মেঘা প্রকল্প নকশায় ত্রুটি থাকায় কাজে স্থবিরতা
১৭ আগস্ট ২০২৩, ১০:২৭ পিএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ১২:০৮ এএম
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শুরুর পর জানা গেল নকশায় ভুল। এই ভুল নকশায় কাজ করলে একসময় ভেঙে ফেলতে হবে নবনির্মিত টার্মিনাল ভবন। তাই থমকে দাঁড়ায় বিমানবন্দরের সম্প্রসারণ মেগা প্রকল্পের কাজ। সময় বাড়িয়ে তিন বছরেও শেষ করা সম্ভব হয়নি প্রকল্পের সিকি ভাগ কাজ। প্রবাসী অধ্যুষিত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক নতুন টার্মিনাল নির্মাণ, রানওয়ে সম্প্রসারণ ও কার্গো স্টেশন স্থাপনের জন্য হাতে নেয়া হয় মেগা প্রকল্প। কিন্তু কাজ শুরুর পর নকশায় ত্রুটি ধরা পড়ে। কোরিয়ান প্রতিষ্ঠানকে দিয়ে করানো ভুল নকশায় কাজ হলে বিমানবন্দরটির সক্ষমতা কমবে। পণ্য পরিবহনেও দীর্ঘদিনের জটিলতাসহ পোহাতে হবে নানা ভোগান্তি। তাই নতুন নকশা পরিকল্পনা করাচ্ছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ফলে অন্তত দুই বছর পিছিয়ে যেতে পারে প্রকল্পটি। অথচ এ বছরই এর উদ্বোধনের কথা ছিল।
এদিকে, সিলেটের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে গত ২০ জুলাই ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সভা আহ্বান করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ওই সভায় তিনি বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজে ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে। এর আগে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলী বিমানবন্দর পরিদর্শন করে কাজের অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে।
এদিকে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নকশা সংশোধন করে কাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ আরো অন্তত দুইবছর বৃদ্ধি করতে হবে। আর এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাড়বে সিলেটের সরাসরি ফ্লাইট। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি রাজ্যের যাত্রীরাও বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণে আগ্রহী হবে।
সূত্র জানায়, বিমানবন্দরের সম্প্রসারণ মেগা প্রকল্পটি সরকারের অনুমোদন পায় ২০১৮ সালের ৭ নভেম্বর। এরপর নকশা প্রণয়ন করে যৌথভাবে কোরিয়ান প্রতিষ্ঠান ‘ইয়োশিন ইঞ্জিনিয়ারিং করপোরেশন’ ও ‘হিরিম আর্কিটেক্ট অ্যান্ড প্ল্যানার্স’। ওই নকশার উপর ভিত্তি করে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ২ হাজার ৩০৯ কোটি ৭৯ লাখ টাকার ওই প্রকল্পের কাজ পায় চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান বেইজিং আরবান কন্সট্রাকশন গ্রুপ (বিইউসিজি)। প্রকল্পটির চুক্তি স্বাক্ষর হয় ১১ মে ২০২০ সালে। মেগা প্রকল্পটির মধ্যে ছিল- ৩৪ হাজার ৯১৯ বর্গমিটারের দ্বিতল বিশিষ্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, ৬টি বোর্ডিং ব্রিজ স্থাপন, কনভেয়ার বেল্টসহ ৩৬টি চেক ইন কাউন্টার, ২৪টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ৬টি এস্কেলেটর, ৯টি লিফট, ৩টি লাগেজ কনভেয়ার বেল্ট, ৬ হাজার ৮৯২ বর্গমিটারের কার্গো ভবন, জেট ফুয়েল ডিপো ও কন্ট্রোল টাওয়ারসহ আনুষাঙ্গিক আরো কিছু অবকাঠামো নির্মাণ। ২০২০ সালের ১ অক্টোবর ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী। চলতি বছরের মে মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়। এরপর বেবিচক প্রকল্পের মেয়াদ আগামি ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করে। কিন্তু এর মধ্যে শেষ হয়েছে মাত্র ২২ শতাংশ কাজ। এর মূল কারণ নকশা ত্রুটি।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরের পুরো টার্মিনাল ভবনের নকশাটি ভুলভাবে তৈরি করা হয়েছে। নকশা অনুযায়ী নির্মিত হলে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল করতে হলে ভবিষ্যতে ভাঙতে হবে টার্মিনালটি। এছাড়া পরিবর্তন আনতে হবে বোডিং ব্রিজেও। প্রকল্প পরিচালক শাহ জুলফিকার হায়দার জানান, টার্মিনাল ভবনের ১ হাজার ৪৪৩টি পাইলের মধ্যে অধিকাংশেরই নির্মাণকাজ শেষ হয়েছে। কার্গো টার্মিনাল ভবনের ২৭২টি ও প্রশাসনিক ভবনের ১২৯টি পাইলের মধ্যে সবকটির কাজ শেষ হয়েছে। নতুন নকশায় এই পাইলগুলো ভাঙার প্রয়োজন পড়বে না।
বেবিচক সূত্র জানায়, নতুন প্রকল্পটি বাস্তবায়ন হলে বিমানবন্দরটি দিয়ে বছরে ২০ লাখ যাত্রী চলাচল করতে পারবে। বর্তমানে ওই বিমানবন্দর দিয়ে বছরে প্রায় ৫ লাখ যাত্রী যাতায়াত করে। এছাড়া অত্যাধুনিক স্থাপত্যশৈলী ও সুযোগ-সুবিধাসম্বলিত দৃষ্টিনন্দন টার্মিনালটি দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করবে। বর্তমানে এই বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সরাসরি ফ্লাইট চালু রয়েছে। মেগা প্রকল্পের কাজ শেষ হলে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সরাসরি ফ্লাইট চালু সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
এদিকে, অ্যাসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্ট অব বাংলাদেশ (আটাব) সিলেটের সাবেক সভাপতি আবদুল জব্বার জলিল কাজ দ্রুত সম্পন্নের দাবি জানিয়ে বলেন, বার বার সময় বাড়িয়ে প্রকল্পের কাজ শেষ না হওয়াটা দুঃখজনক।
বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক শাহ জুলফিকার হায়দার জানান, নকশায় ত্রুটি ধরা পড়ায় সম্প্রসারণ কাজে দেখা দিয়েছে ধীরগতি। সংশোধিত নকশার ড্রাফট জমা হয়েছে, যাচাই-বাছাই চলছে। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ২২ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান তিনি। এছাড়া তিনি বলেন, নির্ধারিত মেয়াদে প্রকল্পের কাজ শেষ হবে না। মেয়াদ আরো অন্তত দুই বছর বাড়ানোর প্রয়োজন পড়বে বলে তার অভিমত।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা