ট্রলার ও ট্রাকে আসছে মাছ, কর্মচাঞ্চল্য চাঁদপুর ইলিশঘাটে
০৫ আগস্ট ২০২৩, ১০:১১ পিএম | আপডেট: ০৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
চাঁদপুরে দক্ষিণাঞ্চলের ইলিশে মাছঘাটে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। যদিও চাঁদপুর পদ্মা-মেঘনা নদীতে ইলিশের তেমন দেখা না মিলছে না। দক্ষিণাঞ্চলের সাগর মোহনায় কয়েক দিন ধরে বিভিন্ন আকারের ইলিশ ধরা পড়ছে। সেই সব ইলিশ দেশের অন্যতম আড়ত চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ট্রাকে ও ট্রলারে আসতে শুরু করেছে। ইলিশের আমদানিতে মাছঘাটে কর্মচাঞ্চল্য ফিরেছে।
সরেজমিনে মাছঘাট ঘুরে দেখা গেছে, বাজার লোকে লোকারণ্য। কিছুক্ষণ পরপর ট্রাক ও ট্রলারে করে ঘাটে মাছ আসছে। আড়তদারেরা ছোট, বড় ও তাজা মাছ আলাদা করে স্তূপ করার পর নিলামে ডাক তুলছেন। এ সময় স্থানীয় বিভিন্ন বাজারের মাছ বিক্রেতা ও দেশের বিভিন্ন জায়গায় ইলিশ মাছ সরবরাহকারীরা নিলামে অংশ নিয়ে ইলিশ কিনছেন।
মৌসুমের শুরুতে ইলিশের তেমন দেখা না মিললেও গত তিন-চার দিন ধরে নোয়াখালী, ভোলা ও বরিশাল থেকে ট্রলার ও ট্রাকে করে ইলিশ আসছে বলে জানান, আড়তদার মো. শবে বরাত। মৌসুম অনুপাতে অন্যান্য বছরের তুলনায় এবার অর্ধেকেরও কম ইলিশ এসেছে। যার অধিকাংশই আকারে ছোট। তবে চাঁদপুর অঞ্চলের জেলেদের জালে কিছু বড় ইলিশ ধরা পড়েছে। বড় ইলিশের দামও একটু বেশি। এরপরও এসব ইলিশ পেয়ে স্থানীয় ক্রেতা-বিক্রেতারা খুশি।
ইলিশ বিক্রেতা মোখলেসুর রহমান বলেন, চাঁদপুর মাছঘাটে অধিকাংশ ক্রেতারা পদ্মা-মেঘনার তাজা ইলিশ কিনতে আসেন। কিন্তু সেভাবে তাজা ইলিশের সরবরাহ নেই। এখন অধিকাংশ ইলিশই সাগর মোহনার। আকারেও ছোট। চাঁদপুরের তাজা বড় ইলিশের দাম অনেক বেশি। তিনি আরও বলেন, বর্তমানে বাজারে সাগরের মোহনার ছোট ইলিশ ১৫ থেকে ২০ হাজার টাকা মন দরে কেনাবেচা চলছে। চাঁদপুরের তাজা ইলিশ প্রতি কেজি এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বড় মাছ বেশি দামে আর ছোট মাছ কম দামে কেনাবেচা চলছে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারি মানিক জমাদার বলেন, মৌসুমের প্রথম এক মাস বসে ছিলেন তারা। তবে কয়েক দিন ধরে ইলিশ আসতে শুরু করেছে। যদিও পরিমাণে অন্যান্য বছরের তুলনায় অর্ধেকেরও কম। মৌসুমের এখনো দুই মাস বাকি আছে। সামনের দিনগুলোতে তারা ভালো ইলিশ পাওয়ার ব্যাপারে আশাবাদী।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা, নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার