নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালন মির্জা ফখরুলসহ বিএনপির আটক নেতাকর্মীদের মুক্তি দাবি
১৫ নভেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম

যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন ও সাবেক যুগ্ম সম্পাদক আখতার হোসেন বাদলের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের ব্যানারে নিউইয়র্কে ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত সভায় আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবীর পাশাপশি কেন্দ্রীয় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি জানানো হয়েছে। সভায় বক্তারা সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে থাকা প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশের জনগনের কোন আস্থা নেই। তাই দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবী জানাচ্ছে। বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন আর জনগণের সরকার ছাড়া দেশে শান্তি আসবে না। সভায় সরকার বিরোধী নানা শ্লোগান দেয়া হয়।
নিউইয়র্ক সিটির ব্রুকলীনের একটি রেস্টুরেন্টে গত ১১ নভেম্বর শনিবার সন্ধ্যায় আয়োজিত উক্ত সভায় প্রধান অতথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক, মূলধারার রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসেন বাদল। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন কমিটির আহ্বায়ক ও বৃহত্তর নোয়াখালী যুব ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন কমিটির সদস্য সচিব ও নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি সালেহ আহমদ মানিক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, যুক্তরাষ্ট্র জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সভাপতি এবিএম রহমত উল্লাহ, যুক্তরাষ্ট্র জাসাস এর সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ডা. মমতাজ বেগম, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, বিএনপি নেতা মোর্শেদ আলম, নূরুল ইসলাম, আবুল কালাম, হোসেন মোহাম্মদ মনির, মোহাম্মদ মীর হোসেন, নাজমুল হাসান নিপুন, মনির আহমেদ, আশরাফ হাসান, গিয়াস উদ্দিন, আল মাসুদ স¤্রাট প্রমুখ। সভায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
সভায় অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, শেখ হাসিনা সরকার জোর করে রাষ্ট্র ক্ষমতা আকড়ে রয়েছে। সরকারের অত্যাচার-নিপীরণ-নির্যাতন, দূর্নীতি, স্বজনপ্রীতি আর দু:শাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। এই সরকারের প্রতি দেশের মানুষের পাশাপাশি বিদেশীদের কোন আস্থা নেই। যার জন্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবী উঠেছে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম আর বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় দেশের মানুষ জেগে উঠেছে। বিএনপি ও খালেদা জিয়ার জনপ্রিয়তায় দিশেহারা সরকার বিরোধী দলের উপর জুলুম-নির্যাতন আর গ্রেফতারের পথ বেছে নিয়েছে। এ অবস্থায় দেশ ও প্রবাসের সকল জাতীয়বাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এক দফার আন্দোলন ‘শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্ববধায়ক সকারের অধীনে’ নির্বাচনের কোন বিল্প নেই।
আখতার হোসেন বাদল বলেন, শেখ হাসিনার সরকার একটি ফ্যাসিস্ট, জুলুমবাজ, ভোটারবিহীন নির্বাচনের সরকার। এই সরকারের প্রতি কারো আস্থা নেই। আওয়ামী লীগ দেশে এক দলীয় শাসন কায়েম করতে চায়। ফলে দেশ দু:সময় অতিক্রম করছে। তিনি বলেন, এই অবস্থা থেকে মুক্তি পেতে তিনি সাতই নভেম্বরর চেতনায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়া আমাদের নেতা। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপি’র রাজনীতি করি। ইনশাল্লাহ বিএনপি’র নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
বিভাগ : প্রবাস জীবন
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হোক

ইউনূস-মোদি বৈঠক : একটি পর্যালোচনা

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে সংক্ষুব্ধ ‘আমরা’ কারা?

জেনারেল এসির নামে প্রতারণা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

মঞ্চে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

মুক্তির অপেক্ষায় মিজানুর রহমান লাবুর সিনেমা আতরবিবিলেন

সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকা আমাকে শান্তি দিয়েছে :বাঁধন