সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনলেন একঝাঁক তারকা
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৬ পিএম | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৬ পিএম
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়। মনোনয়ন ফরম তুলতে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় জমান মনোনয়ন প্রত্যাশীরা। সংরক্ষিত নারী আসনে ফরম নিতে বিনোদনজগতের অনেক তারকা এসেছিলেন এদিন। অভিনয়ের পাশাপাশি এবার রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছেন তারা।
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নেয়া অভিনেত্রীরা হলেন—রোকেয়া প্রাচী, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি মুখ। সুবর্ণা মুস্তাফা ও তারিন জাহানেরও মনোনয়ান ফরম সংগ্রহ করার কথা শোনা গেছে। তবে তারা নিয়েছেন কিনা এখনো জানা যায়নি।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনে ঢাকা বিভাগ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সোহানা সাবা। সকাল সোয়া দশটার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয়তলা থেকে ফরম সংগ্রহ করেন তিনি। এসময় গণমাধ্যমে সাবা বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি শুধু আওয়ামী লীগপন্থির পাশাপাশি অনেক বড় দেশপ্রেমিকও ছিলেন। আমরা খুবই ভাগ্যবান যে টানা ১৫ বছর ধরে আওয়ামী লীগ আমাদের সঙ্গে আছে। সেজন্য আমি অবশ্যই চাই আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে।’
বেলা ১১টার দিকে মনোনয়ন ফরম নিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান অভিনেত্রী নিপুন আক্তার। এ সময় তার সাথে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। ফরম কেনার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিপুন বলেছেন, ‘প্রথমত দোয়া চাই সবার। প্রধানমন্ত্রী যদি যোগ্য মনে করেন, তাহলে তিনি অবশ্যই বিবেচনা করবেন। ইতোপূর্বে দেশবাসীর কাছে যে ভালোবাসা আমি পেয়েছি, সেটাই চাই।’
বেলা ১১টার পর ফরম কিনেছেন চিত্রনায়িকা শাহনূর। এরপর গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। বিরোধী দলের আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। আমি নিজেও সামাজিক কাজের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে আমি তার কথা অনুসারে কাজ করতে চাই। নারীদের জন্য কাজ করতে চাই।’
দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন অপু বিশ্বাসও। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে গণমাধ্যমে অপু বলেন, ‘আমি যেহেতু একজন অভিনেত্রী, আমি সবসময় জনগণের সঙ্গে ছিলাম। বরাবরই নারীদের উন্নয়ন করতে চেয়েছি আমি। সেই জায়গা থেকে যদি আমাকে সুযোগ করে দেওয়া হয় তাহলে মানুষের জন্য কাজ করব। আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমি যেন লক্ষ্য পূরণ করতে পারি।’
এর আগে বিনোদন জগতের বহু তারকা রাজনীতিতে নাম লিখিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন চিত্রনাওয়ক ফেরদৌস আহমেদ। চিত্রনায়িকা মাহিয়া মাহিও স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়েছেন নির্বাচনে। তবে জিততে পারেননি নায়িকা। এবারে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনে সেই কাতারে নাম লেখালেন অভিনেত্রী নিপুন, অপু, সাহানা সাবা, তানভিন সুইটি, ঊর্মিলা শ্রাবন্তী কর ও শাহানূর।
উল্লেখ্য, সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। ইতিমধ্যে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য তাঁদের পক্ষ থেকে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচনের ক্ষমতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন। ফলে আওয়ামী লীগ তাদের দলের এবং স্বতন্ত্রদের মিলে ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য দিতে পারবে। বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবে জাতীয় পার্টি (জাপা)।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা