সাংহাইয়ের মূল প্রতিযোগিতায় কামারের ‘শিকলবাহা’
০৭ জুন ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ০৭ জুন ২০২৪, ১২:১৩ এএম
এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসব সাংহাইয়ের ‘গোল্ডেন গবলেট’-এর মূল প্রতিযোগিতায় নমিনেশন পেয়েছে কামার আহমাদ সাইমনের সিনেমা ‘শিকলবাহা’। ১৪ জুন থেকে ২৩ জুন দশ দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। ইউরোপের অন্যতম সম্মানিত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জার্মানীর উইডেম্যান ব্রোস এবং বাংলাদেশের স্টুডিও বিগিং এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। এ বছর সাংহাইতে প্রদর্শনের জন্য ১০৫টি দেশ থেকে ৩,৭০০টিরও বেশি চলচ্চিত্র জমা পরেছিল। যার মধ্যে মূল প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে ‘শিকলবাহা’ ছাড়াও নির্বাচিত হয়েছে ¯েপন, আর্জেন্টিনা, জার্মানী, ফ্রান্স, ইতালি, জাপান, রাশিয়া, কাজাখস্তান এবং ইরানের মাত্র ১৪টি সিনেমা। সিনেমাটি নির্মাণ করতে দশ বছর লেগেছে। এর কারণ সম্পর্কে কামার আহমাদন সাইমন বলেন, শিকলবাহা আমার প্রথম লেখা স্ক্রিপ্ট। তবে এর নির্মাণের আগেই ‘শুনতে কি পাও!’, ‘নীল মুকুট’ ও ‘অন্যদিন’ সিনেমাগুলোর নির্মাণ কাজ শুরু করি। শিকলবাহার কাজ শুরু করা হয়নি। স্ক্রিপ্ট থেকে আমার সিনেমা নির্মাণ করতে অনেক সময় লাগে। অনেকেই দেখি বছর বছর সিনেমা বানান, এটা আমার ক্যাপাসিটির বাইরে। সিনেমা নিয়ে আমার মধ্যে কোন তাড়া কাজ করে না, বরং একটা সিনেমা নিয়ে বছরের পর বছর ডুবে থাকতে আমার বেশি ভালো লাগে। ২০১৪ সালে কানের ‘লা ফ্যাব্রিক সিনেমা দ্যু মুন্দে’ নির্বাচিত দশটির মধ্যে ছিল শিকলবাহার স্ক্রিপ্ট। তখন এর নাম ছিল ‘শঙ্খধ্বণি’। উল্লেখ্য, এ সিনেমার জন্যই পরপর দুই বছর বার্লিন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক প্রেস্টিজ গ্রান্ট ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের জন্য নির্বাচিত হয়েছিলেন কামার আহমাদ সাইমন। এছাড়াও গোটেবার্গ চলচ্চিত্র উৎসবের স্ক্রিপ্ট গ্রান্ট এবং জাতীয় চলচ্চিত্র অনুদান পেয়েছিল ‘শিকলবাহা’। সাংহাইয়ে ‘শিকলবাহা’ সিনেমার প্রিমিয়ারের জন্য প্রযোজক সারা আফরীন বলেন, ইউরোপিয়ান প্রোগ্রামাররা বাংলাদেশের সিনেমা হিসাবে ‘শিকলবাহা’র পোস্টারে হিজাব খুঁজেছিল, বিষয়টা ভালো লাগেনি। তাই এশিয়ার বৃহত্তম উৎসবের মূল প্রতিযোগিতার আমন্ত্রণ লুফে নিয়েছিলাম। নিজেদের মতো গল্প বলার চেষ্টা তো সেই ‘শুনতে কি পাও!’ সিনেমা থেকেই আমাদের ছিল। সিনেমাটি কেন্দ্রীয় রুবা চরিত্রে নতুন মুখ ফৌজিয়া করিম অণু জানিয়েছেন, ‘আমার প্রথম সিনেমাই সাংহাইয়ের মূল প্রতিযোগিতায় স্থান পেয়েছে, তাও কামার ভাইয়ের মত আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ক্রিটিক্যাল ডিরেক্টরের ফিল্ম। শিকলবাহার সেটে গিয়ে শুটিং নিয়ে আমার ধারণা পুরোপুরিই পাল্টে গিয়েছে। গোটা প্রসেসটাকে একটা সেমিস্টার কোর্স বলা যেতে পারে। কামার ভাই বা সারা আপা কখনোই চরিত্রটি কেমন হবে তা বলেননি। বরং আমাকে হেল্প করেছেন রুবাকে খুঁজে বের করতে। উল্লেখ্য, পরিচালক কামার আহমাদ সাইমন এবং প্রযোজক সারা আফরীনের সাথে শিল্পী ফৌজিয়া করিম অনুকেও উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত দশদিনের আমন্ত্রণ জানিয়েছে সাংহাই চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। এ সময় তাদের একটি প্রেস কনফারেন্স আর ‘শিকলবাহা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে দর্শকদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়ার কথা আছে। মূল প্রতিযোগিতার কুশলী হিসাবে চীনের প্রাচীনতম এই ইভেন্টের লাল গালিচায় আমন্ত্রণ আছে কামার, সারা এবং অনু’র। এর আগের বছরগুলোতে সাংহাই লাল গালিচা আলোকিত করেছেন কিয়ানু রিভস, নিকল কিডম্যন, নন্দিতা দাশ, প্রিয়াঙ্কা চোপড়া, ওয়াং ইবো, নিকোলাস কেজ, জেসন স্ট্যাথাম, মিশেল ইয়োহ, চাউ ইউন-ফ্যাট, জ্যাকি চ্যান, র্ব্যাডলি কুপার, জ্যাকি চ্যান, ফ্যান বিংবিং, অ্যাঞ্জেলেবাবির, এং লি, ভিক্টর কোসাকোভোস্কির মতো আন্তর্জাতিক চলচ্চিত্র তারকারা।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা