ঠাকুরগাঁওয়ে ছয় অফিসে এক সাব-রেজিস্ট্রার
১৭ আগস্ট ২০২৩, ১০:১১ পিএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ১২:০৮ এএম
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে মাত্র একজন সাব রেজিস্ট্রার দিয়ে চলছে জেলার ছয়টি সাব রেজিস্ট্রি অফিসের জমি কার্যক্রম। ফলে হাজার হাজার মানুষের দুভোর্গ চরমে পৌঁছেছে। কোন অফিসে সপ্তাহে ১দিন আবার কোন অফিসে অর্ধেক দিন এ ভাবেই চলছে জেলার রেজিস্ট্রি অফিস। এ কারণে কয়েক সপ্তাহ ঘুরেও জায়গা-জমি রেজিস্ট্রি সম্পন্ন করতে পারছেন না ক্রেতা বিক্রেতারা। ফলে মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। আর মানুষের ভোগান্তির কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশা করছেন কর্তৃপক্ষ।
সদর উপজেলায় ২টি ও আর ৪ উপজেলায় ৪টি মোট ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় ৬ টি সাব রেজিস্ট্রি অফিস রয়েছে। প্রায় দেড় মাস থেকে একজন সাব রেজিস্ট্রার দিয়ে চলছে ৬ টি সাব রেজিস্ট্রি অফিস। এর আগে দুই বছরেরও বেশি সময় থেকে ৬ জন সাব রেজিস্ট্রারের পরিবর্তে ৩ জন সাব রেজিস্ট্রারের মাধ্যমে জেলার ৬ টি অফিস পরিচালিত হয়ে আসছিল। গত ২ জুন থেকে মাত্র ১ জন সাব রেজিস্ট্রারের কাঁধে পড়ে ৬টি অফিসের দায়িত্ব।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী এলাকার আলাউদ্দীন বলেন, উপজেলার একমাত্র লাহিড়ী সাব রেজিস্ট্রি অফিসে আগে সপ্তাহে ৩ দিন জমি রেজিস্ট্রির হত। এখন মাত্র একদিন জমি রেজিস্ট্রি হচ্ছে। জমি রেজিস্ট্রি করতে সময় লাগছে কম পক্ষে তিন সপ্তাহ। জমি রেজিস্ট্রি করতে এসে মানুষের ভিড়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এরকম রের্কড অনেক আছে। আমরা এ সমস্যার দ্রুত সমাধান চাই।
নীলফামারির সৈয়দপুর উপজেলার কলোনি এলাকার হাফিজউদ্দীন ৮ আগস্ট বালিয়াডাঙ্গীর লাহিড়ী সাব রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি দিতে আসেন। এ সময় তিনি বলেন, পৈত্রিক জমি ছিল বালিয়াডাঙ্গীতে যা বিক্রি করেছি। সে কারণে দুই বোন ঢাকায় ও এক ভাই গাইবান্ধায় জেলায় থেকে সবাই মিলে তিন সপ্তাহ আসলাম ঠাকুরগাঁওয়ের লাহিড়ী সাব রেজিস্ট্রি অফিসে। অবশেষে জমি রেজিস্ট্রি দিতে পেরেছি। যে টাকার জমি রিক্রি করেছি তার অর্ধেক আসা যাওয়ায় চলে গেছে। অনেক ভোগান্তি হচ্ছে বিশেষ করে দূর দূরান্ত থেকে আসা মানুষ গুলোর ভোগান্তির যেন শেষ নেই।
ঠাকুরগাঁও সদর ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ সরকার বলেন, জমি ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি হচ্ছে। যেখানে সপ্তাহে ৩ থেকে ৪ দিন জমি রেজিস্ট্রি হত, একজন দলিল লেখক সপ্তাহে কমপক্ষে পচিশ থেকে ত্রিশটি দলিল সম্পাদন করত সেখানে মাত্র ১ দিন কোন অফিসে হাফ দিন জমি রেজিস্ট্রি হচ্ছে। বর্তমানে একজন দলিল লেখক সপ্তাহে এক থেকে দুইটি দলিল সম্পাদন করছে। দলিল লেখকদের আয় না থাকায় মানবেতর জীবন যাপন করছে। সরকার লাখ লাখ টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আশা করি ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখকদের কথা চিন্তা করে কর্তৃপক্ষ ঠাকুরগাঁওয়ে কমপক্ষে আরও তিন থেকে চারজন সাব রেজিস্ট্রার দ্রুত সময়ে নিয়োগ দিবেন।
ছয়টি রেজিস্ট্রি অফিসের দায়িত্বে থাকা রাণীশংকৈল উপজেলা সাব রেজিস্ট্রার মো. শফি আকরামুজ্জামান ইনকিলাবকে জানান, একাই ৬টি অফিস পরিচালনা অনেক কষ্টকর তার পরেও মানুষের ভোগান্তির কথা চিন্তা করে কাজ করে যাচ্ছি। প্রায় দুই বছর থেকে ৩ জন সাব রেজিস্ট্রার কর্মরত ছিলাম। একারণে দুইটি সাব রেজিস্ট্রি অফিস দায়িত্বে ছিল। বাকি দুই জন এলপিআরএ যাওয়ায় আমার উপরে ৬ টি অফিসের দায়িত্ব।
প্রতিদিনের দলিল রেখে চলে যাওয়ার বিষয়ে তিনি বলেন, মানুষের অভিযোগ সত্য। এক অফিসের সব দলিল রেজিস্ট্রি শেষ করলে আরেক অফিসে যাওয়া যায় না। সে কারণে কোন অফিসে সারা দিন আবার কোন অফিসে অর্ধেক দিন রেজিস্ট্রি সম্পাদন করতে হচ্ছে। মানুষের চাহিদা বৃদ্ধি পেয়েছে তবে সাব রেজিস্ট্রারের অভাবে সমস্যার সমাধান হচ্ছে না। আশা করি নতুন সাব রেজিস্ট্রারের অর্ডার হলে দ্রুত সময়ে মানুষের ভোগান্তি কমবে।
৩ জুন ঠাকুরগাঁওয়ে যোগদান করেছেন জেলা রেজিস্ট্রার। এর আগে থেকেই ৫ টি সাব রেজিস্ট্রারের পদ শুন্য। সাধারণ মানুষের ভোগান্তির কথা স্বীকার করে দ্রুত সময়ে সাব রেজিস্ট্রার নিয়োগের আশাবাদি জেলা রেজিস্ট্রার।
ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন বলেন, গত ৩ জুন ঠাকুরগাঁওয়ে যোগদান করেছি। এর আগে থেকেই মাত্র একজন সাব রেজিস্ট্রার দিয়ে জেলার ৬ টি সাব রেজিস্ট্রি অফিস পরিচালিত হয়ে আসছে। সপ্তাহে ৫ দিনে ৬ টি অফিস পরিচালনা করা সত্যি অনেক কষ্টকর। এছাড়াও মানুষের অনেক ভোগান্তি হচ্ছে বাস্তবে। আশা করি যে কোন সময় নতুন সাব রিজিস্ট্রার পাব।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা