সূচক ও লেনদেন বেড়েছে
১৫ জুলাই ২০২৩, ১১:২১ পিএম | আপডেট: ১৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
গত সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। সপ্তাহজুড়ে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৭০টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ২৩টির। দাম বাড়ার তালিকায় বেশি সংখ্যক প্রতিষ্ঠান নাম লেখালেও সম্পূর্ণ বিপরীত পথে হেঁটেছে বিমা খাতের কোম্পানিগুলো। বেশিরভাগ বিমা কোম্পানির শেয়ার দাম সপ্তাহজুড়ে কমেছে। এমনকি ডিএসইতে দাম কমার শীর্ষ ১০টি স্থানেই রয়েছে বিমা কোম্পানি। এ দাম কমার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। বিনিয়োগকারীদের এক অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী হননি। এতে ডিএসইতে দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৫ দশমিক ৫৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১৫ টাকা ৪০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৯৯ টাকা ১০ পয়সা।
এ দরপতনের আগে অর্ধ মাস ধরে কোম্পানিটির শেয়ার দাম বাড়ে। গত ১৮ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিলো ৮৪ টাকা ৬০ পয়সা। এরপর থেকে কোম্পানিটির শেয়ার দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকে। দফায় দফায় বেড়ে প্রতিটি শেয়ারের দাম ১০৪ টাকা পর্যন্ত উঠে। এরপর এখন কোম্পানিটির শেয়ার দাম কমতে দেখা যাচ্ছে। শেয়ার দামে এমন উত্থান-পতন হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। এরপর কোম্পানিটি বিনিয়োগকারীদের আরও কোনো লভ্যাংশ দেয়নি।
২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬ কোটি ৬৪ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ১৬৮টি। এর মধ্যে ৩৮ দশমিক ৮২ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫০ দশমিক ৪৩ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৭৫ শতাংশ শেয়ার আছে।
অন্যদিকে, দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ২১ লাখ ৭১ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার টাকা। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল সোনালী লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৪ দশমিক ৭৩ শতাংশ। ১১ দশমিক ৮১ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- রূপালী লাইফের ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৮০ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৪৬ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১১ দশমিক শূন্য ৪ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৫৩ শতাংশ, পপুলার লাইফের ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭৮ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮ শতংশ ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৬২ শতাংশ দাম কমেছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘ভ্যাট বাড়ানোর’ পরিকল্পনা থেকে সরে না এলে রেস্তোরাঁ বন্ধের হুমকি
সুদহার বাড়ছে সঞ্চয়পত্রে
সুরমা নদীর তীরে জমে উঠেছে শীতকালীন সবজির হাট : প্রতিদিন প্রায় ১২ লক্ষ টাকার বেচাকেনা
মন্দিরে প্রবেশে ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, পদদলিতে নিহত ৬
লক্ষ্মীপুরে বহুতল ভবনের ফাইলিংয়ে বিধ্বস্ত সড়ক-দোকানপাট, ঝুঁকিতে ভবন
রাফির ব্যাংক লেনদেন নিয়ে যা বললেন সারজিস
পটুয়াখালী জেলা জমিয়াতুল মোদার্রেছিনের সাবেক সভাপতির ইন্তেকাল
আশুলিয়া থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন নুরে আলম সিদ্দিক
বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে আগুন দেওয়া হয়েছে
জকিগঞ্জে ক্রসফায়ারের চার বছর পর ওসির বিরুদ্ধে মামলা
আজকের মধ্যে ন্যায় বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেডে যাবেন বিডিআর পরিবারের সদস্যরা
চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস;স্বাভাবিক জনজীবন আড়ষ্ট
কুষ্টিয়ায় ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ টাকা
পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড
মা-ছেলের মিলনে আবেগাপ্লুত ভক্ত-সমর্থক; অরুণা বিশ্বাসের তেলবাজি, কটাক্ষের শিকার
শেরপুরে শপিংমলে ভেসে উঠল ‘ছাত্রলীগ' ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: আটক-২
বিমানবন্দরে নরওয়ের নাগরিকদের হেনস্থা, একজনকে বেধরক মারধর
বিডিআর বিদ্রোহের বিচার: বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী
এ দেশে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না : হাসনাত
গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না ডেনমার্ক