গয়না বিক্রি করে নির্বাচন করেছেন নিপুণ
২৫ মে ২০২৪, ১২:৪৭ পিএম | আপডেট: ২৫ মে ২০২৪, ১২:৪৭ পিএম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সমিতির নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তারের কারণেই মূলত নতুন করে এ আলোচনা উঠেছে। পরাজয়ের পর সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান তিনি। তবে নির্বাচনে অনিয়ম হয়েছে অভিযোগ করে হাইকোর্টে রিট করেন নিপুণ। তার রিটের প্রেক্ষিতে ডিপজলকে দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেছেন আদালত।
এদিকে, নিপুণের সঙ্গে মিশা ও ডিপজলের শুরু হয়েছে বাক্যুদ্ধ। এ যুদ্ধও শুরু করেছেন নিপুণ। অন্যদেকি, গত বুধবার এফডিসিতে নিপুণের বিরুদ্ধে মিছিল করেছেন শিল্পী সমিতির অনেক সদস্য। তারা প্রশ্ন তুলেছেন, নিপুণ নির্বাচন করার জন্য এত টাকা কোথায় পান?
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নিপুণ আক্তার। সেখান থেকেই এই প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী। নিপুণ গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনের আগে ঢাকার তাঁতিবাজারের মুকুট জুয়েলার্সে ১৩ লাখ টাকার গয়না বিক্রি করেছি। গয়নাগুলো ছিল আমার খুব শখের। এফডিসিকে কতটা ভালোবাসি এবার ভাবুন! একজন মেয়ে প্রয়োজনে তাঁর অন্যান্য প্রিয় জিনিস বিক্রি করে; কিন্তু সহজে গয়না হাত ছাড়া করে না।’
গয়না বিক্রির টাকা কোথায় খরচ করেছেন সেই ব্যাখ্যায় নায়িকা বলেন, ‘নির্বাচনে প্রতিদিন আমার কর্মীরা প্রচার-প্রচারণায় খেটেছেন, কাজ করেছেন, পোস্টার-ব্যানার করতে হয়েছে বলেই এ খরচটা করতে হয়েছে। আমি কাউকে একটা টাকাও দিইনি ভোট কেনার জন্য। পারলে উনারা তাঁতিবাজারে গিয়ে মুকুট জুয়েলার্সে খোঁজ নিয়ে দেখুক। দেশে ফেরার পর আরো অনেক প্রমাণ দেব। শুধু অপেক্ষায় আছি জুনের মাঝামাঝি পর্যন্ত। তখন দেশে ফিরে থলের বিড়াল বের করে দেব।’
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল। এতে জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। পরে নবনির্বাচিত কমিটিকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। কিন্তু এক মাস না পার হতেই কমিটি বাতিল চেয়ে বুধবার (১৫ মে) হাইকোর্টে রিট করেন এই অভিনেত্রী। তার রিটের প্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। ফলে আপাতত ডিপজল এ পদে দায়িত্ব পালন করতে পারবেন না।
সোমবার (২০ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তেরও নির্দেশ দেন হাইকোর্ট।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে খুন অন্যজন
লেবাননের বাসিন্দারা ঘরবাড়ি পুনর্নির্মাণের অনিশ্চয়তায়
রুপির দাম কমলেও নিশ্চুপ কেন মোদি
সাইফুজ্জামান চৌধুরীর আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত