শর্তারোপ করে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ প্রদান
২৪ জুন ২০২৩, ১০:১১ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ১২:০১ এএম
যন্ত্রপাতি কেনাকাটায় ইচ্ছামোত শর্তারোপ করে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে ৩৭ কোটি টাকার কাজ পেতে সুযোগ করে দেয়ার অভিযোগ উঠেছে সরকারী কর্মচারী হাসপাতালের কর্মকর্তাদের বিরুদ্ধে। হাসপাতালের রেডিওলোজি অ্যান্ড ইমাজিং বিভাগে যন্ত্রপাতি কেনার জন্য আহবান করা দরপত্রে এমন শর্ত দেয়া হয়েছে- যাতে একটি প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠান কাজ পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হয়। অভিযোগ উঠেছে-দরপত্রের শর্তে ২০০৬ সালের পিপিআর ভঙ্গ হয়েছে। যা নিয়ে একাধিক প্রতিষ্ঠান অভিযোগ করে আসছে। নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে ইতোমধ্যে দরপত্র আহবানকালীন প্রকল্প পরিচালককে সরিয়ে নতুন করে আরেকজন যুগ্মসচিবকে প্রকল্প পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। ইভ্যালুয়েশন মিটিংয়েও বিষয়টি উত্থাপন করা হয়।
সূত্র মতে, সরকারী কর্মচারী হাসপাতালের রেডিওলোজি অ্যান্ড ইমাজিং বিভাগে যন্ত্রপাতি কেনার জন্য চলতি বছরের ৬ মার্চ দরপত্র আহবান সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। টেন্ডার প্যাকেজ নং এসকেএইচআইপি জিডি-১০ (এসকেএইচইউপি জিডি০১০। দরপত্র জমার শেষ সময় ছিলো ৪ এপ্রিল। দরপত্র আহবানের বিজ্ঞপ্তি প্রকাশের পর ৫ টি প্রতিষ্ঠান অংশ নেয়। অংশ নেয়া প্রতিষ্ঠান গুলো হচ্ছে- মেডিকিট কর্পোরেশন, লাইফস্ট্রিম ইন্টারন্যাশনাল, ড্যাফোডিল মেডি ওয়াল্ড, বাংলাদেশ সাইন্স হাউস ও মেডি গ্রাফিক ট্রেডিং লিমিটেড। এই প্রতিষ্ঠান গুলোর মধ্যে সর্বনি¤œ দরদাতা হিসেবে ৩৭ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ২৪২ টাকায় বিবেচিত হয়েছে মেডিকিট কর্পোরেশন।
মেডিকিট নামক প্রতিষ্ঠানের কাজ পাওয়ার মত কোনো অভিজ্ঞতা নেই বলে অভিযোগ এসেছে। একই সঙ্গে একটি সিন্ডিকেটের যোগসজাশে নি¤œমানের যন্ত্রপাতি সরবরাহ করা চেষ্টা করা হচ্ছে। এছাড়া প্রকল্প পরিচালকের এই বিষয়ে টেকনিক্যাল জ্ঞান না থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু প্রতিষ্ঠান সরকারি হাসপাতালে মালামাল সরবরাহ না করেও কাজ পেতে সিন্ডিকেটের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ সেক্টর সংশ্লিষ্টদের। অভিযোগ উঠেছে- এই প্রতিষ্ঠানকে কাজ দিতে ২০০৬ সালের পাবলিক প্রকিউরমেন্ট রুল-পিপিআর ভঙ্গ করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পিপিআর অনুযায়ী, যন্ত্রের মান যাচাইয়ের জন্য যে সার্টিফাই হতে হয়, নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে সেই সার্টিফাইকেই হাতিয়ার বানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। যন্ত্রপাতিগুলো কোয়ালিটি স্টান্ডার্ড যেমনÑ ভেলিড ইউ-সিই অ্যান্ড ভেলিড ইউএস-এফডিএ অর ভেলিড ইউএস-এফডিএ অ্যান্ড ভেলিড জেআইএস- এগুলো যে কোনো সনদ থাকলে হয় কিন্তু সরকারী কর্মচারী হাসপাতালের টেন্ডারে উল্লেখিত যন্ত্রপাতি গুলো কোয়ালিটি স্টান্ডার্ডে জাপানের টোকিও বোয়েকি ব্রান্ডের, ইউএস-এফডিএ সার্টিফাই নয়। শুধু নির্দিষ্ট কোম্পানি ইউএস-এফডিএ সার্টিফাই।
এসব বিষয়ে একাধিক ঠিকাদারী প্রতিষ্ঠান শর্ত শিথিলের অনুরোধ জানিয়ে বারবার চিঠি দিলেও কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। দরপত্রে অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, সাধারনত কোনো প্রকল্প চলাকালীন প্রকল্প পরিচালককে সরানোর নজির কম। বড় কোনো কারণ ছাড়া কখনো প্রকল্প পরিচালককে সরানো হয় না। দরপত্র আহবান করার পর এই প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব মো. মনিরুজ্জামানকে সরিয়ে তার জায়গায় যুগ্ম সচিব ফরহাদ হোসেনকে দায়িত্ব দেয়া হয়। নতুন প্রকল্প পরিচালকের উচিত হবে বিতর্কিত ওই শর্ত বাদ দিয়ে প্রকল্প এগিয়ে নেয়া। তা না হলে তিনিও বিতর্কিত হবেন এবং প্রকল্প নিয়ে প্রশ্ন উঠবে।
নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ প্রদানে শর্তারোপ প্রসঙ্গে প্রকল্প পরিচালক ফরহাদ হোসেন বলেন, কোনো শর্তের বিষয়ে আমার কিছু জানা নেই। আমাদের ডিপিপি এবং ইজিপি’র যে শর্ত আছে, সরকারী বিধি বিধান মোতাবেক আমরা কেনাকাটা করছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক