হঠাৎ বেপরোয়া ছিনতাইকারী চক্র
০১ জানুয়ারি ২০২৫, ১২:৩৬ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ১২:৩৬ এএম
মতিঝিল শাপলা চত্ত্বরের কাছেই ফুটওভার ব্রিজ। ব্রিজের নিচ থেকেই হিমালয় পরিবহনের বাস ছাড়ে। বাসের প্রথম সারিতে ডানে বসে একজন মহিলা যাত্রী মোবাইল ফোনে কথা বলছিলেন। হঠাৎ একজন ছোঁ মেরে তার হাতের মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। ব্যাপারটা বুঝে ওঠার আগেই ছিনকাইকারী দৌড়ে ডিভাইডার পার হয়ে উধাও হয়ে যায়। ঘটনাটি গত সপ্তাহের। একই দিন রাতে শনিরআখড়া ফুটওভার ব্রিজেও একজন পথচারিকে কাঁদতে দেখা যায়। তিনি জানান, লোকজনের উপস্থিতিতেই তিন যুবক তার সামনে এসে দাঁড়িয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার হাতে তাকা মোবাইল ফোনটি নিয়ে গেঁটে চলে যায়। এসময় তিনি চলাচলরত পথচারিদের কাছে সহায়তা চেয়েও পান নি। রাজধানীর প্রতিটি এলাকায় প্রতিনিয়ত এরকম ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কোনো কোনো এলাকায় রাতের অন্ধকারে ডাকাতির ঘটনাও ঘটছে। হঠাৎ করেই ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সাবধানতা অবলম্বন করছেন। আবার অনেকে মনের অজান্তেই ভুল করছেন। ভুক্তভোগিদের মতে, রাজধানীর জনাকীর্ণ এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। যানজটে রাস্তায় আটকে থাকা গাড়িকে টার্গেট করে যানজটপূর্ণ এলাকাগুলোতেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
প্রত্যক্ষদশংীদের মতে, গত কয়েক সপ্তাহে ঢাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, ফার্মগেট, মিরপুর, খিলগাঁও, হাতিরঝিল, শাহজাহানপুর, হাজারীবাগ, শাহ আলী, এমনকি গুলশানসহ তিনশ’ ফুট এলাকায় বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যা নামতেই বেপরোয়া হয়ে উঠছে ছিনতাই চক্রের সদস্যরা। এসব ঘটনায় প্রায়ই গুরুতর আহত এমনকি প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। ভুক্তভোগী ও নগরবাসী প্রশ্ন তুলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা নিয়ে। ছিনতাই রোধে পুলিশ নানান পদক্ষেপের কথা জানালেও কার্যত ছিনতাই কমেনি।
পুলিশ ও ঢাকার আদালতসংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকার ৫০টি থানা এলাকায় গত ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনে অন্তত ৩৪ জন ছিনতাইয়ের শিকার হয়ে মামলা করেছেন। সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শতাধিক ভুক্তভোগী। এসময় ছিনতাইকারীর হাতে নিহত হয়েছেন একজন। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। রাজধানীর বিভিন্ন থানায় গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে ৬৫টি। চলতি বছর ঢাকায় জানুয়ারিতে ছিনতাইয়ের মামলা ২৫, ফেব্রুয়ারিতে ২৬, মার্চে ২৮, এপ্রিলে ১৫, মে মাসে ১৯, জুনে ১৬ ও জুলাইয়ে ১৫টি।
সবমিলিয়ে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সাড়ে চার মাসে ছিনতাইকারীর হাতে নিহত হয়েছেন সাতজন। পুলিশ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে এসব ঘটনা বাড়ছে।
পুলিশ ও সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের সঙ্গে এ বছরের তুলনা যথার্থ নয়। চলতি বছরের আগস্ট মাসে পুলিশি কার্যক্রম একেবারেই ভেঙে পড়েছিল। এখনো পুলিশি কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকারের সামনে যেসব বিষয় চ্যালেঞ্জ হিসেবে আসে তার মধ্যে অন্যতম আইনশৃঙ্খলা রক্ষা। গণঅভ্যুত্থানের পর পুলিশ থানা থেকে পালিয়ে যাওয়ায় অপরাধ দমন কার্যক্রমে স্থবিরতা এসেছিল। নতুন সরকার ঢাকায় পুলিশের জনবলে ব্যাপক পরিবর্তন এনেছে। পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি ও ডিএমপি কমিশনার পদে পরিবর্তন আনা হয়। তারপরও আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বেশি আলোচনায় ছিল মোহাম্মদপুর এলাকা। গত ২ নভেম্বর স্থানীয় বাসিন্দারা থানার সামনে বিক্ষোভও করেন। এরপর সেনাবাহিনী, পুলিশ ও র্যাব যৌথ অভিযান শুরু করে।
ছিনতাইয়ের মামলার তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনে ঢাকায় সর্বাধিক তিনটি করে ছিনতাই মামলা হয়েছে মোহাম্মদপুর, খিলগাঁও, হাতিরঝিল ও শাহজাহানপুর থানায়। দুটি করে ছিনতাই মামলা হয়েছে হাজারীবাগ, মিরপুর ও শাহআলী থানায়। একটি করে মামলা হয়েছে ১৬টি থানায়। তবে বাস্তবে ঘটনা ঘটছে আরও বেশি। সাধারণ মানুষ ঝামেলা এড়াতে মামলা করতে থানা পর্যন্ত যান না।
অপরাধ বিশেষজ্ঞদের মতে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরে না আসার সুযোগ নিচ্ছে অপরাধীরা। ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ছিতাইনকারীরা ব্যবহার করছে। এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ডিএমপির সবগুলো বিভাগ ও গোয়েন্দা বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা ছিনতাইকারীদের ধরতে অভিযান চালাচ্ছে। গত কয়েকদিনে দুই শতাধিক ছিনতাইকারীকে আইনের আওতায় আনা হয়েছে।- সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, রাজধানীতে ছিনতাই রোধে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকায় ছিনতাই বেড়েছে, এজন্য আমরা পুলিশকে নির্দেশনা দিয়েছি। শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়, সেজন্য শেষ রাতে যাতে টহল বাড়িয়ে দেওয়া হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না
সংস্কার ও নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন
পান্থকুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশ
রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা
ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানালো এসিইডিবি
রাজনীতিতে অশুভ বিভাজনের পদধ্বনির আভাস পাওয়া যাচ্ছে
২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দিন-দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি
হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
পাঠ্যবইয়ে হান্নান-সেজানের সাহসিকতার গল্প
সিলেট সীমান্তে ১ বছরে ৭ বাংলাদেশিকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল হাফ ম্যারাথন
নড়াইলে নারী ইউপি মেম্বারকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় দুজন গ্রেফতার
পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করলেন ড. ইউনূস
ফের সন্তানহারা ওরকা তিমি, পানির মধ্য দিয়ে ঠেলে নিয়ে চলেছে মৃত শাবককে