একুশে গ্রন্থ মেলায় তারকাদের বই
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
একুশে বইমেলায় প্রতিবছর খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়। পাশাপাশি শোবিজের তারকারাও উপন্যাস-কাব্যগ্রন্থ, আত্মজীবনী, স্মৃতিকথা প্রকাশ করেন। এ বছরও বেশ কয়েজজন তারকার নতুন বই প্রতাশিত হয়েছে।
আবুল হায়াতের আত্মীবনী
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতের গ্রন্থ প্রায় প্রতিবছরই প্রকাশিত হয়। এবার প্রকাশিত হয়েছে তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘রবি পথ’। গত ১০ বছর ধরে তিনি এটি লিখেছেন। এটি প্রকাশ করেছে সুবর্ণ প্রকাশনী। প্রায় ৩০০ পৃষ্ঠার বইটিতে নিজের জীবনের ঘটনা লিপিবদ্ধ করেছেন তিনি। আবুল হায়াত বলেন, জন্ম থেকে এ পর্যন্ত যেসব কথা মনে হয়েছে বলা দরকার, বলেছি। আবার অনেক কথা হয়তো বলা দরকার ছিল, বলা হয়নি। লিখতে গেলে বোঝা যায়, কোনটা লেখা দরকার। আবার কখনো মনে হয়, অনেক বিষয়ে না লিখলেই ভালো। তবু সব মিলিয়ে নিজেকে প্রকাশের চেষ্টা করেছি এই বইয়ে। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার জীবনের যাত্রাপথ জানা যাবে। গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন তার বড় মেয়ে অভিনেত্রী বিপাশা হায়াত।
ফাহমিদা নবীর ডায়েরি
সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী তার নিজের জীবনবোধ ও প্রতিদিনের ঘটনা লিখেছেন তার লেখা ‘ফাহমিদা নবীর ডায়েরি’ গ্রন্থে। তিনি বলেন, ছোটবেলা থেকেই লিখতে ভালো লাগে। আমার বাবার লেখা, কথার ভঙ্গি, গান গাওয়ার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়তেন, ডায়েরি লিখতেন, ভীষণ ভালো লাগত। আমিও লেখার চেষ্টা করতাম, এখনও করছি। গ্রন্থটি প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশনী। ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বইটির মোড়ক উন্মোচন করবেন ফাহমিদা নবীর মা।
শানুর বাঘ মানুষ
প্রতিবছর বই মেলায় অভিনেত্রী শানারেই দেবী শানু বই প্রকাশ করেন। এখন অভিনয়ের চেয়ে লেখালেখি বেশি করেন। এ পর্যন্ত কবিতা, শিশুতোষ গ্রন্থ, উপন্যাস মিলিয়ে ১৭টি বই প্রকাশ করেছেন। এবার প্রকাশ করছেন থ্রিলার উপন্যাস ‘বাঘ মানুষ’। প্রকাশিত হয়েছে আজব প্রকাশনী থেকে। বইটি নিয়ে শানু বলেন, যখন লোভ, লালসা, অহংকার যখন মানুষকে গ্রাস করে, তখনই সে একটা হিং¯্র বাঘ হয়ে যায়, হয়ে যায় একটা বাঘ মানুষ। একটা লোভী মানুষের বাঘ হয়ে ওঠার গল্পই বইটির মূল উপজীব্য। বইটি মণিপুরি পৌরাণিক লোককথা ‘কেইবু কেই ওইবা’ অবলম্বন করে রচিত হয়েছে। আশা করছি, যারা মণিপুরি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে নতুন কিছু জানতে আগ্রহী, এই রহস্য উপন্যাসটি তাদের ভিন্ন স্বাদের আনন্দ দেবে।
লুৎফর হাসানের টাইপ-সি
গল্প, উপন্যাস, ছড়া, কবিতা মিলিয়ে ৩০টির বেশি বই লিখেছেন সঙ্গীতশিল্পী লুৎফর হাসান। এবার তিনি প্রকাশ করেছেন উপন্যাস ‘টাইপ-সি’। বইটি নিয়ে লুৎফর হাসান জানান, উদ্ভ্রান্ত ঝড়ের মতো হঠাৎ গ্রামের মানুষের জীবনে যুক্ত হয়েছে ডিভাইস ও ইন্টারনেট আসক্তি। সরল জীবনে বৈশ্বিক উন্নতি অতিক্রম করে সেখানে দখল নিয়েছে বিভিন্ন পাপাচার। ভিডিও করে ব্ল্যাকমেলের জালে সর্বস্বান্ত হচ্ছে অনেকে। তারই এক ট্র্যাজেডি উঠে এসেছে টাইপ-সি উপন্যাসে।
ফারুক আহমেদের হাউ মাউ খাউ
অভিনেতা ফারুক আহমেদ ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ ও ‘আমার না বলা কথা’র পর এবার প্রকাশ করছেন গদ্যগ্রন্থ ‘হাউ মাউ খাউ। গ্রন্থটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স।
পুতুলের শিল্পীসত্ত্বার ব্যবচ্ছেদ
সঙ্গীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল নিয়মিত লেখেন। ইতোমধ্যে তার বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এবারের মেলায় প্রকাশ করেছেন উপন্যাস ‘শিল্পীসত্ত্বার ব্যবচ্ছেদ’। প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী।
সুষমা সরকারের ‘দ্বিতীয়
এবার বইমেলায় নিজের দ্বিতীয় বই নিয়ে আসছেন অভিনেত্রী সুষমা সরকার। বিভিন্ন সময়ে লেখা গ্রন্থটিতে ঠাঁই পেয়েছে। নাম রাখা হয়েছে ‘দ্বিতীয়’। সুষমা বলেন, দ্বিতীয় নামে আমার এই গল্প সংকলনের প্রতিটি গল্পে আমি প্রকাশ করতে চেয়েছি বিভিন্ন বয়সের নারীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, নারীর অবস্থান, একাকিত্ব, তাদের লড়াই ও ক্ষমতায়নের কথা। শব্দশিল্প গ্রন্থটি প্রকাশ করেছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
আজ সিডনি মাতাবেন প্রিতম হাসান
জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তদন্তে বিসিবির তিন সদস্যের কমিটি
পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে
স্ত্রীর সঙ্গে তর্কে জেতার চেয়ে সম্পর্কে জিতুন অব্যর্থ কিছু উপায়!
কমিটি ঘোষণার ২০ দিনের মাথায় সদস্য সচিব জিতুর পদত্যাগ
ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’
জামায়াত নেতাদের সমন্বয়হীন বক্তব্যে তৃণমূলে হতাশা
শাটডাউনে মার্কিন আকাশপথে বিপর্যয়, একদিনে বাতিল ১৪০০ ফ্লাইট
শেরপুর সীমান্তে জাল টাকার নোটসহ আটক ১
জুলাই সনদ ও গণভোট নিয়ে ড.এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্য
জোড়া গোলের পর অ্যাসিস্টে নতুন উচ্চতায় মেসি, সেমি-ফাইনালে মায়ামি
শেষ মৃতদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল ইইউ
গাজায় যুদ্ধবিরতির পরও থামেনি ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল ৬৯ হাজার
সৈয়দপুরে ট্রেনে কাটা মরদেহ উদ্ধার
৮ ডিসিকে যুগ্মসচিব হিসেবে পদায়ন
দেশের ১৫ জেলায় নতুন ডিসি, মধ্যরাতে প্রজ্ঞাপন জারি
অটো চার্জার ছিনতাইয়ের চেষ্টায় ড্রাইভারকে ছুরিকাঘাত
আওয়ামী লীগ নেতা এখন ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী
পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী আর দাসত্ব করার জন্য নয়: শাহজাহান
