'আওয়াজ উড়া' শিরোনামে ইতিহাস রচনার পথে বাংলাদেশ শিল্পকলা একাডেমি'
০৭ নভেম্বর ২০২৪, ০২:০৩ পিএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০২:০৩ পিএম
বাংলা সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে সংগীতের সুর ঝংকার। পার্বণ থেকে শুরু করে সকল প্রকার দাবি আদায় কিংবা দেশ থেকে সকল অপশক্তি বিতাড়িত করতে সংগীত যুগ যুগ ধরেই অনন্য অবদান রেখে চলেছে।
আন্দোলন-সংগ্রামসহ দেশের যেকোন বিপর্যয়ে মানুষকে সবথেকে বেশি অনুপ্রাণিত করে এসেছে বাংলা গান। সেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী গান যেমন শিহরিত করেছে আপামর বাঙালিকে অনুরূপভাবে আরও অসংখ্য গান বেগবান করেছে আন্দোলনের গতি পথকে।
যুগে যুগে আন্দোলন-সংগ্রামকে কেন্দ্র করে লেখা হয়েছে শত শত গান,নাটক কিংবা কাব্যগাঁথা যা উদ্দীপনা ছড়িয়েছে গণমানুষের হৃদয়ে। জেগে উঠেছে ছাত্র-জনতা মূল উৎপাটন করেছে ব্রিটিশ থেকে শুরু করে সকল সহিংস স্বৈরাচারীর।
এসব গান, কবিতা, নাটক,উপন্যাসের কারনে বারংবার চক্ষুশূল হতে হয়েছে তৎকালীন শিল্পীদের। শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে তবুও সেই মহান কবি,সাহিত্যিকরা রচনা করে গেছে জনগণের মনের ভাষাকে, চিত্রশিল্পী আপন তুলির মহিমায় বিশ্বব্যাপী চিত্র ফুঁটিয়ে তুলেছেন শাসকের অনাচার,অত্যাচারের বিরুদ্ধে। সেই কাজটা মোটেও সহজ ছিলনা, নানা সময়ে নিষিদ্ধ করা হয়েছিল গুণী এসব লেখকদের গান,কবিতা, নাটক।
তবুও তারা আধিপত্যবাদের বিরুদ্ধে তুলেছে আওয়াজ যার ফলশ্রুতিতে জেল খাটা থেকে শুরু করে জীবনের হুমকির মুখে পতিত হতে হয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সেইসব গুণীদের উত্তরসূরীরা কলঙ্কিত করেছে তাদের অতীত ইতিহাস, ভুলুন্ঠিত করেছে শিল্প সংস্কৃতিকে। স্বৈরাচারের দালালিতে মত্ত ছিল তাদের চিত্ত। শিল্পী নামক মুখোশ পড়ে শিল্পের করেছে অপমান।
চারিদিকে যখন অন্ধকারের ঘনঘটা তখন এ যুগের নজরুল হয়েছে আবারও একবার ফিরে এসেছে হান্নান,সিজানরা। প্রাণের মায়া না করে স্বৈরাচারের সকল বাঁধাকে অতিক্রম করে দেশের কথা গানে গানে তুলে ধরেছে এসব শিল্পীরা। দেশের এমন প্রতিকূল অবস্থায়ও বিজয়ের লক্ষ্যে উদ্বুদ্ধ করেছে জনগণকে। এমনকি গান গাওয়ার অপরাধে র্যাপার হান্নানকে হতে হয়েছে কারাবন্দী।
তবুও হার মানতে পারেনা হান্নানেরা। বারংবার আনন্দময়ীর আগমন হয়ে ফিরে আসে বিদ্রোহী বেশে। অবশেষে সেই মহতী উদ্যোগকে শ্রদ্ধা জানিয়ে আগামী শুক্রবার সন্ধ্যায় (৮ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমি নন্দন মঞ্চে আয়োজন করতে যাচ্ছে ‘আওয়াজ উড়া’ শিরোনামে গণঅভ্যুত্থানের উদ্দীপনা জাগানো পরিবেশনাগুলো।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সারা জাগানিয়া গানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গান ‘আওয়াজ উডা বাংলাদেশ'।জানা যায়,সেই শিরোনামকে প্রতিপাদ্য করে 'আওয়াজ উডা' নামে ছাত্র-জনতার বিজয়কে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করতে যাচ্ছে এই অনুষ্ঠান। আপামর জনতার জীবন বাজি রাখা সেইসব বিদগ্ধ স্মৃতিকে আরও একবার মননে ধারণ করে বিজয়ের বোধ, উপলদ্ধি, দর্শন ও প্রবাহকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাচ্ছে প্রতিষ্ঠানটি।
যেখানে গান পরিবেশনা করবেন দেশের জন্য বুক চিতিয়ে দেওয়া শিল্পীরা। যেখানে বিশেষভাবে উল্লেখযোগ্য 'আওয়াজ উডা' গানের রচয়িতা এবং শিল্পী র্যাপার হান্নান হোসেন শিমুল এবং তার দল। এছাড়াও গান পরিবেশনা করবেন ব্যান্ডদল এফ মাইনর, যিন ব্রাদার্স, লুম্বিনী চাকমাসহ অনেক শিল্পীরা।
জানা যায়,আগামী শুক্রবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ এই পরিবেশনা। যেখানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন শামসী আরা জামান (বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ তাহীর জামান প্রিয়’র মা)।
উক্ত বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ দৈনিক ইনকিলাবকে বলেন, 'আমরা সত্যিকার অর্থে স্বৈরাচার বিরোধী জুলাই অভ্যুত্থানকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে চাই। তাই আমরা আন্দোলনের বিখ্যাত একটি গান 'আওয়াজ উডা বাংলাদেশ' থেকে অনুপ্রাণিত হয়ে 'আওয়াজ উড়া' শিরোনামে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি যার মাধ্যমে আমরা পৃথিবীব্যাপী ছাত্র-জনতার বীরত্বগাথাঁকে উড়িয়ে দিতে চাই বিশ্ব দরবারে। আমরা চাই এই আন্দোলনের সকল ত্যাগ,তিতিক্ষা, তাৎপর্য এবং অর্জন মহিমান্বিত করুক পুরো পৃথিবীকে।'
এ প্রসঙ্গে সৈয়দ জামিল আহমেদ আরও বলেন,'জনপ্রিয় শিল্পী হান্নান সাহেব ছাড়াও আমাদের অনুষ্ঠানে গান পরিবেশনা করবেন বেশ কিছু ব্যান্ড দল এবং আরও প্রতিনিধিত্ব করবেন আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু সংখ্যক শিল্পী যা বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইতিহাসে কখনও হয়নি। এর মাধ্যমে আমরা অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ কাঠামো বিনির্মান করতে চাই যেখানে পাহাড় থেকে সমতলে বাঙ্গালী এবং আদিবাসীরা কোন রকম দ্বিধা ছাড়াই সহবস্থান নিশ্চিত করতে পারবে। এছাড়াও এই আয়োজনের মাধ্যমে আমরা মানুষের মাঝে শান্তি এবং সম্প্রতির বার্তা পৌঁছে দিতে চাই।'
উল্লেখ্য,অনুষ্ঠানটি উদ্বোধন করবেন মোহাম্মদ আশরাফুল (বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত)। এছাড়াও,অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা জ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছে; কেএমপি কমিশনার
মির্জাপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন কর্মসূচি পালিত
বাগেরহাটে ষড়যন্দ্রমূলক মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন
পদবঞ্চিতদের আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগ, জবি শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় বিবৃতি
টিকেটে ছাড়াই তারকা খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাবে সিলেটবাসী
ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয়ের ২ কমিটি গঠন
কনস্টাসকে ধাক্কা দেওয়ার শাস্তি পেলেন কোহলি
আটঘরিয়ায় ফসলী জমিতে চলছে পুকুর খনন আশঙ্কাজনক হারে কমছে জমি
পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কেশবপুর উপজেলা মৎসলীগের সভাপতি ও সুফলাকাঠী ইউনিয়নের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ডিবি পুলিশের হাতে আটক
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষকের প্রান গেল
বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
তারাকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬
আওয়ামীলীগ লাশের ওপর নৃত্য করে ফ্যাসিস্ট ইতিহাস তৈরি করেছিল : ড. রেজাউল করিম
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নীলফামারী ছাড়লেন আসিফ মাহমুদ