রমজানে ভালো থাকার উপায়
০৬ এপ্রিল ২০২৩, ০৮:১০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৩৬ এএম
রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজান। মুসলমান মাত্রই একথা বিশ্বাস করে। এই কারণেই এ মাসে একটু বেশী ইবাদাত বন্দেগী সবাই করে। তাছাড়া রমজানে জীবনযাত্রা কিছুটা পাল্টে যায়। বদলে যায় অফিস টাইম। প্্রত্যহিক জীবন যাপন। এই পরিবর্তন এডজাষ্ট হতে একটু সময় লাগে। প্্রথম দিকে একটু কষ্ট হয়। পরে ঠিক হয়ে যায়। রমজানেই বছরের অন্যান্য সময়ের চাইতে ভাল থাকা সম্ভব। যদি খাবার দাবারটা একটু ভেবে খাওয়া হয়। একটু সচেতন থাকা যায়।
শাক, সবজি, ফলমুল, দুধ, দই খাওয়া ভাল। যে খাবার হজম হতে বেশী সময় লাগে। সে ধরনের খাবার বেছে নিন। আঁশ জাতীয় খাবার বেশি খেতে হবে। কারন আঁশ জাতীয় খাবার হজম হতে সময় বেশী লাগে। অধিক ভাজা পোড়া খাবার যেমন- বেগুনি, চপ, চিকেন ফ্্রাই, গ্্িরল যত কম খাবেন, তত ভালো থাকবেন। এসব খাবার বদ হজম, বুক জ্বালাপোড়া ইত্যাদির জন্য দায়ী। হজমেও সমস্যা করে। সৃষ্টি করতে পারে এসিডিটি। ইফতারীতে রিচ ফুড যেমন বিরিয়ানী, তেহারী না রাখা ভাল। একটু কষ্ট হয়, সে কারণে অনেকেই রোজার সময় ব্যায়াম থেকে বিরত থাকেন। এটি করবেন না। সকালে না হোক, ইফতারের পূর্বে কিছুক্ষন হাটুন।
ঘরে তৈরী ইফতারী খেতে চেষ্টা করুন। দোকানের সিংহভাগ ইফতারী মান সন্মত নয়। ভেজাল তৈল, ব্যাশন, কৃত্রিম রঙ ব্যবহার করা হয়। একই তেল বারবার ব্যবহারে পলি নিউক্লিলিয়ার হাইড্্েরাকার্বন তৈরী হয়। যার মধ্যে থাকে ক্যান্সার সৃষ্টিকারী বেনজা পাইরিন নামক পদার্থ। অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারী তৈরী হয়। তাই ভালো থাকার জন্য দোকানের ইফতারী পরিহার করা উত্তম। ইফতারীতে খেজুর, ফলের জুস, চিড়া,কলা, আপেল, একটা ডিম, মুড়ি, অল্প কিছু ছোলা (কাঁচা ছোলা হলে ভাল) থাকতে পারে। পানি খেতে হবে কমপক্ষে আট গাস।
নামাজের আগে এবং পরে, দু ভাগে ইফতার সম্পন্ন্ করা যেতে পারে। অতিরিক্ত খাবার ইফতারে পরিহার করতে হবে। ইফতারে অধিক আইটেম খাওয়া শরীরের জন্য ভালো নয়। এসিডিটি হতে পারে। হতে পারে বদ হজম। পরিমিত এবং পুষ্টিসমৃদ্ব খাবার খেতে হবে।
সাহরীতে ভাত বা রুটি সাথে সবজি, ডাল, একটুরো মাছ বা মাংশ, এক বাটি সালাদ থাকতে পারে। সাহরী বেগুন চাটনি, পটল পাতুরী থাকতে পারে। করলা ভাজি উত্তম খাবার হতে পারে রোজাদারদের জন্য। বিশেষকরে যাদের ডায়াবেটিস আছে। খাবার শেষে এক গ্লাস দুধ খাওয়া যেতে পারে। সাহরীতে অতি ভোজন দোষনীয়। বেশী খেলে ক্ষুধা কম লাগবে। এটা মনে করে অনেকেই গলা অবধি খান। পরে অসুস্থ হয়ে পড়েন। কারণ পাকস্থলীর খাবার হজমের ক্ষমতারও একটা লিমিট আছে। বেশি খেলে ক্ষুধা কম লাগবে এটা ভুল ধারনা। বরং পরিমিত খেয়ে ভালো থাকা সম্ভব। রমজানে চা, কফি খাওয়া কমিয়ে দিন। এগুলো বেশি খেলে পানি শূন্যতা, কোষ্টকাঠিন্য ইত্যাদি হতে পারে। ধুমপানসহ অনান্য নেশা দ্্রব্য ত্যাগ করুন। অনেকে পানের সাথে মুখ ভর্তি জদ্দা খান। জর্দ্দা তৈরী হয় তামাক দিয়ে। তামাক ক্যান্সারের সৃষ্টি করতে পারে। মুখের মধ্যে গুল ভরে রাখেন অনেকে। এটাও ক্ষতিকর।
পানি খাবেন খানিকটা পর পর। ইফতারের পর থেকে । তারাবির নামাজে যাবার সময় হাতে একটা পানির বোতল নিয়ে যেতে পারেন। অনেকের লক্ষ থাকে, রমজানে ওজন কমাবেন। তারা শর্করা আছে এমন খাবার পরিহার করতে পারেন। আমিষজাতীয় খাবার ও সবজি খেয়ে পেট ভরুন। চিনিযুক্ত খাবার বাদ দিতে হবে। হালকা লেবুর শরবত খেতে পারেন।
রমজান সংযমের মাস। উদর পূর্তির বেলায় এ সত্য ভুলে যাওয়া যাবে না। বেশী খেলে আর আত্বশুদ্ধি হলো কই? ইফতারের আয়োজন এমন না হয়। সাহরীতে এত পদ যেন না থাকে। যে খাদ্যের অপচয় হয়। সংযমের মাসে যেন আমরা অসংযমী না হই। একটু সচেতন হয়ে পরিমিত খাবার খেয়ে আমরা সকলে সুস্থ থাকতে পারি।
মুহাম্মদ শফিকুর রহমান
ফ্্রী ল্যান্স সাংবাদিক ও কলাম লেখক
মোবাইল: ০১৭১৫ ৩৬৪২০৩
ইমেইল: [email protected]
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়া কারাগারে হার্ট এ্যাটাকে আওয়ামী লীগ নেতাদের সিরিয়াল মৃত্যু নানামুখি প্রশ্ন
যতবার বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়েছে, ততবার বিএনপি সরকার গঠন করেছে: এবিএম মোশাররফ
সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় ষড়যন্ত্র আছে: সারজিস আলম
শীর্ষ ফুটবলে নিজেকে আরও কয়েক বছর দেখেন ফন ডাইক
কালীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আরেক শিশু নিখোঁজ
কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কর্মসূচি অনুষ্ঠিত
মির্জাপুরে বনের ভেতর গড়ে উঠা ৯টি ঘর উচ্ছেদ
সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকার ও গোয়েন্দা সংস্থা দায় এড়াতে পারেনা - এবি পার্টি
পথশিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী
কুলাউড়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন
ইসলামিক ফাউন্ডেশনের ডিজির সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে নিহত এক তরুন : বিজিবির প্রতিবাদ
যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের বিচার হওয়া উচিত: বদিউল আলম মজুমদার
ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা জ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছে; কেএমপি কমিশনার
মির্জাপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন কর্মসূচি পালিত
বাগেরহাটে ষড়যন্দ্রমূলক মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন
পদবঞ্চিতদের আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগ, জবি শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় বিবৃতি