ঢাকা   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | ৬ চৈত্র ১৪৩১

ক্যানাডায় বাংলাদেশীদের চাকরি না পাওয়ার হতাশা

Daily Inqilab অনলাইন ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৬ এএম | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৬ এএম

সুমিত আহমদ। সিলেট থেকে ক্যানাডার টরন্টোতে এসেছেন পাঁচ মাস হলো। এখনো কোনো কাজ পাননি। প্রতিদিন হন্যে হয়ে কাজ খুঁজছেন। কিন্তু কোথাও তিনি ইতিবাচক কোনো সাড়া পাচ্ছেন না।

প্রতিদিন দু’বেলা করে বাংলাদেশী এলাকাখ্যাত ড্যানফোর্থে আসেন, যদি কারো মাধ্যমে কোনো কাজের সুযোগ পাওয়া যায়। এ অবস্থায় কিভাবে চলছেন জানতে চাইলে সুমিত আহমেদ বলেন, ‘সরকার যেটাকা (রাজনৈতিক আশ্রয় চাইলে প্রতি ব্যক্তিকে মাসে ৭০০ ডলারের মতো) দেয়, আপতত সেটা দিয়েই চলছি।’

একই অবস্থা এক সময়ের কাতার প্রবাসী হাসমত শিকদারের। তার বাড়ি সিলেটের বিয়ানী বাজারে। উন্নত জীবনের আশায় তিন মাস আগে সুমিত আহমেদের মতো তিনিও টরন্টোতে এসেছেন ভ্রমণ ভিসায়। তবে স্থায়ী হওয়ার জন্য নিজেকে ‘রিফিউজি’ দাবি করেছেন। তবে এখনো ওয়ার্ক পারমিট পাননি। তাই বৈধ কোনো কাজের সন্ধান করতে পারছেন না। ক্যাশে কোথাও কাজ পাওয়া যায় কিনা তাই আপতত খুঁজছেন। কিন্তু সেটাও পাচ্ছেন না। একদিকে ধারণার চেয়ে অনেক বেশি বাড়ি ভাড়া আর খাওয়া খরচের চিন্তায় রীতিমতো দিশেহারা তিনি। কারণ, যে টাকা সাথে নিয়ে এসেছিলেন তা প্রায় শেষের পথে।

সুমিত ও হাসমতের মতো প্রতিদিন অনেক বাংলাদেশীর দেখা মেলে টরন্টোর ড্যানফোর্থ এলাকায় গেলে। সকাল থেকে রাত, যখনই যাবেন, কিছু মানুষকে পাওয়া যাবে যাদের আলোচনার মূল বিষয়ই কিভাবে, কোথায় একটা কাজ পাওয়া যাবে। এরমধ্যে আবার বড় একটা অংশ আছেন, যারা ভ্রমণ ভিসায় এসেছেন, কিন্তু স্থায়ীভাবে থেকে যেতে চান।

মোট কথা, দেশ ছেড়ে ক্যানাডায় আসা নতুন বাংলাদেশীরা কেমন আছেন, তার খানিকটা ইঙ্গিত পাওয়া যায়, টরন্টোর ড্যানফোর্থ এলাকায় গেলে। ভিসার ক্যাটাগরির ভিন্নতা থাকলেও, সবার সমস্যা এক এবং অভিন্ন- কাজ না পাওয়া।

কথা হয় ইমিগ্র্যান্ট হিসেবে টরন্টোতে আসা বাংলাদেশী তরুণ সুলাইমান সাহিদের সাথে। তিনি এবং তার স্ত্রী দু’জনই ঢাকায় বেসরকারি দুটি প্রতিষ্ঠানে মোটামুটি ভালো বেতনে চাকরি করতেন। এক্সপ্রেস এন্ট্রির দীর্ঘ প্রক্রিয়া শেষ করে তারা টরন্টোতে এসেছেন গত বছরের অক্টোবরে। স্ত্রী একটা এনজিওতে চাকরি শুরু করলেও, এখনো নিজের পছন্দের কোনো কাজ খুঁজে পাননি সুলাইমান।
তিনি বলছিলেন, ‘দেশ হিসেবে ইমিগ্র্যান্টদের জন্য ক্যানাডা অবশ্যই ভালো, কিন্তু সবার জন্য নয়। বিশেষ করে, কেউ এসেই চাকরি পেয়ে যাবে- ব্যাপারটা তেমন নয়। ন্যূনতম ছয় মাস থেকে এক বছর অপেক্ষা করতে হবে একটা মোটামুটি মানের চাকরির জন্য। ফলে, মাঝের সময়টায় টিকে থাকার জন্য হাতে টাকা থাকতে হবে। না থাকলে কঠিন হয়ে যাবে।’

সুলাইমান বলছিলেন, ‘গত কয়েক মাসে বিভিন্ন প্রতিষ্ঠানে দরখাস্ত করেছি, কিন্তু কোথাও থেকে সেভাবে সাড়া পাচ্ছি না। আমার মতো নতুনদের নিয়ে ক্যানাডিয়ান সরকারের অনেক ভালো ভালো প্রোগ্রাম আছে, কিন্তু সেগুলো সবই অনেক সময়সাপেক্ষ।’

বাংলাদেশের শক্তিশালী কমিউনিটি না থাকাও নতুন এসে তাড়াতাড়ি চাকরি না পাওয়ার একটা কারণ বলে মনে করেন সুলাইমান। তার মতে, ভারতীয় কিংবা পাকিস্তানিরা নতুন এসে তাদের কমিউনিটির কাছ থেকে যে ধরনের সহযোগিতা পেয়ে থাকেন, সেটা বাংলাদেশীরা পায় না। আবার দক্ষতারও অভাব আছে বলে মনে করেন সুলাইমান। বিশেষ করে, এখানে কাজ করার জন্য ন্যূনতম যে ইংরেজি জানা দরকার, বেশিরভাগেরই সেটা জানা নেই।

বাংলাদেশীদের কাজ না পাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন সাংবাদিক গাজী সালাউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘ক্যানাডার মেইনস্ট্রিম যে জব মার্কেট, সেখানে কিন্তু কোনো ঘাটতি নেই। কারণ, সরকার এটা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ, এই দেশে প্রতিবছর যে পরিমাণ লোকবল প্রয়োজন, সেই পরিমাণ ইমিগ্র্যান্ট আনে।

সালাউদ্দিন মাহমুদের মতে, ‘মেইনস্ট্রিম জব মার্কেটের বাইরে চাকরির সমস্যা আছে। কিন্তু সেটা বুঝতে দু’টি বিষয় বিবেচনায় নিতে হবে। এক. দক্ষতা, দুই. ক্যানাডায় আসার ভিসার ধরন। গত দুই বছরে অনেক বাংলাদেশী এসেছে ভ্রমণ ভিসা নিয়ে। আর এই ভিসা দিয়ে বৈধভাবে কাজ পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তবে, ভিন্নভাবে আয়-রোজগারের পথ আছে। সেটা হলো, নগদ পারিশ্রমিকে কাজ করা। আর এই নগদ টাকার কাজগুলো সাধারণত হয় কমিউনিটি-বেজ’।

অর্থাৎ, একজন বাংলাদেশী আরেকজন বাংলাদেশীকে ‘ক্যাশে’ কাজ দিয়ে সহযোগিতা করে, বিনিময়ে অবশ্য অনেক সস্তায় শ্রম কেনা হয়। কাজ দিতে পারেন এমন বাংলাদেশীর সংখ্যা খুব বেশি না হওয়ায় গত দুই বছরে ভ্রমণ ভিসায় আসা মানুষের সংখ্যা যত বেড়েছে, সে তুলনায় কাজের ক্ষেত্র বাড়েনি। ফলে, এই শ্রেণির মানুষ যে কাজের সঙ্কটে ভুগছে, তাতে সন্দেহ নেই।

আর যারা স্টুডেন্ট ভিসায় আসছেন, তাদের একটা অংশের দক্ষতার বিরাট অভাব রয়েছে বলে মনে করেন সালাউদ্দিন মাহমুদ। তার মতে, ‘ভারতীয় ছেলে-মেয়েরা যত দ্রুত যে কোনো পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে পারে, বাংলাদেশের ছেলে-মেয়েরা সেটা পারে না। ফলে, যারা চাকরি দিচ্ছে, তারা বেটার পার্সনকে বেছে নিচ্ছে। আর সেখানেই পিছিয়ে পড়ছে বাংলাদেশীরা।’

গত কয়েক মাসে বাংলাদেশ থেকে যারা ক্যানাডায় এসেছে, এর মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ ভিসা নিয়ে। এদের একটা অংশ স্থায়ী হতে চান ক্যানাডায়। তাদের এই স্থায়ী হওয়ার প্রক্রিয়াটা মোটেও সহজ না। কারণ, প্রথমত, ভ্রমণ ভিসা নিয়ে বৈধভাবে কোথাও কোনো কাজ পাওয়া সম্ভব নয়। কাজ পেতে তাদেরকে জব অফার ম্যানেজ করতে হবে। এবং সেটাও হতে হবে ক্যানাডিন সরকারের তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠান। বিশেষ কাজে বিশেষভাবে দক্ষ না হলে, কোনো প্রতিষ্ঠানই সাধারণত ভ্রমণ ভিসায় আসা কাউকে চাকরির জন্য বিবেচনা করে না।

ফলে ভিজিটর ভিসায় বাংলাদেশ থেকে আসা বেশিরভাগ মানুষ রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা করে। কিন্তু এই প্রক্রিয়াটাও যেমন ব্যয়বহুল, তেমনি সময়সাপেক্ষ। যেকোনো একজন ভালো মানের আইনজীবীর মাধ্যমে অ্যাসাইলামের আবেদন করলে, পারিশ্রমিক হিসেবে তাকে দিতে হয় ১০ থেকে ১২ হাজার ক্যানাডিয়ান ডলার। বাংলাদেশী মুদ্রায় যা নয় থেকে ১০ লাখ টাকা। আর এই রাজনৈতিক আশ্রয়ের পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে ন্যূনতম পাঁচ বছর।

তারপরো ক্যানাডায় এসে বাংলাদেশের অনেক মানুষ বেছে নিচ্ছে এই পথ। এমনই দুজনের সাথে কথা হলো টরন্টোর স্কারবরো এলাকায়। এরমধ্যে একজন শাহ ফরহাদ, আরেকজন আবুল আহসান। দুজনই এসেছেন সিলেট থেকে। সেখানে দুজনই ব্যবসা করতেন। এরমধ্যে আইনজীবীর মাধ্যমে আবুল আহসান শরণার্থী হওয়ার আবেদন করলেও আরো কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান শাহ ফরহাদ। তারপর তিনি সিদ্ধান্ত নেবেন ক্যানাডায় থেকে যাবেন নাকি দেশে ফিরে যাবেন।

তবে অল্প দিনের মধ্যেই তারা বুঝতে পারছেন স্বপ্ন আর বাস্তবতার ফারাক অনেক। একদিকে ওয়ার্ক পারমিট না থাকায় কোথাও কোনো কাজ পাচ্ছেন না, অন্যদিকে প্রতিমাসে গুণতে হচ্ছে মোটা অঙ্কের বাড়িভাড়া আর খাওয়ার খরচ। সাথে আইনজীবীর খরচ তো আছেই।

এমন পরিস্থিতিতে দেশে ফিরে যাবেন কিনা জানতে চাইলে সিলেটের আবুল আহসান বলেন, ‘ফিরে যাওয়ার আর কোনো পথ নাই। যেহেতু অনেক টাকা খরচ করে এখানে এসেছি, যত কষ্টই হোক না কেন এখানেই থাকতে হবে।’

চাকরি না থাকা বিভিন্ন দেশের এমন মানুষদের পাশে দাঁড়িয়েছে ক্যানাডার কিছু প্রতিষ্ঠান। বিভিন্ন এলাকায় তারা সপ্তাহে তিন দিন বিনামূল্যে নানারকম খাবার দিয়ে সহযোগিতা করছে। তেমনই একটি প্রতিষ্ঠান ‘ফিড স্কারবোরো’। মাইনাস ১০-১২ ডিগ্রি ঠান্ডার মধ্যে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করতে দেখা যায় অনেক বাংলাদেশীকে। এই লাইনে অবশ্য অন্য অনেক দেশের মানুষকেই দেখা যায়।

সূত্র : ডয়চে ভেলে


বিভাগ : প্রবাস জীবন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মুমিনদের আত্মগঠন ও প্রশিক্ষণের জন্য অনন্য সেরা মাস মাহে রমজান
জিরো-টু জিরো-ফোর আমিরাত ফ্রেন্ডস টিমের‌ ইফতার ও দোয়া মাহফিল
মালয়েশিয়ার ইফতার মাহফিলে প্রবাসীদের মিলন মেলা
পর্তুগালে প্রথম বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন মোরারিয়া বিজনেস ফোরামের ইফতার
পর্তুগালে বাংলাদেশী নারী উদ্যোক্তাদের ঈদ মেলা
আরও
X

আরও পড়ুন

জনগন ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে - আমিনুল হক

জনগন ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে - আমিনুল হক

দেশের জনগণ দ্রুত নির্বাচন ও ভোটাধিকার ফেরত চায় :  মীর হেলাল

দেশের জনগণ দ্রুত নির্বাচন ও ভোটাধিকার ফেরত চায় :  মীর হেলাল

আসলেই কি কাউয়া কমলা খাইতে জানে না?

আসলেই কি কাউয়া কমলা খাইতে জানে না?

শেরপুরে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

শেরপুরে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

ঐক্য ধরে রাখতে হবে: বুলু

ঐক্য ধরে রাখতে হবে: বুলু

জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে :  মাজেদ বাবু

জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে : মাজেদ বাবু

উত্তরখান-দক্ষিণখানে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত; জনমনে স্বস্তি

উত্তরখান-দক্ষিণখানে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত; জনমনে স্বস্তি

চিলমারী‌তে বিএন‌পির নেতার ওপর হামলা করলেন আ'লীগ নেতা

চিলমারী‌তে বিএন‌পির নেতার ওপর হামলা করলেন আ'লীগ নেতা

মানুষের ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব  শাল্লায়- শিশির মনির

মানুষের ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব  শাল্লায়- শিশির মনির

গাজায় ইসরাইলের নৃশংস হামলায় ৩ দিনে ২০০ শিশু নিহত

গাজায় ইসরাইলের নৃশংস হামলায় ৩ দিনে ২০০ শিশু নিহত

অপরাধীর শাস্তি নিশ্চিত করতে আমরা যে কোন ধরনের আন্দোলন করতে প্রস্তুত রয়েছি :  হাসান মামুন

অপরাধীর শাস্তি নিশ্চিত করতে আমরা যে কোন ধরনের আন্দোলন করতে প্রস্তুত রয়েছি : হাসান মামুন

পাবনায় বাস-সিএনজি সংঘর্ষ, শিশুসহ নিহত ৫

পাবনায় বাস-সিএনজি সংঘর্ষ, শিশুসহ নিহত ৫

নতুন কোনো চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায়না জনগন- অধ্যাপক আশরাফ আলী আকন

নতুন কোনো চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায়না জনগন- অধ্যাপক আশরাফ আলী আকন

বিএনপি-ভারতের যৌথ সিদ্ধান্তে সাবের হোসেনের নেতৃত্বে নির্বাচনে যাবে আ'লীগ: বিস্ফোরক দাবি পিনাকীর

বিএনপি-ভারতের যৌথ সিদ্ধান্তে সাবের হোসেনের নেতৃত্বে নির্বাচনে যাবে আ'লীগ: বিস্ফোরক দাবি পিনাকীর

এবার গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ

এবার গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ

নির্বাচন বিলম্বের সুযোগে  অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে পতিত স্বৈরাচার গোষ্টী : এমরান চৌধুরী

নির্বাচন বিলম্বের সুযোগে  অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে পতিত স্বৈরাচার গোষ্টী : এমরান চৌধুরী

২৩ মার্চের মধ্যে ব্যাংকারদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ

২৩ মার্চের মধ্যে ব্যাংকারদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ

শিশুদের ঝগড়া কেন্দ্র্ করে কাতার প্রবাসীকে খুন : প্রধান আসামী সাজু গ্রেফতার

শিশুদের ঝগড়া কেন্দ্র্ করে কাতার প্রবাসীকে খুন : প্রধান আসামী সাজু গ্রেফতার

টেসলা থেকে মাস্কের পদত্যাগের দাবি বিনিয়োগকারীদের

টেসলা থেকে মাস্কের পদত্যাগের দাবি বিনিয়োগকারীদের

সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের নিয়ে ‘জনতার দল’র আত্মপ্রকাশ

সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের নিয়ে ‘জনতার দল’র আত্মপ্রকাশ