ডায়াবেটিস রোগীর হাইপোগ্লাইসেমিয়া
২৩ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম
হঠাৎ করে যদি ডায়াবেটিসের রোগী অজ্ঞান হয়ে যায় তবে সর্বপ্রথম হাইপোগ্লাইসেমিয়ার কথা মাথায় রাখা উচিত। হাইপোগ্লাইসেমিয়া মানে রক্তে গ্লুকোজ কমে যাওয়া। ডায়াবেটিকদের রক্তে গ্লুকোজের পরিমান বেশী থাকে। হঠাৎ করে গ্লুকোজের পরিমান কমে গিয়ে বিপত্তির সৃষ্টি হয়। এ সময় যদি সঠিক চিকিৎসা না করা হয় তবে মারাত্মক ক্ষতি হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া হলে রক্তে গ্লুকোজের পরিমান ২.৫ মিলিমোল/লিটার এর কম হয়ে যায়।
হাইপোগ্লাইসেমিয়ার অনেক কারণ আছে। তবে সাধারণ কিছু কারণ আছে যার জন্য সচরাচর হাইপোগ্লাইসেমিয়া হয়। যেমনঃ ১। অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা। ২। কোন বেলার খাবার না খাওয়া বা খেতে ভুলে যাওয়া। ৩। ইন্সুলিনের ডোজ বেশী নেয়া। ৪। মুখে ডায়াবেটিস নিয়ন্ত্রনের ওষুধ বেশী খাওয়া। ৫। এলকোহল। ৬। লিভার ও কিডনীতে সমস্যা থাকলে।
হাইপোগ্লাইসেমিয়াকে মৃদু, মধ্যম ও তীব্র ধরনের এভাবে ভাগ করা হয়। সবচেয়ে বিপদজনক তীব্র হাইপোগ্লাইসেমিয়া। তীব্র হাইপোগ্লাইসেমিয়ার রুগীকে দ্রুত চিকিৎসা করা না হলে মৃত্যুও ঘটতে পারে।
হাইপোগ্লাইসেমিয়ার রোগীদের বিভিন্ন উপসর্গ দেখা যায়ঃ- ১। অস্বস্তিবোধ। ২। অস্থিরতা। ৩। ঘাম হওয়া। ৪। বমিভাব, বমি। ৫। বুক ধড়ফড় করা। ৬। বিভ্রান্তি। ৭। জ্ঞান হারিয়ে ফেলা। ৮। তন্দ্রাভাব। ৯। অস্পষ্টভাবে কথা বলা। ১০। মাথা ব্যথা। ১১। হঠাৎ ক্ষুধা লাগা। ১২। হঠাৎ ভাবাবেগ বা আচরণের পরিবর্তন। ১৩। হাত পা কাঁপা। ১৪। খিঁচুনি। ১৫। চোখে দেখতে সমস্যা হওয়া ইত্যাদি।
তবে সব রোগীরই যে একরকম লক্ষন থাকবে তা নয়। হাইপোগ্লাইসেমিয়ার তীব্রতার উপর ভিত্তি করে বিভিন্ন লক্ষন দেখা দেয়। ঘুমের মধ্যেও হাইপোগ্লাইসেমিয়ার হতে পারে। এক্ষেত্রে রোগীরা অতিরিক্ত স্বপ্ন দেখে, ঘাম হয়, কাঁপাতে থাকে এবং সকালে ঘুম থেকে উঠার পর বিভিন্ন সমস্যার শিকার হন।
হাইপোগ্লাইসেমিয়া হয়েছে কি না তা খুব সহজেই জানা যায়। একজন ডায়াবেটিসের রুগীর উপরোক্ত লক্ষণ দেখা গেলে প্রথমেই হাইপোগ্লাইসেমিয়া সন্দেহ করা উচিত। চিকিৎসাও শুরু করা উচিত দ্রুত। রক্তের গ্লুকোজ মাপলে অনেক কম পাওয়া যাবে। আজকাল বাড়ীতেই রক্তের গ্লুকাজ মাপা যায়। ডায়াবেটিকদের গ্লুকোমিটার বাসাতে রাখা উচিত। তাহলে সহজেই দ্রুত ডায়াগনসিস করা যাবে।
হাইপোগ্লাইসেমিয়া ডায়াগনসিস করতে পারলে সাথে সাথে চিনি জাতীয় খাবার দিতে হবে। চিনির বা গ্লুকোজের শরবৎ, মিষ্টি, ড্রিংকস্, ফলের রস, চকলেট ইত্যাদি দেয়া যায়। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আবার রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করতে হবে। তখন যদি গ্লুকোজের মাত্রা কম থাকে আবার উপরোক্ত খাবার দিতে হবে। অতিদ্রুত রোগীকে একজন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। অনেক সময় বাসায় বা আশেপাশে পরীক্ষার ব্যবস্থা থাকেনা। তখন দ্রুত নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যেতে হবে। তবে নিয়ে যাবার আগে অবশ্যই মিষ্টি জাতীয় খাবার দেয়া উচিত। তীব্র হাইপোগ্লাইসেমিয়ার চিকিৎসা কখনই বাসাতে করা যাবেনা।
এই রোগীকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে। দ্রুত চিকিৎসা শুরুকরতে হবে। গ্লুকাগন ইনজেকশন মাংসে দিলে দ্রুত রক্তের গ্লুকোজ বেড়ে যায়। শিরায় গ্লুকোজ দিলে রোগী দ্রুত আরাম পায়। রোগী যদি অজ্ঞান থাকে তবে শিরায় গ্লুকোজ দিলে দ্রুত ভাল হয়ে উঠে।
ডায়াবেটিক রোগীদের যেকোন সময় হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তাই সবারই এ বিষয়ে ধারণা থাকা দরকার। চিকিৎসকের উচিত ডায়াবেটিক রোগীদের বিষয়টি সময় নিয়ে ভালভাবে বুঝিয়ে দেয়া। রোগীর আত্মীয়স্বজনকেও বিষয়টি বুঝিয়ে দিতে হবে। ডায়াবেটিক রোগীদের বাসায় গ্লুকোমিটার অবশ্যই রাখা উচিত। এখন গ্লুকোমিটারের দাম বেশী নয় এবং এর ব্যবহারও খুব সহজ।
ডা. মোঃ ফজলুল কবির পাভেল
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান
ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা
গাজাকে বাসোপযোগী করতে হবে
ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা
টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ
দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার
এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান
গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন
জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন : লুৎফর রহমান খান আজাদ
শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ
আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।
আ.লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প
বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত