গরুর হাটে শিল্পীদের চাকরি প্রসঙ্গে যা বললেন মিশা-ডিপজল
২৫ মে ২০২৪, ১১:৫১ এএম | আপডেট: ২৫ মে ২০২৪, ১১:৫১ এএম
মাস দেড়েক আগে শিল্পীদের গার্মেন্টসে চাকরি দিতে চেয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। বিষয়টি নিয়ে কম সমালোচনা হয়নি। এবার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গরুর হাটে চাকরি দিতে চাইলেন চলচ্চিত্র শিল্পীদের। এফডিসিতে আয়োজিত এক বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী মিশা সওদাগর। এমন সংবাদ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি নজরে এসেছে রুপালী পর্দার এই খল-অভিনেতার। তিনি পুরো বিষয়টিতে বিরক্তি প্রকাশ করেছেন।
বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন মিশা সওদাগর। শুক্রবার (২৪ মে) তিনি জানালেন, কোনো প্রেস বা জার্নালিস্টকে দেয়া ইন্টারভিউতে এ ধরনের মন্তব্য করেননি তিনি। এ জন্য তার অনুমতি ব্যতীত এমন খবর প্রকাশ করা ঠিক হয়নি। এ সময় উদাহরণ টেনে মিশা বলেন, ‘‘ঘরোয়া আড্ডায় দেশ, ধর্ম, অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্র নিয়ে বিভিন্ন কথা হতে পারে। এমনটা সব পরিবারেই হয়। এই কথাটিও হয়তো কোনো রেফারেন্স হিসেবে এসেছিল। সেখানে অনেক মানুষ ছিল। আমাদের ডিপজল ভাইয়ের প্রশংসা করে তখন শিল্পীদের বলছিলাম। কিন্তু ‘টেবিল টক’ কী সংবাদে চলে আসতে পারে?’’
তিনি আরো বলেন, ‘‘ঘরোয়া কথাও সংবাদ হতে পারে, কিন্তু তার আগে অনুমতি নেয়া প্রয়োজন অবশ্যই। এ ব্যাপারে কোনো গণমাধ্যমকে কিছু বলিনি আমি। সংবাদ হওয়ার আগে আমার সঙ্গে কেউ কোনো কথাও বলেনি। বিষয়টি নিয়ে সংবাদ করা অনেকটা সাইবার অপরাধ। সাংবাদিক ভাইদের কিছুই বলিনি আমি, তারপরও এ নিয়ে সংবাদ করেছে তারা। আমি এমনটা আশা করিনি।’’
এদিকে বিষয়টি নিয়ে ডিপজলের সাথে যোগাযোগ করলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘‘এ কথা আমি কেন বলব! একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে কি এমন কথা বলতে পারি? এ ধরনের কথা অবাস্তব ও অবান্তর।’’
তিনি সরাসরি এ বক্তব্য নাকচ করে দিয়ে বলেন, ‘‘শিল্পীদের কাজ সিনেমা করা। সিনেমা বাদ দিয়ে তারা অন্য কোনো কাজ করেন না, করতে চান না। কেউ করে থাকলে, সেটা একান্ত তার নিজের ব্যাপার। প্রতিষ্ঠিত শিল্পীদের কেউ কেউ অভিনয়ের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বা অন্য পেশায় যুক্ত। তার মানে এই নয় যে, তারা ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের মূল পরিচয় শিল্পী। সমিতির প্রত্যেক সদস্যই শিল্পী। এখন সিনেমায় কাজ কমে যাওয়ায় অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। তার মানে এই নয়, তিনি শিল্পীসত্তা বাদ দিয়ে অন্য পেশায় যুক্ত হতে চান। শিল্পী হিসেবে তার আত্মমর্যাদা রয়েছে। সিনেমার মাধ্যমেই এই মর্যাদা ধরে রাখতে চান।’’
তিনি আরো বলেন, ‘‘আমার বরাত দিয়ে মিশা বা অন্য কেউ ‘গরুর হাটে চাকরি দেব’ বলে যে কথা বলা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা আমি করছি। আমার সাথে এ ব্যাপারে কারও কোনো কথা হয়নি। ফলে যে কথাটি বলা হয়েছে, তা আমার নয়। এ ধরনের কথা অন্তত আমি বলতে পারি না। শিল্পীদের জায়গা শিল্পে, সিনেমায়। সেখানেই তার জায়গা, অন্য কোথাও নয়। আমি যদি পারি, সে জায়গায় সুযোগ করে দিতে, তাহলে তাই করব। অতীত থেকে শুরু করে এখনও আমি আমার সিনেমায় শিল্পীদের সুযোগ করে দিয়েছি, দিচ্ছি, ভবিষ্যতেও দেব। শিল্পীদের নিয়ে এর বাইরে কিছু ভাবি না।’’
ডিপজল বলেন, ‘‘আমি খুবই মর্মাহত হয়েছি, আমার বরাত দিয়ে যে কথা বলা হয়েছে। যারা এ কথা বলেছে, এর দায় তাদের। তারা এ ধরনের চিন্তা করতে পারে। আমি করি না। আমি সবসময়ই শিল্পীদের পেশাগত কাজের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। এর বাইরে তাদের নিয়ে অন্য কোনো চিন্তা করি না।’’
এদিকে মিশা সওদাগারের ওই ঘরোয়া আড্ডার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে বেকার শিল্পীদের কর্মসংস্থান নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে। সেখানে সিনেমা ছাড়াও টেলিভিশন বা ইউটিউব, ওটিটির জন্য নির্মিত নাটক ও সিরিজেও শিল্পীদের কীভাবে কাজে লাগানো যায়, এ নিয়ে পরিকল্পনা করতে শোনা যায় এ তারকাকে।
মিশা তখন কর্মসংস্থান বৃদ্ধির ব্যাপারে সাধারণ শিল্পীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বর্তমানে যাদের হাতে একদমই কোনো কাজ নেই, জীবিকা নির্বাহ নিয়ে সমস্যায় রয়েছেন―তাদের ইঙ্গিত করে এ অভিনেতাকে ডিপজলের গাবতলীর গরুর হাটে কাজে লাগানোর পরামর্শ দিতে দেখা যায়। আর তা নিয়েই শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে খুন অন্যজন
লেবাননের বাসিন্দারা ঘরবাড়ি পুনর্নির্মাণের অনিশ্চয়তায়
রুপির দাম কমলেও নিশ্চুপ কেন মোদি
সাইফুজ্জামান চৌধুরীর আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত