চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম
চকরিয়ার মালুমঘাট ষ্টেশনে আধিপত্য বিস্তারের জের ধরে আব্দুর রহমান হত্যা মামলার আসামীরা স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু ছালামকে হত্যার চেষ্টায় হামলা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ ও সন্ত্রাসীদের মাঝে অর্ধশতাধিক রাউন্ড গুলির ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাস স্টেশনের আবু সৈয়দের দোকানের সামনে এঘটনা ঘটে।
এ ঘটনায় আহত মেম্বার আবু ছালাম,ডুলাহাজারা ইউপির ২নং ওয়ার্ডের ডুমখালী এলাকার বাসিন্দা। তিনি জানান, গত ২১শে রমজান ইফতারের আগমূহুর্তে ডুমখালী এলাকার ছেলে আব্দুর রহমানকে বাজার থেকে ধরে নিয়ে গুলি করার পরে চাকু দিয়ে চোখ উপড়ে ফেলে হত্যা করে সন্ত্রাসীরা।
পরে নিহতের পরিবার থানায় মামলা করলে পুলিশ আসামী ধরে হাজতে পাঠায়। পুলিশ কেন আসামী ধরলো এর জেরধরে আক্রোশ মূলক তাকেও তুলে নিয়ে হত্যার চেষ্টা চালানোর সময় অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় তার বাম হাত ভেঙ্গে যায়। তখন তার শোর চীৎকারে বাজারের লোকজন এগিয়ে আসলে তিনি প্রাণে বেঁচে যাই। তবুও সন্ত্রাসীরা তাকে তুলে নেওয়ার চেষ্টায় জড়ো হওয়া লোকজনকে ভয় দেখাতে ফাঁকা গুলি ছুটে।
এ খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের ধাওয়া করলে,তারা পুলিশকে লক্ষ্য করে প্রায় ৩০ রাউন্ড গুলি ছুটে। এরপর সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যাওয়ার পর তারা পালিয়ে যায়।তারপর নিহত রহমানের আত্মীয়-স্বজনরা জড়ো হয়ে তাকে বাঁচানোর জন্য ছুটে এসেছে বলে জানান।
এদিকে পুলিশ ডুমখালীর রিজার্ভ পাড়ার সন্ত্রাসীদের ধরতে এলাকায় না ঢুকায়। তিনিও প্রাণের ভয়ে নিরাপত্তাহীনতার আশংকায় থানায় মামলা বা অভিযোগ করতে যাননি বলে জানান।
এদিকে পাল্টা হামলা চালায় মেম্বার সমর্থকেরা। তারা রিজার্ভ পাড়ায় ঢুকে আবু বকরের বাড়ী আর নার্গিসের বাড়ীতে আগুন দেন। কারণ আবু বকরকে মারধরের দায়ে স্ত্রী বাদী হয়ে মেম্বারের ছেলেসহ আরো কয়েকজনের নামে মামলা করায় গতরাতে পাল্টা হামলা করে বলে জানান আবু বকর। এছাড়াও তারা ওই পাড়ার ইব্রাহিম নামের এক নিরীহ লোককে ছুরিকাঘাত করেছে।
এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া সাংবাদিকদের জানান, বাজারের মুরগির ফার্ম দোকান দখল-বেদখল নিয়ে এই দ্বন্দ্ব। এ নিয়ে পাল্টাপাল্টি হামলা হয়।
তিনি বলেন, তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পরিবেশ শান্ত করার চেষ্টা করলে রিজার্ভ পাড়ার গ্রুপের লোকেরা পুলিশকে লক্ষ্য করে ২৫/৩০ রাউন্ড গুলি ছুড়ে। পুলিশও তাদের হামলা থেকে বাঁচতে ২৩ রাউন্ড গুলি ছুড়ে।
ওসি বলেন, এর আগে নাকি ওয়ার্ড মেম্বার আহত হয়েছে। পরে শুনেছি রিজার্ভ পাড়ার ১/২টি বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে। তবে কারা করলো সঠিক জানি না। পাল্টা হামলা অপরপক্ষের কেউ আহত হয়েছে কিনা তাও শোনেননি।এখনো পর্যন্ত কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি। তবে ওসি বলেন
রহমান হত্যার আসামীরা জামিনে এসে তান্ডব শুরু করেছে বলে প্রাথমিকভাবে জেনেছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ভূমিকম্পের শঙ্কা : প্রস্তুতি নিতে হবে মোকাবিলার
ধর্মীয় সম্প্রীতির এদেশ : যার মূলে আছে ইসলামের আদর্শ
গণস্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
২ হাজার কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা
মোয়ানা ২ সিনেমার গল্প নকল!