পর্তুগালে জমে উঠেছে ক্রিসমাস মেলা
অন্যান্য বছরের মতো এবারও বেশ জমজমাট পর্তুগালের ক্রিসমাস বা বড় দিনের মেলা।
দেশটির সকল ছোট বড় শহরে বড়দিনকে কেন্দ্রকরে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ব্যবসায়ীরা পর্তুগিজ নানান খাবারদাবার পানীয়,মিষ্টান্ন,হস্তশিল্প, জুয়েলারি সহ নানান জাতীয় জিনিসি নিয়ে মেলায় অংশগ্রহণ করেন।
শহর জুড়ে বড়দিনের লাল নীল রঙিন লাইটিং ক্রিসমাস মেলায় আগত দর্শক দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিয়ে।
বরাবরের মতো এবারও পর্তুগালের রাজধানী লিসবনের প্রাসা দা রসিওতেমিউনিসিপালিটি(সিটি কর্পোরেশন)থেকেও...