পর্দা উঠেছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের
১৫ মে ২০২৪, ১২:১০ পিএম | আপডেট: ১৫ মে ২০২৪, ১২:১০ পিএম
দক্ষিন ফ্রান্সের কান সমুদ্র সৈকতে বসেছে তারকাদের মিলনমেলা। মঙ্গলবার (১৪ মে) পর্দা উঠেছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের। ১২ দিনব্যাপী এই উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। এবার কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ২২টি চলচ্চিত্র। এই উৎসব শুরু হওয়ার আগে কর্মীরা কাজ থামিয়ে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেন। এই কর্মীদের মাঝে আছেন ড্রাইভার, প্রোজেকশনিস্ট, ক্যাটারারসহ নানা পেশার ফ্রিল্যান্স কর্মীরা। তবে উৎসব বন্ধ না হলেও এর প্রভাব কিছুটা পড়বে, এমন আশঙ্কা করছে উৎসব কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ মে) উৎসবের উদ্বোধনী দিনে কানের আকাশ কালো মেঘে ঢাকা ছিল। সকালের আকাশটা দেখে মনে হলো এই বুঝি সন্ধ্যা নেমেছে! থেমে থেমে ঝিরঝির বৃষ্টিও পড়ছিল। অথচ এই সময়টায় কানের আকাশজুড়ে ঝলমলে রৌদ্র দেখা যেত। মেঘলা দিনেই বর্ণাঢ্য আয়োজনে স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে কোয়েন্টিন দ্যুপিউ পরিচালিত ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়। এতে অভিনয় করেছেন বন্ডকন্যা লেয়া সেদ্যু। একই দিন ফ্রান্সের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ তিনবার অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ। এবারের উৎসব উদ্বোধন করেন এই মার্কিন অভিনেত্রী। কানের ৪২তম আসরে প্রথম এসেছিলেন মেরিল স্ট্রিপ। ওই আসরে ‘এভিল অ্যাঞ্জেলস’ চলচ্চিত্রের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন তিনি। একই সিনেমার জন্য অস্কারে সেরা অভিনেত্রী বিভাগের মনোনয়ন পান এই মার্কিন অভিনেত্রী। ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো কান উৎসবে হাজির হয়েছেন মেরিল স্ট্রিপ। উদ্বোধনী দিনের দুপুরে পালে দে ভবনে সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন ৭৪ বছর বয়সী এই অভিনেত্রী। সন্ধ্যায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ‘পাম ডি অর’ সম্মাননা তার হাতে তুলে দেয়া।
মেরিল স্ট্রিপ বলেন, ‘মর্যাদাপূর্ণ স্বর্ণপাম পেয়ে আমি অত্যন্ত সম্মানিত। কানে পুরস্কার পাওয়া যেকোনও চলচ্চিত্র শিল্পীর কাছেই কৃতিত্বের। যারা আগে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন তাদের কাতারে দাঁড়াতে পারা রোমাঞ্চকর ব্যাপার।’ অভিনেত্রী মেরিল স্ট্রিপ ছাড়াও উৎসবে সম্মানসূচক স্বর্ণপাম সম্মাননা পেয়েছে জাপানের প্রখ্যাত স্টুডিও জিবলি। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার করেছেন ফরাসি কমেডিয়ান-অভিনেত্রী ক্যামিল কোতাঁন।
এবার শোনা যাচ্ছে, ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসানের প্রতিবাদে ফুঁসে উঠবেন যুদ্ধবিরোধীরা। এছাড়া চলচ্চিত্র অঙ্গনে নারীর প্রতি যৌন হয়রানির বিরুদ্ধে ‘মি টু’ আন্দোলন জোরেশোরেই উচ্চারিত হবে। কয়েক বছর ধরেই কানে নানা প্রতিবাদে সরব হচ্ছেন চলচ্চিত্রের মানুষরা। গেল বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সরব হয়েছিল অনেকে।
উৎসবের উদ্বোধনী দিনে দুপুরে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন মূল প্রতিযোগিতা বিভাগের জুরি প্রধান ‘বার্বি’ নির্মাতা গ্রেটা গারউইগ। সঙ্গে ছিলেন অন্যান্য বিচারকদের মধ্যে লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, ওমর সাই, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান, স্প্যানিশ নির্মাতা হুয়ান আন্তোনিও বায়োনা, ইতালীয় অভিনেতা পিয়েফ্রানসেস্কো ফ্যাভিনো ও জাপানি নির্মাতা কোরে-এডা হিরোকাজু।
সংবাদ সম্মেলনে মিটু আন্দোলন ও শ্রমিকদের ধর্মঘট নিয়ে কথা বলেন গ্রেটা গারউইগ। তিনি বলেন, উৎসবের অংশ হতে পেরে রোমাঞ্চকর বোধ করছি। জুড়ি সভাপতি হওয়ায়, আমি এখনও হতবাক। গ্রেটা বলেন,‘আমি খোলা মন এবং হৃদয় দিয়ে দেখি প্রতিটি ছবিতে আসার চেষ্টা করি এবং আমি অবাক হতে ইচ্ছুক। আমি কি তা অনুমান করতে চাই না। কখনও কখনও একটি চলচ্চিত্র সম্পূর্ণ ভিন্ন কিছু নিয়ে শেষ হয়। আমি এটা দেখার জন্য উন্মুখ হয়ে আছি।’ কথায় কথায় বার্বিখ্যাত এই নির্মাতা এও জানান, মি টু আন্দোলন ও ফরাসি সিনেমায় অপব্যবহারের নতুন প্রতিবেদন যা শিগগিরই প্রকাশিত হবে।
কান উৎসবে চলতি বছর আলোচনায় আছে ‘ম্যাড ম্যাক্স’ সিনেমাটি। উৎসবের দ্বিতীয় দিন ‘ফিউরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’ সিনেমাটি প্রদর্শনী হবে। অস্ট্রেলীয় পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক জর্জ মিলারের এই সিনেমা নিয়ে সমালোচক-বিশ্লেষকরা আশাবাদী।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার