দখলবাজদের থেকে জামি’য়া রাহমানিয়া মাদরাসা উদ্ধারের দাবি
২১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
সম্পূর্ণ বেআইনি ও অবৈধভাবে মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে তার পরিবারের লোকজনসহ শতাধিক সন্ত্রাসী গত ৫ আগস্ট রাত ১১টায় জামি’য়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় হামলা চালায়। রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকায় অবস্থিত ওই মাদরাসার শিক্ষক-ছাত্রদের উপর হামলা চালিয়ে তাদের বের করে দিয়ে অবৈধ ও বেআইনিভাবে দখল করে নেয়। পরবর্তীতে ওয়াকফ প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে বৈধ কমিটিকে উচ্ছেদ করে তাদের দখলদারিত্ব অব্যাহত রাখতে ষড়যন্ত্র করছে। তাদের হাত থেকে মাদরাসাটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ওই মাদরাসার বৈধ পরিচালনা পরিষদ।
গতকাল বুধবার সেগুনবাগিচার ডিআরইউ-এর নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ভুক্তভোগী বৈধ মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন, মাদরাসার মুতাওয়াল্লী ও পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ আব্দুর রহিমসহ অন্যান্যরা। লিখিত বক্তব্যে আলহাজ আব্দুর রহিম জানান, গত ২০০১ সালের ৩ নভেম্বর এই জবরদখলকারী ঘোষিত অবৈধ আহবায়ক কমিটির কার্যক্রমের উপর আদালত ইনজাংশন জারি করেন। পরবর্তীতে ২০১৬ সালের ১০ জানুয়ারি হাইকোর্ট তার আবেদনটি খারিজ করে দিয়ে সন্তানদের থার্ড পার্টি হিসেবে উল্লেখ করে তাদের আবেদনও নকচ করে দেন। এরই প্রেক্ষিতে পরবর্তীতে ঢাকা জেলার ডিসি তাদেরকে উচ্ছেদ করে মাদরাসার বৈধ পরিচালনা পরিষদের কাছে দখল বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু মাদরাসা নিয়ে তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। কিন্তু গত ৫ আগস্ট আদালতের আদেশ অমান্য করে দখলদার মাওলানা গিয়াস উদ্দিন অসত্য তথ্য দিয়ে ওয়াকফ প্রশাসনের কাছে আবেদন করেন। যে কমিটিকে ৩ বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছিল সেই কমিটিকেই অদৃশ্য কারণে তিন মাসের মাথায় কোনো নোটিশ না দিয়েই বাতিল করে দেন।
তিনি আরও জানান, বৈধ পরিচালনা পরিষদের পক্ষ থেকে মাদরাসার অবৈধ দখলমুক্ত করতে ছয়টি দাবি জানাচ্ছি। দাবিগুলো হল, যেভাবে বেআইনিভাবে মাদরাসাটি দখল করেছে তার প্রতিকারে নিজ দায়িত্বে মাদরাসা ত্যাগ করে বৈধ পরিচালনা পরিষদের কাছে চাবি বুঝিয়ে দিতে হবে। ওয়াকফ প্রশাসককে অন্যায্য ও বেআইনি নোটিশ বাতিল করতে হবে এবং বৈধ কমিটি বহাল রেখে দখলদারদের স্বেচ্ছায় মাদরাসা ত্যাগে ডিসির মাধ্যমে তাদের উচ্ছেদ করে বৈধ কমিটিকে বুঝিয়ে দিতে হবে। ভবন জবরদখলে যেসব লুটপাট, ভাংচুর এবং সম্পদ ও নগদ অর্থ তছরুফ করা হয়েছে সরকারকে তার ক্ষতিপূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। জবরদখলকারী ও বেআইনিভাবে জারি করা ওয়াকফ প্রশাসনের নোটিশ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। ওয়াকফ প্রশাসনের দুর্নীতির বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ নেবেন। এই পদক্ষেপ তরান্বিত করার দাবি জানিয়ে দায়িত্বশীলদের জন্য ফ্যাক্ট চেক না করে শুধু জনশ্রুতিতে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ কোনোভাবেই শোভনীয় নয়। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি, গত ৫ আগস্ট মাদরাসা ভবনে দখলকান্ড চলাকালে প্রশাসনের সহায়তা চেয়েও সহযোগিতা পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে এর প্রতিকারে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ