'নতুন করে ধর্ষণ মামলায় ফাঁসলেন শন ডিডি কম্বস'
০৫ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম
একের পর এক নতুন মামলায় জর্জরিত শন ডিডি কম্বস। সম্প্রতি আরও একটি বলৎকারের মামলা হয়েছে বিখ্যাত এই র্যাপারের নামে। সেখানে দাবি করা হয়েছে যে ডিডি ১৯৯৭ সালে একটি যৌন পার্টির আয়োজন করেন যেখানে ওই ভুক্তভোগী লোকটিকে বলৎকার করেছিলেন ডিডি।
নানা কেলেঙ্কারিতে নিন্দিত র্যাপার শন ডিডি কম্বস, যিনি সবার কাছে ডিডি নামেই অধিক পরিচিত, তিনি এই মূহুর্তে অনেকগুলো যৌন নির্যাতন এবং পাচারের বেশ কিছু মামলায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। হঠাৎ আবার এমন মামলা হওয়ায় বেশ বিপাকে পড়েছেন ডিডি। নতুন এই মামলায় ভুক্তভোগী দাবি করেছেন যে ডিডি ১৯৯৭ সালে তার উপর ভয়াবহ যৌন নির্যাতন চালায়। এদিকে দেশটির আদালত স্থানীয় সাপ্তাহিক ইনটাচ উইকলিকে ডিডির বিরুদ্ধে আনীত নতুন অভিযোগ প্রসঙ্গে ডিডির প্রতিক্রিয়া জানতে এবং রেকর্ড করতে অনুমতি দিয়েছে।
রিপোর্টটিতে বলা হয়েছে, ডেরিক লি কার্ডেলো-স্মিথ ডিডির বিরুদ্ধে নতুন করে একটি মামলা দায়ের করেছেন, যেখানে ডেরিক দাবি করেছেন যে তিনি ১৯৯৭ সালে ডিডির একটি পার্টিতে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি ভয়াবহভাবে ডিডির যৌন নির্যাতনের শিকার হন। এছাড়াও ডেরিক দাবি করেছেন যে, তিনি ডিট্রয়টে একজন বারটেন্ডার হিসেবে কাজ করতেন।
তখন একদিন তার সাথে পরিচয় হয় ডিডির। তখন ডিডি ডেরিককে একটি হোটেলে যৌন পার্টিতে আমন্ত্রণ জানান। তিনি আরও দাবি করেন যে র্যাপার ডিডি তাঁকে একটি পানীয় দিয়েছিলেন এবং তাতে কিছু একটা মেশানো ছিল যা পান করে তিনি ঘুমিয়ে পড়েন।
এ বিষয়ে ডেরিক আরও বলেন,' আমি ঘুম থেকে উঠে দেখি ডিডি আমার পাশে একটি মহিলার সাথে যৌনাচার করছেন। বিষয়টি আমার কাছে মোটেও ভালো লাগেনি। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলে র্যাপার আমায় বলেন যে, আমি এটা তোমার সাথেও করেছি'।
এমনকি মামলায় দাবি করা হয়েছে যে, ডিডি তার অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য মার্কিন সরকারের সাথে পর্যন্ত ষড়যন্ত্র করেছিলেন। ডেরিকের দায়ের করা মামলায় তিনি ক্ষতিপূরণ স্বরূপ ৪০ কোটি ডলার দাবি করেছেন।
এদিকে ইনটাচের প্রতিবেদন অনুযায়ী ডিডি তার বিরূদ্ধে আনীত অভিযোগটি প্রত্যাখ্যান করেছেন। ৫৪ বছর বয়সী ডিডি এবং তার আইনজীবীরা দাবি করেছেন যে ডেরিক একজন ধারাবাহিক মিথ্যা মামলা দায়েরকারী। অর্থের বিনিময়ে তিনি যে কারো বিরুদ্ধে মামলা করতে পারেন। জানা যায়, এই অভিযোগটিকে ডিডি “হাস্যকর অভিযোগ” হিসেবে প্রত্যাখ্যান করেছেন।
এ বিষয়ে ডিডির আইনজীবীরা বলেছেন,অবিশ্বাস্য হলেও সত্যি ডেরিক দুটি ভিন্ন আদালতে দুটি ভিন্ন অভিযোগ করেছেন। কিভাবে একই দিনে দুইটি ভিন্ন ঘটনা আলাদা আলাদা প্রদেশে ঘটতে পারে! এছাড়াও তারা আরও যুক্তি দিয়েছে যে ডিডির বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে তার সময়সীমা ২০০০ সালেই শেষ হয়ে গেছে, সুতরাং এই মূহুর্তে এই মামলার কোন আইনী ভিত্তি নেই।
উল্লেখ্য, ডিডি বর্তমানে কারাগারে অন্তরীণ রয়েছেন। গত ১৬ই সেপ্টেম্বর তাকে যৌন নির্যাতন,নারী পাচার এবং সহিংসতাসহ অনেকগুলো অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সভাপতি বেলাল উদ্দীন, সম্পাদক নেজাম উদ্দিন রানা
ঢাবিতে ঐতিহাসিক মাজার ভাঙচুর করলো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে আগতরা
সুষ্ঠু হজ ব্যবস্থাপনাকে কলঙ্কিত করার ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে
বিশুদ্ধ ইমান আকিদা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যাবে না
মতিবিনিময় সভা, যবিপ্রবির উন্নয়ন-অগ্রযাত্রায় সাংবাদিকদের পাশে চাই: উপাচার্য
তরিকুল ইসলাম আজীবন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন: তারেক রহমান
নিষিদ্ধ পলিথিনে সয়লাব সাতকানিয়ার বাজার
ইজমির উৎসবে পুরস্কার জিতেছে ইরানের ‘মেলোডি’
মতলবে ধানের চারা ফেলার জমি নিয়ে মারধরের ঘটনায় নিহত ১
সমাজসেবা অধিদফতরের ডিজিকে সরাতে নির্দেশ দিলেন হাইকোর্ট
লালন শাহ সেতুর উপর দুই মোটরসাইকেলের সংঘর্ঘে নিহত-১ আহত-১
সাবেক এমপি কন্ঠ শিল্পী মমতাজ বেগম বিরুদ্ধে আরও একটি নতুন হত্যা মামলা
মানিকগঞ্জে সাংবাদিকের বাড়িতে ভাংচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিন জেলহাজতে
আওয়ামী বিবেচনায় কনস্টেবল নিয়োগ!
পরিবেশগত ছাড়পত্র প্রদান প্রক্রিয়ার স্মার্ট ট্রান্সফরমেশন
ফরিদপুরে ২৩ মামলার আসামি ডিজে মাহফুজকে ফেনসিডিলসহ গ্রেপ্তার
বাগেরহাটে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যকে গুলি করে এবং কুপিয়ে হত্যা
ফ্যাসিবাদের বিচার এবং পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে হবে
টেকনাফে ৫০হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক।
আপনার প্রেমিকা খুব দামি গিফট চান! তাঁকে কী ভাবে সামলে নেবেন?