বিরোধী দল মোকাবিলায় তৃণমূলে নতুন কমিটি না করার কৌশল আ.লীগের

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৪ জুন ২০২৩, ১০:১২ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ১২:০১ এএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে কমিটি না করতে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগের হাইকমান্ড। এর মধ্য দিয়ে দলীয়ভাবে ঐক্য বাড়ানোর কৌশলের পাশাপাশি আগামীতে বিএনপিসহ বিরোধীদলের আন্দোলন মোকাবেলা করতে চায় ক্ষমতাশীনরা। তবে সম্মেলন হয়ে গেছে এমন কমিটিগুলো দ্রুত করে ফেলার নির্দেশনাও রয়েছে দলীয় প্রধান শেখ হাসিনার। আওয়ামী লীগের দলীয় নেতারা জানিয়েছেন, নির্বাচনের আগে নির্বাচনী প্রস্তুতি নিতে দলের নেতাদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ প্রধান। এ ছাড়া ত্যাগী কিন্তু নিষ্কিয় নেতাদের দলীয় কর্মসূচিতে টানতে দলীয় প্রধানের নির্দেশনা রয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সূত্রগুলো বলছে, বিএনপিসহ বিরোধীদের আন্দোলন কর্মসূচি বিবেচনায় রেখে দলের সব স্তরে ঐক্য আগামী নির্বাচন পর্যন্ত ধরে রাখতে চায় আওয়ামী লীগ। এ জন্য এই সময়ে কোন বিতর্কিত কোন কর্মকান্ড সহ্য করবে না দলীয় কাঠামো। আওয়ামী লীগ মনে করে, আগামী ঈদের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিএনপি রাজপথ দখলে রাখার চেষ্টা করবে বিএনপি। ফলে এই সময়ে যদি আওয়ামী লীগের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো হলে দলের ঐক্যে ভাটা পরতে পারে বলে দলীয় নীতিনির্ধারকরা মনে করছেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে নতুন কমিটি এখনই না হলে যারা নির্বাচনে ভাল কাজ করতে আগামীতে তারা পুরস্কার হিসেবে দলীয় নেতৃত্বে আসবে। এতে দলে ভাল নেতৃত্ব যাচাই করারও একটি সুযোগ তৈরী হচ্ছে।
গত বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈঠকে সারা দেশের সকল জেলা- উপজেলার সাংগঠনিক বিষয়ে চুলচেড়া বিশ্লেষণের হয়েছে। এর পাশাপাশি দলের নিষ্কিয় কিন্তু ত্যাগী নেতাদের দলীয় কর্মসূচিগুলোতে ফিরিয়ে আনতে দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, ওই সভায় যে সকল জেলা এবং উপজেলায় সম্মেলনের তারিখ ঘোষণা হয়নি সেগুলো সম্মেলন না করান নির্দেশ দিয়েছেন তিনি। কারণ সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এখানে নতুন করে সম্মেলন না দিয়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি। তবে যে সকল জেলা এবং উপজেলার সম্মেলন হয়ে গেছে সেগুলোর কমিটি পূর্ণাঙ্গ করে ফেলতে বলেছেন দ্রুত। এর মাধ্যমে নির্বাচনে দলের সাংগঠনিক শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন দলীয় প্রধান।
দলীয় সূত্র বলছে, এখন থেকে সাংগঠনিক কাজের চেয়ে নির্বাচনী প্রচার ও বিরোধী দলকে কোণঠাসা করার কর্মসূচিতে বেশি জোর দেওয়া হবে। এ ক্ষেত্রে রাজধানী ঢাকাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। এ জন্যই ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি এখনই ঘোষণা করা হচ্ছে না। নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবেন দলের নেতা-কর্মীরা। এটি একই সঙ্গে দলের কৌশল এবং নির্বাচনী প্রস্তুতিরও অংশ।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, দুই মহানগরের থানা ও ওয়ার্ডগুলোতে সম্মেলন হয়েছে এক বছর আগে। কিন্তু এখনো কমিটি গঠন করা হয়নি। এমন অবস্থার নতুন করে আর কমিটি হওয়ার সম্ভাবনা নেই। কারণ, কমিটি হলে দলের ভেতরে বিভক্তি বাড়তে পারে। এ বিভক্তি না করতে দলের শীর্ষ পর্যায় থেকেই তাদের ওপর নির্দেশনা রয়েছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের থানা পর্যায়ের কমিটিগুলো আগামী নির্বাচনের আগে না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইনকিলাবকে জানিয়েছে মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। তিনি বলেন, আমরা কমিটিগুলো প্রস্তুত করেছি। কিন্তু নির্বাচনের আগে কমিটি নাও হতে পারে। কারণ এখন নির্বাচন কাছে চলে এসেছে। কমিটি হলে অনেকের ক্ষোভ-দু:খ বাড়তে পারে। কমিটি ৬ মাস আগেই হওয়া প্রয়োজন ছিল।
আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোতে ঢাকা মহানগর দক্ষিণের অধীনে ২৪টি থানা, ৭৫টি ওয়ার্ড এবং ৫টি ইউনিয়ন রয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর উত্তরের অধীনে ২৬টি থানা, ৬৪টি ওয়ার্ড ও একটি ইউনিয়ন রয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা জানিয়েছেন, দলীয় প্রধান শেখ হাসিনা স্পষ্টভাবে দলের তৃণমূলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া যে সকল ত্যাগী নেতা নিষ্কিয় হয়ে গেছেন তাদের সক্রিয় করতে বলেছেন তিনি। সভা-সমাবেশসহ দলের সব আয়োজনে তাদের গুরুত্ব নির্দেশনা দিয়েছেন। দলীয় প্রধান বলেছেন, দলের দু:সময়ে যারা কাজ করেছে তাদের সঠিক মূল্যায়ন না হলে দল ফের যখন দু:সময়ে পরবে তখন দলীয় সেই কর্মীরা আসবে না। কিন্তু সুবিধাবাদীরা সেই সময়ে একজনও থাকবে না। এ ছাড়া দলীয় সভাপতি শেখ হাসিনা ৮ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের বলেছেন, নির্বাচনের আগে তৃণমলে কোথাও দ্বন্দ্ব- সংঘাত দেখতে চান না তিনি। দলীয় প্রধান নবলেছেন, এলাকায় গিয়ে তৃণমূলের ত্যাগী কর্মীদের কথা শুনুন। কোথাও কোনো সমস্যা থাকলে তা মিটিয়ে ফেলুন। যদি কোথাও সমস্যা মেটাতে সক্ষম না হন, আমাকে জানাবেন। যারা এই সমস্যা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দলীয় প্রধান নির্বাচনের আগে প্রত্যোক দলীয় নেতাদের পালা করে এলাকায় যাওয়ার নির্দেশনা দিয়েছেন। এর মধ্য দিয়ে তৃণমূলকে আরো শক্তিশালী করা নির্দেশনা দিয়েছেন তিনি। তিনি এলাকার গিয়ে সকল পর্যায়ের সাধারণ মানুষদের সঙ্গে বলার নির্দেশনা দিয়েছেন। উঠান বৈঠক করতে বলেছেন। সামাজিক অনুষ্ঠানে যোগাযোগ বাড়াতে বলেছেন। টানা ১৫ বছর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সেক্টরে উন্নয়ন কর্মকান্ড এলাকায় গিয়ে তুলে ধরার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির  ক্ষতি করতে পারবে না : আমিনুল হক

ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির  ক্ষতি করতে পারবে না : আমিনুল হক