৪৭তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসির ৪৭তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০২১৩-২৪ অর্থ বছরের নীট লাখ থেকে ২৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ট) প্রদানের সুপারিশ করা হয়েছে। গতকাল রোববার নগরীর পতেঙ্গা বোট ক্লাবে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই সভায় সভাপতিত্ব করেন। এতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, বিএসসি পরিচালনা পর্যদের সদস্যবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, বিএসসির ২০২৩-২৪ অর্থবছরে পরিচালনা আয় ছিল ৪৮৭ দশমিক ৭৪ কোটি টাকা। অন্যান্য খাত থেকে আয় হয়েছে প্রায় ১০৮ দশমিক ৪৪ কোটি টাকা। সর্বমোট আয় হয়েছে ৫৯৬ দশমিক ১৯ কোটি টাকা। অন্যদিকে পরিচালনা ব্যয় ১৮৯ দশমিক ৬১ কোটি টাকা এবং প্রশাসনিক ও আর্থিক ব্যয় ১২১ দশমিক ৯১ কোটি টাকাসহ সর্বমোট ব্যয় হয় ৩১১ দশমিক ৬০ কোটি টাকা। অর্থবছরে কর সমন্বয়ের পর সংস্থার নীট মুনাফা হয়েছে ২৪৯ দশমিক ৬৯ কোটি টাকা। যা বিগত ৫৩ বছরে সর্বোচ্চ। সভায় জানানো হয়, দেশের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা, এসডিজি এবং ব্লু ইকোনমির ধারণা বাস্তবায়নসহ বিএসসিকে একটি স্বয়ংসম্পূর্ণ ও আন্তর্জাতিক শিপিং সংস্থা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে। চীন সরকারের সহায়তায় ইতোমধ্যে ছয়টি নতুন জাহাজ ক্রয় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তার মধ্যে পাঁচটি জাহাজ বিএসসির বহরে যুক্ত হয়েছে। এসব জাহাজ বিশ^ব্যাপী বাণিজ্যিকভাবে নিয়োজিত করা হয়েছে।
দেশের আমদানি ক্রুড অয়েল বিএসসির নিজস্ব জাহাজের মাধ্যমে পরিবহনের জন্য ও দেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে কয়লাসহ বিভিন্ন খাদ্যশস্য, সিমেন্ট ক্লিংকার, ক্লে এবং বাল্ক কার্গো পরিবহনের নিরবচ্ছিন্ন সরবরাহ চেইন গড়ে তুলতে নতুন প্রতিটি এক লাখ ১৪ হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন দুইটি ক্রুড অয়েল মাদার ট্যাঙ্কার ও নতুন প্রতিটি ৮১ হাজার ৫০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন দুটি মাদার বাল্ক ক্যারিয়ার ক্রয়ের প্রক্রিয়া চলছে। জি টু জি ভিত্তিতে এ চারটি জাহাজ নির্মাণের জন্য চীনের একটি কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে। এ প্রকল্প অর্থায়নের জন্য চীন সরকারের সম্মতি পাওয়া গেছে।
এছাড়া বিএসসির নিজস্ব অর্থায়নে কমপক্ষে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয়ের প্রকল্প গ্রহণ করা হয়েছে। যা দ্রুত বাস্তবায়ন করা হয়েছে। কন্টেইনার পরিবহন বাণিজ্যে বৈশি^ক ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় বিএসসির লাভজনক ও সফল অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন ১২টি স্যালুলার কন্টেইনার জাহাজ (প্রতিিিট ২৫০০ থেকে তিন হাজার টিইইউএস) সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে জি টু জি ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় ছয়টি কন্টেইনার জাহাজ নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক