শেরপুরে কোরবানির পশুর দাম চড়া
১৬ জুন ২০২৩, ১০:৪৫ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৩, ১২:০০ এএম
কোরবানির ঈদকে সামনে রেখে শেরপুর পাহাড় অঞ্চলের অন্যতম বৃহত্তম ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী পশুরহাটসহ জেলার ছোট-বড় পশুর হাটগুলোতে কমবেশি গরুছাগল উঠতে শুরু হয়েছে। এসব হাটে আমদানি হয়েছে কয়েক প্রজাতির গরু। স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা হাটে নিয়ে আসছেন তাদের গরু। তবে আমদানি বেশি হলেও দাম বেশি থাকায় বিক্রি কম হচ্ছে। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় কোরবানির আগেই গরুর দাম চড়েছে বলে জানান বিক্রেতারা। তারা বলছেন, সরিষার খৈল, ছোলার ভুসি, খেসারি, মাসকালাইয়ের ভুসি, ধানের গুঁড়াসহ সব গোখাদ্যের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। গোখাদ্যের দাম বাড়ায় এবার গবাদিপশু পালন ব্যয় বহুল ছিল। হাটে ক্রেতারা যে দাম বলছেন খামারিদের কাছে তা খুবই কম। ক্রেতারাও বলছেন, এবারে পশুর দাম অনেক বেশিই।
সরেজমিনে ঝিনাইগাতী পশুর হাট ঘুরে দেখা যায়, ছোট-বড় ষাঁড়, বকনা গরুতে পরিপূর্ণ হাট। ক্রেতা-বিক্রেতার সমাগমও অনেক। তবে বড় সাইজের পশুর দাম অনুযায়ী ছোটগুলোর দাম একটু বেশি। সাধারণ ক্রেতাদের ছোট গরুই বেশি পছন্দ করতে দেখা গেছে। ৬০ হাজার থেকে এক-দেড় লাখ টাকা দামের গরু এই হাটে ওঠে। এক ডেইরি খামারের স্বত্বাধিকারী জানান, কোরবানির ঈদকে সামনে রেখে আমার খামারে ছোট-বড় ৭টি গরু পালন করেছি। আজকের হাটে ৩টি গরু নিয়ে এসেছি। ক্রেতাদের সমাগম মোটামুটি থাকলেও বিক্রির অবস্থা খুবই খারাপ। গোখাদ্যের দাম বাড়ায় গরু পালনে বিপুল ব্যয় হচ্ছে। প্রায় ২-৩ মাস আগে থেকেই গরুর দাম বাড়তি। দাম বাড়ার কারণেই বিক্রি কম হচ্ছে। আশা করছি, সামনের হাটে বেচাকেনা একটু ভালো হবে। সাড়ি কালিনগর গ্রামের শরীফ উদ্দিন সরকার বলেন, আমার বাড়িতে পোষা দুটি গরু হাটে নিয়ে এসেছি। হাটে ক্রেতা থাকলেও বেচাকেনা তেমন হচ্ছে না। যারা এসেছেন তারা যে দাম বলেন, সে টাকায় পশু পালনের খরচও উঠবে না। শালচুড়া গ্রাম থেকে গরু কিনতে আসা নলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা বলেন, শেরপুরের উত্তরাঞ্চলের অন্যতম পশুর হাট ঝিনাইগাতী। প্রত্যেক বছর বেশ কয়েকটা হাট ঘুরে ঘুরে গরু ক্রয় করি। ঈদকে টার্গেট করে আজকে এ পশুর হাটে দেশি জাতের ছোটবড় গরু আমদানি শুরু হয়েছে। মূলত হাটের পরিস্থিতি দেখার উদ্দেশ্যেই এসেছি। হাটে গরুর আমদানি প্রচুর, তবে দাম অনেক চড়া। এক মণের দাম ২০-৩০ হাজার টাকা আইডিয়া করে গরু কিনতে হবে।
স্থানীয় ক্রেতা ডা. আব্দুল বারী বলেন, হাটে গরুর দাম বেশ চড়া। গত বছরও তুলনামূলক কম ছিল দাম। হাট ঘুরে যা বুঝলাম, এ বছর আমাদের মতো মধ্যবিত্তদের কোরবানির পশু কেনা কঠিন হয়ে যাবে। ৩ মন ওজনের গরুর দাম ১ লাখ টাকা হাঁকছেন বিক্রেতারা। সামনে হাটগুলো জমজমাট হলে আশা করছি, দাম একটু কমতে পারে। ঝিনাইগাতী হাটের ইজারাদারের প্রতিনিধি ফারুক আহমেদ দৈনিক ইনকিলাবকে জানান, শেরপুর জেলার উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী পশুর হাট আমাদের ঝিনাইগাতী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ক্রেতা-বিক্রেতার সমাগম হয়। কোরবানিকে সামনে রেখে হাটে গরু আমদানি হয়েছে প্রচুর। কিন্ত এবার বেচা বিক্রি কম হচ্ছে। অনলাইনেও খামারিরা বিক্রি করছেন। তবে বাড়তি দামের কারণে বেচাকেনা একটু কমই হচ্ছে। তবে সামনের বাজারে বেচাকেনা বাড়বে বলে তিনি আশা করছেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল আলম ভূঁইয়া ইনকিলাবকে বলেন, ইতোমধ্যেই গরুর হাটে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ দৈনিক ইনকিলাবকে বলেন, গরুর বাজারে পুলিশি তৎপরতা বৃদ্ধির জন্য থানা পুলিশকে বলা হয়েছে এবং ইতোমধ্যেই তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস