বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় নিহত ৪
১৫ জুলাই ২০২৩, ১১:২৫ পিএম | আপডেট: ১৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
বগুড়ার আদমদীঘিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এছাড়া মাদারীপুর ও পাবনার ঈশ্বরদীতে পৃথক দুর্ঘটনায় নারীসহ আরও ২ জনের মৃত্যু হয়। শুক্রবার দিবাগত রাত গতকাল দিনের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
বগুড়া ব্যুরো ও আদমদীঘি সংবাদদাতা জানান, বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির মুরইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় ৪ জন নিহত হয়েছে। গত শুক্রবার দিবাগত আনুমানিক সাড়ে ৩টায় আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশের ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহরা হলেন, ট্রাকের ডাইভার ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া, হেলপার জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম, নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম ও নওগাঁর দয়ালের মোড়েরর ওমর আলীর ছেলে মোস্তাক।
আদমদীঘি থানার এসআই আই আলমগীর হোসেন জানান, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্বে খাড়ীর ব্রিজের নিকট মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিলো ট্রাকের ডাইভার ও মালিক মোস্তাক আলী এসময় ঢাকা থেকে নওগাঁ গামী অরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে বগুড়ার আদমদীঘির মুরইল ব্রিজের নিকট দাঁড়ানো ট্রাকের পিছনে ধাক্কা লেগে ট্রাকের চালক দাদন মিয়া ও ট্রাকা থাকা যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। অপর দুইজনকে বগুড়া শজিমেক হাসপাতলে নিয়ে গেলে সেখানে মারা যায় মোস্তাক ও ট্রাকের হেলপার সাইফুল ইসলাম।
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা জানান, পাবনা-নাটোর রোডের ঈশ্বরদীর মুলাডুলি আম বাগানের কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।
পাকশী হাইওয়ে থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে নাটোর থেকে পাবনাগামী পরিবহন এবং কুষ্টিয়া থেকে নাটোরগামী একটি ট্রাক দ্রুত বেগে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে গিয়ে বাসের হেল্পার ভরত চন্দ্র সরকার ঘটনাস্থলেই নিহত হয়। সে রাজশাহীর পুঁঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের নারায়ণ চন্দ্র সরকারের ছেলে। এতে অপর ১১ জন যাত্রী আহত হয়। পাকশী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করেছে।
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় এক রিকশা চালক নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে পদ্মার মোড় ও ফায়ার সার্ভিস স্টেশন এলাকার মাঝে ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনাটি ঘটে। নিহত রিকশা চালক গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের মৃত আজু শেখের ছেলে মো. জাহিদ শেখ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে রিকশাটি যাওয়ার সময় পিছন থেকে দ্রুত গতিতে আসা পরিবহন বাস রিকশাটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই জাহিদ শেখ নিহত হন। আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, পরিবহনটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, মাদারীপুর জেলার শিবচরে দুই ভ্যানের সংঘর্ষে সাফিয়া বেগম নামে এক নারীর ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শনিবার সকালে শিবচর-পাঁচ্চর আঞ্চলিক সড়কের খানকান্দি এলাকায় দুর্ঘটনা ঘটে। সে ইউনিয়নের কুমেরপাড় এলাকার আইয়ুব আলী মোল্লার স্ত্রী।
জানা গেছে, সকালে মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকা যাচ্ছিলেন সাফিয়া। শিবচর থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে পাঁচ্চরের উদ্দেশ্যে রওনা হন তারা। শিবচর-পাঁচ্চর সড়কের খানকান্দি ইকবাল ক্লাব সংলগ্ন স্থানে এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অপর ভ্যানটি সরাসরি তার পায়ে আঘাত করলে ঘটনাস্থলেই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘ভ্যাট বাড়ানোর’ পরিকল্পনা থেকে সরে না এলে রেস্তোরাঁ বন্ধের হুমকি
সুদহার বাড়ছে সঞ্চয়পত্রে
সুরমা নদীর তীরে জমে উঠেছে শীতকালীন সবজির হাট : প্রতিদিন প্রায় ১২ লক্ষ টাকার বেচাকেনা
মন্দিরে প্রবেশে ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, পদদলিতে নিহত ৬
লক্ষ্মীপুরে বহুতল ভবনের ফাইলিংয়ে বিধ্বস্ত সড়ক-দোকানপাট, ঝুঁকিতে ভবন
রাফির ব্যাংক লেনদেন নিয়ে যা বললেন সারজিস
পটুয়াখালী জেলা জমিয়াতুল মোদার্রেছিনের সাবেক সভাপতির ইন্তেকাল
আশুলিয়া থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন নুরে আলম সিদ্দিক
বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে আগুন দেওয়া হয়েছে
জকিগঞ্জে ক্রসফায়ারের চার বছর পর ওসির বিরুদ্ধে মামলা
আজকের মধ্যে ন্যায় বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেডে যাবেন বিডিআর পরিবারের সদস্যরা
চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস;স্বাভাবিক জনজীবন আড়ষ্ট
কুষ্টিয়ায় ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ টাকা
পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড
মা-ছেলের মিলনে আবেগাপ্লুত ভক্ত-সমর্থক; অরুণা বিশ্বাসের তেলবাজি, কটাক্ষের শিকার
শেরপুরে শপিংমলে ভেসে উঠল ‘ছাত্রলীগ' ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: আটক-২
বিমানবন্দরে নরওয়ের নাগরিকদের হেনস্থা, একজনকে বেধরক মারধর
বিডিআর বিদ্রোহের বিচার: বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী
এ দেশে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না : হাসনাত
গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না ডেনমার্ক