মহিলাদের জন্য ১২টি হৃদবান্ধব পরামর্শ
২৮ নভেম্বর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ১২:০৯ এএম
মহিলারা বিশেষ হৃদরোগ ঝুঁকিতে থাকলেও পুরুষেরা বেশি হৃদরোগ ঝুঁকিতে থাকেন। হৃদরোগ নারীদের এক নম্বর শত্রু নয়, বরং নারী অপেক্ষা পুরুষ ১০ গুণ বেশি ঝুঁকিতে থাকে। তবে নারীরা পুরুষের চেয়ে বেশি স্তন ক্যান্সার ঝুঁকিতে রয়েছে সারা বিশ্বে। প্রতি তিনজন নারীর মধ্যে একজন নারী হৃদরোগে মারা যায়। আবার ক্যান্সার, শ্বাসযন্ত্রের সমস্যা ও দুর্ঘটনায়ও মহিলারা অধিক মারা যাচ্ছে। এসব মন্তব্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের।
হৃদরোগ বিভিন্ন প্রকার। বিভিন্ন প্রকার হৃদরোগে আক্রান্ত হয় নারী-পুরুষ। এসবের মধ্যে করোনারি আর্টারি রোগ প্রধান। এ রোগের জন্য হার্ট অ্যাটাক ও অন্যান্য হৃদরোগে মারা যায়। এগুলোর মধ্যে হার্ট ফেইল স্ট্রোকও রয়েছে। আজকাল পুরুষের চেয়ে মেয়েরা বেশি হৃদরোগে মারা যাচ্ছে প্রতি বছর। বেশির ভাগ নারীদের উচ্চ রক্তচাপ দেখা যায় ৫৫ বছর বয়সে। এ কারণে তারা হার্ট ফেইল করে এবং স্ট্রোকে মারা যাচ্ছে। এ সত্ত্বেও নারীদের ধারণা হৃদরোগ পুরুষের হয় এবং এই ধারণার জন্য তারা হৃদরোগ ও উচ্চ রক্তচাপ আছে কি না পরীক্ষা করায় না। তারা হৃদরোগের অতি সাধারণ লক্ষণ সম্পর্কেও উদাসীন। ফলে তারা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। আজকের আলোচ্য বিষয় নারী-পুরুষ উভয় কিভাবে হৃদরোগ এড়িয়ে চলতে পারে জীবনযাপনে পরিবর্তন এনে। চিকিৎসকেরা বহু বছর গবেষণা ও জরিপ করে হৃদরোগ সম্পর্কে যেসব তথ্য ও পরামর্শ দিয়েছেন তা পুরুষের ওপর ভিত্তি করে। পুরুষ হৃদরোগ সম্পর্কে বেশি সচেতন বিধায় তারা চিকিৎসকের যোগাযোগ রাখে। কিন্তু নারীরা হৃদরোগ সম্পর্কে উদাসীন বিধায় তারা বেশি হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়। মেনোপজের আগে উচ্চমাত্রার এস্ট্রোজেন মহিলাদের সুরক্ষা দিতে পারে। এ জন্য কোলেস্টেরল মাত্রা হ্রাস করতে হবে। বিশেষ করে এলডিএল মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। রক্তচাপ কমাতে হবে। নারীদের ভুলে গেলে চলবে না যে, পুরুষের মতো নারীদেরও বয়সের সাথে সাথে হৃদরোগের ঝুঁকি বাড়ে। কারণ, বয়সের সাথে সাথে নারীদের ওজন বাড়ে মধ্য বয়সে। তখন রক্তচাপও বাড়তে থাকে। বয়স ৫০-এর ওপরে গেলেই বেশির ভাগ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। এক কথায় বলা যায়, নারী ও পুরুষের হৃদরোগ ঝুঁকি সমান। চলুন তাহলে জেনে নেই ১২টি হৃদবান্ধব পরামর্শ-
১. ধূমপান বর্জন করুন- ধূমপান আপনার স্বাস্থ্যের সর্বপ্রকার ক্ষতিসাধন করে। যুবক ও মধ্যবয়সী মহিলাদের দুই-তৃতীয়াংশ ধূমপানের জন্য হার্ট অ্যাটাক হয়। ধূমপায়ীরা সব সময় হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকে। যারা জন্মনিয়ন্ত্রণ বড়ি খায় তারাও হৃদরোগের ঝুঁকিতে থাকে। যত শিগগির ধূমপান বর্জন করবেন তত চিন্তামুক্ত থাকবেন। কাজেই ধূমপান ত্যাগ করুন।
২. নিয়মিত রক্তচাপ পরীক্ষা করান এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন- এ কথা সবার জানা যে, উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের জন্য দায়ী। আজকাল রক্তচাপ পরীক্ষার হরেক রকম যন্ত্র আবিষ্কৃত হয়েছে। বাজার থেকে একটি কিনে এনে সহজে ঘরে বসে রক্তচাপ পরীক্ষা করা যায়। এ ছাড়া শহরে প্রায় প্রত্যেক ফার্মেসিতে রক্তচাপ মাপের ব্যবস্থা আছে। মহিলাদের নিয়মিত ব্যায়াম, খাদ্য নিয়ন্ত্রণ ও ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রয়োজনে চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধ খেতে হবে। খাদ্য নিয়ন্ত্রণ ও ব্যায়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যথেষ্ট সহায়ক।
৩. আপনার কোলেস্টেরল মাত্রা পরীক্ষা করান এবং নির্দিষ্ট সীমার মধ্যে রাখুন- আমাদের রক্তে দুই প্রকার কোলেস্টেরল রয়েছে- এলডিএল ও এইচডিএল। এই এলডিএল-এর মাত্রা ১৩০-এর নিচে রাখতে হবে এবং এইচডিএল-এর মাত্রা ৪০-এর মধ্যে রাখা দরকার। তবে বিশেষজ্ঞদের মতে, এলডিএল মাত্রা ১০০ বা তার নিচে রাখা শ্রেয়। তবে এইচডিএল মাত্রা নারীদের জন্য ৫০ হওয়া শ্রেয়। খাদ্য ও ব্যায়াম এ দুটো মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। সর্বমোট কোলেস্টেরল মাত্রা ২০০। যাদের এইডিএল মাত্রা বেশি এবং এলডিএল মাত্রা ১৩০-এর কম, তারা মোটামুটি নিরাপদ। ট্রাইগ্লিসারাইড চর্বির মাত্রা ১৫০-এর নিচে থাকতে হবে। শারীরিক বা দৈহিক পরিশ্রমে এইচডিএল মাত্রা বাড়ে এবং চর্বিজাতীয় খাদ্য বর্জনে এলডিএল কমে।
৪. রক্তের শর্করা বা চিনির মাত্রা পরীক্ষা করে দেখুন। যদি উচ্চমাত্রা হয় তবে কমানোর ব্যবস্থা নিন- যেসব মহিলা মোটাসোটা তাদের বেশির ভাগ ডায়াবেটিক রোগী, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি। এমনকি যেসব মহিলার সুগার স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি তারা ডায়াবেটিস পূর্ব অবস্থায় রয়েছেন। তারা করোনারি আর্টারি রোগের ঝুঁকিতে রয়েছেন। কাজেই সতর্ক হওয়া উচিত। তাদের খাদ্য নিয়ন্ত্রণ ও ওজন হ্রাস করতে হবে। নিয়মিত হাঁটাহাঁটি বা ব্যায়াম অত্যাবশ্যক। সাথে চিসিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ খেতে হবে।
৫. হৃদবান্ধব খাওয়া দাওয়া করুন- শাকসবজি, ফলমূল, শিম, বরবটি, আটা ও দুগ্ধজাত খাবার খান। যদি শাকসবজি না খান, তৈলাক্ত মাছ যেমন ইলিশ, পাঙ্গাশ জাতীয় মাছ খান। মুরগি বা পাখির গোশত খান। গরু, খাসি, ভেড়া বা মহিষের গোশত বর্জন করুন। মুরগির চামড়া, কলিজা, মাথা ও গিলা খাবেন না। কোনো প্রকার কোলা বা অ্যালকোহল পান থেকে বিরত থাকুন। মিষ্টিজাতীয় খাদ্য যেমন সন্দেশ, রসগোল্লা, চমচম ইত্যাদি খাবেন না। ময়দা ও পস্তুদানাও বাদ। মোটামুটি এসব মেনে চললে হৃদরোগের ঝুঁকি কমে যাবে।
৬. লবণ কম খান- লবণ রক্তচাপ বাড়ায়। তাই কাঁচা লবণ বর্জন করুন। প্রতিদিন বিভিন্ন রান্নায় এক চা চামচের তিন ভাগের দুই ভাগ ব্যবহার করুন। বয়স ৫০ হলেই দৈনিক ১৫০ মিলিগ্রামের বেশি লবণ খাওয়া চলবে না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগীদের জন্য লবণ অত্যন্ত ক্ষতিকর। রেস্টুরেন্ট ও হোটেলে লবণ বেশি ব্যবহার করা হয়। ফাস্টফুডেও অধিক লবণ ব্যবহৃত হয়।
৭. কর্মঠ বা পরিশ্রমী হন- বিত্তবান লোকেরা নিজ হাতে কাজ করাকে অসম্মানজনক মনে করে বাড়িতে একাধিক কাজের লোক রাখেন, যারা সংসারের সব কাজ করে। আর তারা বাড়িতে শুয়ে বসে দিনাতিপাত করেন। ফলে এসব পরিবারের মহিলারা বেশির ভাগ অধিক ওজনবিশিষ্ট ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের রোগী। মনে রাখবেন, নিজের কাজ নিজে করায় কোনো অসম্মান নেই। নিজের পোশাক পরিচ্ছদ নিজে ধুয়ে নিন। ঘর মোছেন, রান্নার জন্য কোটাকুটি, বাটনা বাটা নিজে করুন। বাজারসওদা করতে যান। সিঁড়ি দিয়ে ওঠানামা করুন। স্কুল কাছে হলে শিশুকে স্কুলে দিয়ে আসুন ও নিয়ে আসুন পায়ে হেঁটে।
৮. ওজন নিয়ন্ত্রণ করুন- মহিলাদের প্রধান সমস্যা এটি। অলস জীবন যাপন করে নিজের ওজন বাড়ান। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের শিকার হন। কেউ কেউ সন্তান জন্মদানে অক্ষম হন। যাদের ওজন বেশি তাদের প্রায় সবাই ডায়াবেটিক রোগী, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের শিকার। এ থেকে বাঁচতে হলে ওজন কমান। নিয়ন্ত্রণ করুন। আর এটা করতে হলে জিহ্বা সংযত করুন। খাদ্য নিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যায়াম করুন। বয়স ৫০ এর ঊর্ধ্বে হলেও ওজন নিয়ন্ত্রণ করতে না পারলে অকালমৃত্যুও হতে পারে। কাজেই খেয়ে খেয়ে শুয়ে বসে বা গাড়িতে ঘুরে ওজন বাড়াবেন না। লোক হাসাবেন না।
৯. কোনো পানাহারে আসক্ত হবেন না- ছেলে বা মেয়েকে স্কুলে ঢুকিয়ে নিজে কোনো ফাস্টফুডের দোকানে ঢুকে পিৎজা, বার্গার, গ্রিল ইত্যাদি বন্ধু বান্ধবীকে নিয়ে মজা করে খেয়ে দুই কেজি ওজন বাড়িয়ে বাড়ি ফিরবেন না। আবার খাওয়ার পর মজা করে কোক ফানটা, পেপসি জাতীয় পানীয় পান করে দেহে চর্বি বাড়াবেন না। মদ, অ্যালকোহল ইত্যাদি পান করবেন না। পরিবর্তে লেবুর শরবত পান করুন।
১০. হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য হরমোন নেবেন না- এক সময় এস্ট্রোজেন ও এজেস্টিন একত্রে হরমোন থেরাপি নিতেন মহিলারা হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে। কিন্তু গবেষণা বলছে এভাবে চিকিৎসকের পরামর্শ ছাড়াই হরমোন থেরাপি নিলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। স্ট্রোক, রক্ত জমাটবদ্ধ হওয়া এবং স্তন ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। তাই পঞ্চাশোর্ধ্ব মহিলারা সতর্ক হয়ে হরমোন থেরাপি নেবেন। আর যদি হরমোন থেরাপি যদি অত্যাবশ্যক হয় তবে সর্বনিম্ন মাত্রায় নেয়া উচিত।
১১. হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠা চিকিৎসা করান- দীর্ঘদিন হতাশায় ভুগলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনিবার্য হয়ে পড়ে। তাই এর চিকিৎসা জরুরি। উদ্বেগ উৎকণ্ঠা সাইকোথেরাপি দিয়ে চিকিৎসা সম্ভব। ওষুধেও নিরাময় হয়। নিয়মিত ব্যায়াম করলেও উদ্বেগ উৎকণ্ঠামুক্ত হওয়া যায়।
১২. আপনার পারিবারিক ইতিহাস জানুন- আপনার বাবা মা বা ভাইবোনেরা যদি ৫০ বছরের আগে হৃদরোগে বা স্ট্রোকে বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকেন, আপনাকে ৫০ বছরের আগেই সতর্ক হতে হবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করুন। নিয়মিত ব্যায়াম করুন। সর্বপ্রকার চর্বিজাতীয় খাদ্য বর্জন করুন। নিয়মিত রক্তচাপ পরীক্ষা করান এবং ব্যবস্থা নিন। রুটিন বাঁধা জীবন যাপন করুন। শাকসবজি ও মাছ বেশি বেশি খান। জীবজন্তুর মাংস ছেড়ে মুরগি, পাখির গোশত ও মাছ খান। ডায়াবেটিস পরীক্ষা করান। কোলেস্টেরল মাত্রা দেখুন। মিষ্টান্ন দ্রব্য, লবণ ও চর্বিজাতীয় খাবারকে না বলুন। তাই পরিমিত ও নিয়মিত আহার, শারীরিক ব্যায়াম, বিশ্রাম, নিদ্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সুস্বাস্থ্যের পূর্বশর্ত।
মো: লোকমান হেকিম
গবেষক ও কলামিস্ট, মোবা: ০১৭১৬২৭০১২০
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস
শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল
বন্দরে সাবেক কাউন্সিলর আ. লীগ নেতা সিরাজকে সমাজচ্যুত ঘোষণা
ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয় -ইসলামী আন্দোলন বাংলাদেশ
‘নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে মৃত্যুদণ্ড চেয়ে নেবো’
ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে কোনো আইনি দুর্বলতা নেই
কেরানীগঞ্জে হত্যা করে অটোরিকশা ছিনতাই ঘাতক বন্ধু গ্রেফতার
৪৩তম বিসিএসের ২৬৭ কর্মকর্তার পদায়ন