'পুষ্পা? কবির সিং? উহু, জংলি।’
১৫ মার্চ ২০২৫, ০৬:৪০ পিএম | আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০৬:৪০ পিএম

মুখে দাড়ি উষ্কখুষ্ক, লম্বা লম্বা চুল, চোখে চশমা পরিহিত এক যুবক হেঁটে যাচ্ছে। অন্যপাশে ভয়েস ওভারে শোনা যায়, ‘বারুদ, আগুন আর হাওয়া; এক হইলেই ধোঁয়া।’ হাঁটতে হাঁটতে যুবক হাজির হয় এমন এক জায়গায়, যেখানে উৎসবের আমেজ; বিয়ে বাড়ির প্যান্ডেল কি! এরপরেই বিস্ফোরণ। ধীরে ধীরে চেহারা বোঝা যায়, এ যে আর কেউ নয় ঢালিউড স্টার সিয়াম আহমেদ।
সাধারণত বাংলা নাটক আর সিনেমায় সিয়ামকে বেশির ভাগ সময়ই দেখা গেছে রোমান্টিক চরিত্রে। তবে প্রাক্-টিজার দেখে বোঝা গিয়েছিল, এবার ভিন্ন সিয়ামকে পাওয়া যাবে। গত বৃহস্পতিবার রাতে মুক্তি পাওয়া টিজারে সেটা আরও স্পষ্ট হয়েছে। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এম রাহিমের ‘জংলি’ সিনেমার টিজারে সিয়ামকে দেখে চমকে গেছেন ভক্তরা। অনেকে টিজারের নিচে মন্তব্য করেছেন, ‘বরবাদ’, ‘দাগি’র পর ‘জংলি’র ধামাকা টিজার; এবারের ঈদ উৎসব জমে যাবে।
মুক্তির পর থেকে ‘জংলি’র টিজারের প্রশংসা করেছেন ভক্ত–অনুসারী আর ইউটিউবাররা। অনেকে ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার দেখে গল্প নিয়ে ‘ফ্যান থিওরি’ দিয়েছেন। বহুল চর্চিত একটা থিওরি এমন, সিয়াম হয়তো উঠতি ক্রিকেটার ছিলেন, কোনো কারণে প্রেমিকার সঙ্গে পরিণয় হয়নি। সেই প্রেমিকা হয়তো মারা গেছেন।
ঘটনাচক্রে সাবেক প্রেমিকার শিশুসন্তানকে বাঁচানোর দায়িত্ব এসে পড়েছে সিয়ামের ঘাড়ে। এরপর কী হবে তা নিয়েই গল্প। টিজার দেখেই আন্দাজ করা গেছে ক্রিকেট ব্যাট সিনেমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে, নায়কের মারধরের প্রধান অস্ত্রও এটা। এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে একটি শিশু চরিত্রকে। ভক্তরা তার সঙ্গে সিয়ামের সম্পর্ক নিয়ে নানা ধরনের জল্পনা করলেও টিজারে সেটা খোলাসা করা হয়নি।
এর আগে প্রাক্–টিজার দেখে অনেকেই ধারণা করেছিলেন যে, ‘পুষ্পা’ অথবা ‘কবির সিং’- সিনেমা থেকে অনুপ্রাণিত হয়েছে সিয়ামের এই নতুন সিনেমাটি। তবে টিজারের স্পষ্ট গল্পের দিক থেকে ওই দুই সিনেমার সঙ্গে কোনো মিল নেই। বরং ঘটেছে উল্টো। এমনকি সিয়াম অভিনীত সিনেমাটির সঙ্গে বহুল চর্চিত ভারতীয় দুই সিনেমার তুলনা করেছেন যারা, টিজারে তাদেরকেও ব্যঙ্গ করেছেন নির্মাতা। একপর্যায়ে সিয়ামকে বলতে শোনা যায়, ‘পুষ্পা? কবির সিং? উহু, জংলি।’
'জংলি' সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেত্রী শবনম বুবলী ও দীঘি। আগে দীঘিকে দেখা গেলেও এত দিন নির্মাতারা বুবলীকে একরকম লুকিয়ে রেখেছিলেন। টিজারে প্রথমবারের মতো দেখা গেছে বুবলীর ঝলক। যদিও তার কণ্ঠে কোনো সংলাপ ছিল না।
এদিকে সিয়ামের লুক, অ্যাকশন ছাড়াও টিজারের সম্পাদনা ও আবহ সংগীতের প্রশংসা করেছেন ভক্তরা। এ সিনেমাটি নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করেছেন সিয়াম।
প্রসঙ্গত, নতুন এই সিনেমা নিয়ে ফেসবুকে সিয়াম লিখেছিলেন, ‘অভিনেতাদের জীবনে মাঝেমধ্যে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জংলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এ বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ, চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’সিনেমাটি কেমন হয় সেটা দেখতে এখন ঈদের অপেক্ষা।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

র্যাংগস ই-মার্টে শুরু হলো এসি কার্নিভাল

ঈদুল ফিতরে ২১ হাজার উদ্যোক্তাকে ডিজিটাল রূপান্তরে সহায়তা করলো জাতিকইজি

‘মঙ্গল’ নাম বদলে ক্ষোভ, ব্যাখ্যা চান চারুকলার শিক্ষার্থীরা

এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল উপহার দিচ্ছে চীন

২১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

বৈশাখের কালো ঘোড়া

কালবৈশাখী

বৈশাখ

আচানক এইসব দৃশ্য

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

নারায়ণগঞ্জে আরসা প্রদানসহ ছয় জনের ফের আট দিনের রিমান্ডে

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ সরদার বকুলের বিরুদ্ধে

ভারতীয় আধিপত্যবাদের হুমকিভারতীয় আধিপত্যবাদের হুমকি

কবিতায় বৈশাখ

দ্রুত সময়ে ময়মনসিংহে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হবে: বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

নববর্ষ ও বিজাতীয় আগ্রাসন

নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

বাংলা সন ও সাংস্কৃতিক লড়াই

মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষন মামলার চার্জশিট দাখিল

‘জয় শ্রীরাম’ শ্লোগান দেয়ার নির্দেশ দিয়ে বিতর্কে তামিলনাডুর রাজ্যপাল