম্প্রতি এ অভিযোগের ভিত্তিতে নুসরাতকে ইডি কার্যালয়ে ডেকে পাঠানোও হয়েছিল। তবে নুসরাত সবসময় দাবি করে আসছেন, তিনি এ ধরনের কোনো সংস্থার সঙ্গে যুক্ত নন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত
বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ, ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ
এবি পার্টির চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনি বিতর্ক
নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি