ঢাকা   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১

পরিবেশ দূষণ ও ডেঙ্গুর প্রাদুভাব একসূত্রে গাঁথা

Daily Inqilab অধ্যাপক ড. মো: গোলাম ছারোয়ার

০৯ জুন ২০২৪, ০৭:৩৫ পিএম | আপডেট: ০৯ জুন ২০২৪, ০৭:৪৪ পিএম

ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশা

রবি ঠাকুরের দুই বিঘা কবিতার লাইন দিয়েই শুরু করি-
“নমোনমো নম সুন্দরী মম জননী বঙ্গভূমি
গঙ্গার তীর, স্বিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি
অবধারিত মাঠ, গগন ললাট, চুমু তব পদধুলি
ছায়া সুনিবির, শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি,
পল্লব ঘন, আ¤্র কানন, রাখালের খেলাগেহ
স্তব্দ অতল, দীঘি কালো জল , নিশীথ শীতল স্নেহ,


কবি গুরু এমনি ভাবেই গ্রাম বাংলার সৌন্দর্য্য বাস্তবতার নিরিখে আমাদের সামনে তুলে ধরেছেন। আহা বাংলার বর্তমান রুপ যদি প্রকৃত অর্থে এমন হতো তাহলে বাঙ্গালীর শান্তির কোন অন্ত থাকতো না। কিন্তু বাস্তবতা অতীত নির্মম। তাই তো তিনি আরও বলেছেন । দাও ফিরে সে অরন্য, লও এ নগর। তিনি শহরকে উদ্দেশ্য করে যেমন বলেছেন। ইটের পর ইট, মাঝে মানুষকীট, নেই কো স্নেহ, নেইকো ভালোবাসা ”। অন্য দিকে গ্রামকে নিয়ে বলেছেন।“ আমার যে নিরন্তর ভালোবাসার দৃষ্টি দিয়ে আমি পল্লী গ্রামকে দেখেছি, তাতেই আমার হৃদয়ের দ্বার খুলে দিয়েছে।” পরিবেশের প্রতিটি উপাদান যেমন : তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, আঁদ্রতা, সূর্যালো, মাটি, পানি, গাছপালা ও অন্যান বায়োটিক ও এবায়োটিক প্রভূতি উপাদানগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন রোগের সাথে জড়িত। রোগগুলি সংক্রমিত হয় বিভিন্ন বাহক ও বাহনের মাধ্যমে যার সাথে জড়িত আছে পরিবেশের উপাদান । উপাদান গুলো যত বেশী দুষনের স্বীকার হবে রোগের জীবানু তত বেশী স্বাচ্ছন্দ্যভাবে প্রবাহিত হবে বাহকের মাধ্যমে পোষক শরীর অথাৎ মানুষের শরীরে। আমরা জানি সংক্রমক রোগ হলো সেই সমস্ত রোগ যে রোগগুলো কোন জীবানু দ্বারা সংঘটিত হয় এবং বাহকের মাধ্যমে সংক্রমিত হয়। সেই আলোকে ডেঙ্গু একটি সংক্রমক রোগ। যা ডেঙ্গু নামক ভাইরাস দ্বারা সংঘটিত হয় এবং বাহক এডিস মশার মাধ্যমে পোষক মানুষের শরীরে প্রবাহিত হয়। এখন প্রশ্ন হলো পরিবেশের দুষনের দ্বারা জনস্বাস্থ্য গুরুত্বপূর্ন ডেঙ্গু রোগটি কিভাবে ক্রমান্বয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে।

ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার জীবন চক্র হতে আমরা সুস্পষ্ট ভাবে জানতে পারি, এর ডিম, লার্ভা এবং পিউপা তিনটিই পানিতে অতিবাহিত হয় এবং পুর্নাঙ্গ দশা স্থলে অতিবাহিত হয়। এডিস মশার পাশাপাশি যে মশাটি আমাদের জাপানিজ ইনক্যাপলাইটিস রোগসহ সবচাইতে বিরক্তিকর ও কষ্টের কারণ সেটি হল কিউলেক্স মশা। যে মশাটির প্রজনন স্থল দুষিত পানি। তাই কিউলেক্স এবং এডিস উভয় ধরনের মশাই পরিবেশের প্রতিটি উপাদান দিয়ে মারাতœকভাবে প্রভাবিত হয়। আমরা জানি এডিস মশা স্বচ্ছ পানিতে জস্মে তাহলে দুষন তাদের প্রজনন কিভাবে প্রভাবিত করে।

পরিবেশ দুষনের যতগুলি কারণ আছে তার মধ্যে পানি, তাপমাত্র, মাটি, বায় প্রধান উপাদান । অতিরিক্ত প্লষ্টিকের ব্যবহার এডিস মশার প্রজনন ক্ষেত্র ক্রমানয়ে বাড়িয়ে চলছে। অপরিকল্পিত নগরায়ন এডিস মশার প্রজনন ক্ষেত্রে অবিশ^াস্য ভাবে বাড়িয়েই চলছে । সি.ডি.সি কর্তৃক পরিচালিত জরিপে অপরিকল্পিত নগরায়নের ফলে নির্মানাধীন ভবনের নীচের ফা¬ডিং ফ্লোরই এডিস মশার সবচাইতে উপযোগী প্রজনন স্থল। পরিবেশ দুষনের ফলে সৃষ্টি পরিবতির্ত আবহওয়ার অপ্রত্যাশিত বৃষ্টিপাত এডিসের জন্য এক সুন্দর পরিবেশ তৈরি করেছে । একই সাথে ইচ্ছে মত বন উজার করার কারণে এডিস এলবোপিকটাসের প্রজাতি ফরেষ্ট পরিবেশ হতে এনথ্রোপোজেনিক সংস্পর্শে নিজেদের মানিয়ে নিতে শিখেছে । গাছপালা ধ্বংসের ফলে নিজেদের অসিস্তের জন্যই তারা মানুষের বাসস্থানের দিকেই ধাবিত হয়ে তাদের ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে। আবার শহর হতে গ্রাম-গঞ্জের মানুষের যাতাযাতের ফলে অবাধে বিস্তার লাভ করছে।

পরিবর্তিত পরিবেশে বিশ^-উঞ্চায়নের মারাতœক প্রভাব পড়েছে এডিসের বংশ বিস্তার ও তাদের শক্তিশালী হয়ে টিকে থাকবার । মাত্রারিক্ত বিষাক্ত পদার্থ কৃষি ক্ষেত্রে ব্যবহৃত হওয়ার ফলে পানি ও মাটির প্রভূত দুষন হচ্ছ্ ে।এই দুষনে এডিসের লার্ভাও সমানতালে কীটনাশক প্রতিরোধী হয়ে উঠছে । কারণ এডাল্ট মশাকে মারার জন্য যে এডালটিসাইড ব্যবহার হচ্ছে তার নাম ম্যালাথিয়ন । এই ম্যালাথিয়নই আবার কৃষিক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে । তাই রেসিডুয়াল ইমপ্যাষ্ট যুক্ত মাটিতে যে পানি জমছে তা লার্ভা কে জস্ম লগ্ন থেকেই প্রতিকুল পরিবেশে মানিয়ে নিয়ে নিজেকে অধীক প্রতিরোধী করে গড়ে তুলছে । ফলে প্রয়োগকৃত লার্ভিসাইড তার কোন ক্ষতিই করতে পারছে না । ধারাবাহিক ভাবে লার্ভা হতে পিউপা এবং পিউপা হতে পূনাঙ্গ মশা অনেক শক্তিশালি হয়ে উঠছে ।

মশার প্রাকৃিকত শত্রু যেমন ড্রাগন ফ্লাই নিম্ফ, কপপেড ও বিভিন্ন শিকারী মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে অযাচিতভাবে ব্যবহৃত কীটনাশকের বিষক্রিয়ার প্রভাবে । পরিবর্তিত পরিবেশে বর্ষা, শরৎ , হেমন্ত , শীত , বসন্ত, প্রভৃতি ঋতু স্বরুপ প্রকাশ ও স্থয়িত্ব দারুভাবে ব্যবহৃত হচ্ছে, ক্ষতিগ্রস্থ হচ্ছে বায়োভাইভারসিটি। ক্রমান্বয়ে বেড়েই চলছে অত্যন্ত ক্ষতি কারক বিভিন্ন ভারীধাতুর পরিমান। বাতাস ও পানি উভয়েই সিসা , ক্যাডসিয়াম, কোবাল্ট প্রভূতি মারাতœক ধাতুতে আজ মুহ্যমান । বিপাকে আমরা সবাই । শুধু সুন্দর পরিবেশ পাচ্ছে আমাদের শত্রু ক্ষুদ্র পতঙ্গ আর তাদের দ্বারা বাহিত রোগ সৃষ্টিকারী জীবানু ( ভাইরাস, ব্যকটেরিয়া, একটিনোমাইটস, সেমাটোড প্রভুতি ) কৃষিক্ষেত্রে ব্যবহৃত ম্যালথিরন আগে থেকেই বাতাসে টক্সিাসটি ছড়ায়ে রেখেছে যা পূর্নাঙ্গ মশাকে এডালটি সাইড প্রতিরোধ করে তুলছে । বাতাসে ডাষ্ট পাটিকেল আদ্রতার পরিমান বাড়িয়ে দেওয়ার ফলে ডেসিকেশন রেজিসটেন্স বাড়িয়ে ডিমের সজীবতা আর ডিম ফুটে লার্ভা উৎপাদন ও টিকে থাকার ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে । প্রয়োগকৃত কীটনাশকের টাগেট মশার শরীরে পোঁছাতে ইয়ার রেজিসটেন্স বাড়িয়ে দিয়ে লিথাল ডোজকে সাব লিথাল ডোজে পরিনত করে মশাকে জোড় প্রতিরোধী করে তুলছে ।

 

এতোগুলো দূষণ শুধু যে মশকীকে শক্তিশালী করে তা নয় । শক্তিশালী করে তুলছে এই মশকী দ্বারা বাহিত ভাইরাসকে । ভবইরাসের ভিরুলেন্স বাড়িয়ে তুলছে বহুগুনে ্ তাই ডেঙ্গুতে সি এফ আর বা কেস ফেটালিটি রেট আমাদের দেশে অনেক উচুঁতে । এতক্ষন বললাম এডিস মশার কথা । কবি ঈশ^চন্দ্র গুপ্ত যে মশাটিকে নিয়ে বলেছেলেন “ রাতে মশা দিনে মাছি , এ নিয়েই কলকাতায় আছি ” এই মশাটি হল কিউলেক্স যার জন্ম , বেড়ে উঠা ও স্বাছন্দ্র্যে বিরক্ত করার পরিবেশেই হল দুষিত পরিবেশ । তাই তো সন্ধ্যা নামার সাথে সাথেই শুরু হয় এর তান্ডব লীলা । গুনগুনানী মহা বিরক্তকর শব্দ আর রক্ত শোষনের তীব্র জ¦ালার সাথে উপহার হিসাবে ফাইলেরিয়া জাপানিজ ইনক্যাপালইটিস, প্রভূতি রোগের প্রপ্তি । দুষন বাড়ছে বাড়ছে এদের পরিসর ও কলেবর । মাটি, পানি, বায়ু, শব্দ দুষনে চুর্তুমুখী বিপর্যয়ে লন্ড ভন্ড আমাদের সাজানো জীবন । ভয়ঙ্কর সব এন সি ডি বা নন কমিউনিক্যা বল ডিজিজ ও সংক্রমক রোগের পরিমান বৃদ্ধি পাচ্ছে । ভারী ধাতুর উপস্থিতিতে ক্যান্সারের মত দুরারোগ্য রোগ আমাদের জীবনকে দুর্বিসহ করে তুলছে । মাটি দুষনের ফলে উৎপাদিত খাদ্য শস্যও কন্টামিনেটেড হচ্ছে । আমরা বুঝে না বুঝে সামান্য লাভের আশায় ভাবে প্রতিনিয়ত পরিবেশকে দুষিত করে তুলছি । বুঝতেই পারছিনা কতবড় ভয়ঙ্কর কর্মকান্ডে আমরা নিয়োজিত । তাই আবার কবি গুরুর অরন্য দেবতায় ফিরে আসি । ফিরে আসি মহান সৃষ্টির্কতার মূল উদ্দেশ্যের দিকে । তিনি সৃষ্টি করেছেন তিনিই খুব ভালো জানেন কিসে সৃষ্টির ভালো আর কিসে তার মন্দ । তাই তো মানুষসহ সকল জীব দ্বারা উৎপাদিত কার্বন-ডাই অক্সাই বানিয়েছেন সবুজ গাছের খাদ্য তৈরির কাঁচামাল আর এই কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত খাদ্যের সাথে অতীব গুরুত্বপুর্ন গ্যাস অক্সিজেন তৈরির কারখানা করে দিয়েছিল সবুজ গাছকে । এমন চমৎকার কম্বিনেশন আমাদের মঙ্গলের জন্য । অথচ আমরা এই কম্বিনেশন ভেঙ্গে আমাদের বিপর্যয় ডেকে আনছি । যে গাছের পাতায় মাটির উর্বরতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিপায় তাকে ধ্বংস করে রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতাও উৎপাদনশীলতা হ্রাস করে বিষাক্ততা বাড়িয়ে নিজেদের ধ্বংস ডেকে আনছি । তাই আসুন আজ এই বিশ^ধরিত্রীকে মায়ের মত সম্মান ও যতœ করে অনাগত ভবিষ্যতের জন্য এক অবাবিরত চারন ভূমি তৈরি করি ।

 

লেখক

অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কীটতত্ত্ব বিভাগ
জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)
মহাখালী, ঢাকা।


বিভাগ : স্বাস্থ্য


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মেয়েদের স্তন ক্যান্সার
নার্সিং বটল ক্যারিজ
মহিলাদের জন্য ১২টি হৃদবান্ধব পরামর্শ
আসুন এইডস প্রতিরোধ করি
পাইলস বা অর্শ
আরও

আরও পড়ুন

সংবিধান পুনর্লিখনের প্রস্তাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সংবিধান পুনর্লিখনের প্রস্তাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রাঙামাটির সাজেকে দিনভর গোলাগুলি: ভ্রমণে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

রাঙামাটির সাজেকে দিনভর গোলাগুলি: ভ্রমণে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

'বিপ্লবোত্তর ছাত্র ঐক্য' জবিতে ১২ ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ

'বিপ্লবোত্তর ছাত্র ঐক্য' জবিতে ১২ ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ

শেরপুরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার-৭

শেরপুরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার-৭

ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পাকিস্তানের হাইকমিশনার

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পাকিস্তানের হাইকমিশনার

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে অবস্থাকারীরাই মনিপুর উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে

বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে অবস্থাকারীরাই মনিপুর উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে

ভিভো ভি৪০ ফাইভজি, হালকা ওজনে শক্তিশালী ব্যাটারি

ভিভো ভি৪০ ফাইভজি, হালকা ওজনে শক্তিশালী ব্যাটারি

ভারতের শাসকগোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তি সম্প্রীতি চায় না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ভারতের শাসকগোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তি সম্প্রীতি চায় না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

দিল্লী দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে: শাহীন শওকত

দিল্লী দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে: শাহীন শওকত

বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি

বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি

সামরিক আইন জারি দক্ষিণ কোরিয়ায়

সামরিক আইন জারি দক্ষিণ কোরিয়ায়

হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তরায় মশাল মিছিল

হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তরায় মশাল মিছিল

নকলায় ট্রাক চাপায় নাতি পরপারে শিশু নানী হাসপাতালে

নকলায় ট্রাক চাপায় নাতি পরপারে শিশু নানী হাসপাতালে

ইফায় ১৫ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত

ইফায় ১৫ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত

ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি প্রকাশ করা উচিত : হাসনাত আবদুল্লাহ

ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি প্রকাশ করা উচিত : হাসনাত আবদুল্লাহ

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ২ পদক

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ২ পদক

ছাত্র-জনতার বিপ্লবে ভারতের স্বপ্ন ভেস্তে গেছে : হাজী ইয়াছিন

ছাত্র-জনতার বিপ্লবে ভারতের স্বপ্ন ভেস্তে গেছে : হাজী ইয়াছিন

ভারত বাংলাদেশের ওপর যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ

ভারত বাংলাদেশের ওপর যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ