যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে । কানাডার টরোন্টো, মনট্রিয়েল সিটির সবকটি মসজিদসহ নিউইয়রক সিটির জামাইকা শহরের জামাইকা মুসলিম সেন্টার, ব্রুকলীন মুসলিম সেন্টার, ব্রংকসের পারকচেসটার জামে মসজিদ, বাংলাবাজার জামে মসজিদ সহ ম্যানহাটন, কুইন্স, সটেটেন আইসল্যান্ডের সবকটি মসজিদে ১০ এপ্রিল বুধবার সকালে ঈদ জামাত অনুষঠিত হয় । এরপর বিভিন্ন বাসা বাড়িতে পরিবার পরিজন ও...