দিনাজপুরে ডেঙ্গুর অপ্রতিরোধ্য গতি
২৭ জুলাই ২০২৩, ১০:৪২ পিএম | আপডেট: ২৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
দিনাজপুরে অপ্রতিরোধ্য গতিতে ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ৯৮ শতাংশই ছিল ঢাকা ফেরত। গত সপ্তাহ থেকে স্থানীয় পর্যায়ে ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীর চাপে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। ইতোপূর্বে পুরুষ ও মহিলা’র দুটি ওয়ার্ড চালু করা হয়েছে। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। এখনও শুরু হয়নি ডেঙ্গুবাহী মশক নিধন তথা পরিষ্কার পরিছন্নতা। মশক নিধনে বিশেষ ক্রাশ প্রোগাম দূরের কথা মহল্লার রাস্তার ময়লা দ্রুত পরিষ্কারের উদ্যোগ দেখা যাচ্ছে না। নেই তেমন সচেতনতামূলক কার্যক্রম। ফলে পরিস্থিতি ভয়াবহের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের গত বুধবারের দেয়া তথ্য অনুযায়ী, এই হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত ৬ জন রোগী। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। এসময় এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো ডেঙ্গু আক্রান্ত ২০ জন রোগী। সবমিলিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সর্বমোট ৮৬ জন রোগী।
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী দিনাজপুর জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ১৩৯ জন। আক্রান্তরা প্রায় সকলেই ঢাকা থেকে আসা। ঢাকা থেকে আগত রোগীর পাশাপাশি সাম্প্রতিক সময়ে দিনাজপুর থেকে কোথাও যায়নি, এমন চারজন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে এই জেলায়। এর মধ্যে চিরিরবন্দরে ৮ মাস বয়সী এক শিশু’র আক্রান্তের খবর পাওয়া গেছে। শহরে মেসে থাকা দিনাজপুর সরকারি কলেজের এক ছাত্র এবং নবাবগঞ্জ উপজেলার একজন পুরুষ ও একজন নারী। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সেখান থেকে লাভা সংগ্রহ করা হয়েছে।
চিকিৎসকদের মতে, সাধারণত ডেঙ্গুবাহী মশা যাকে কামড়াবে সেই আক্রান্ত হবে। এক কথায় ডেঙ্গুবাহী মশার প্রজনন যত বাড়বে ততই আক্রান্তের সংখ্যা বাড়বে। এখন পর্যন্ত দিনাজপুর শহরেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হয়েছে। উপজেলাগুলিতে হলেও তা অত্যন্ত কম। শহরে ডেঙ্গু আক্রান্ত বেড়ে যাওয়ায় যে কোন মুহুর্তে ঢাকার মত বিস্তার লাভ করার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনায় রেখেছে। ডেঙ্গু’র জন্ম জমে থাকা পানি।
এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হলেও দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধে নেই তেমন কোন কার্যক্রর পদক্ষেপ। মশক নিধনে নেই কোন কর্মসূচি। নেই তেমন সচেতনতামূলক কার্যক্রম। সারাদেশের বিভিন্ন পৌর এলাকায় মখন নিধনের কর্মসূচি চললেও দিনাজপুর পৌরসভায় নেই কোন মশক নিধন কার্যক্রম।
এ ব্যাপারে দিনাজপুরের সিভিল সার্জন ডা. এইচএম বোরহান-উল ইসলাম সিদ্দিকী বলেন, সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। আর মশক নিধনের কোন ব্যবস্থা স্বাস্থ্য বিভাগের নেই, এটার দায়িত্ব পৌরসভার। পৌর কর্তৃপক্ষকে জানিয়েছে মশক নিধনের ক্রাশ প্রোগাম চালানোর জন্য টেন্ডার আহবান করা হয়েছে। অচিরেই এর কার্যক্রম শুরু হবে। দিনাজপুরের সচেতনমহল মনে করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি ভয়াবহের দিকে এগিয়ে যাবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক