ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ কারাগারে
১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম
ঢাকার মতিঝিল এলাকায় পাহাড়ি ছাত্রদের ওপর হামলা ঘটনায় গ্রেফতার দুই জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে, ছাত্র আন্দোলন কেন্দ্রিক পথচারী তৌফিকুল ইসলাম হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরুকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশির দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন, আরিফ আল খবির, মো. আব্বাস।
এর আগে, মতিঝিল থানার উপপরিদর্শক কাজী আরমান হোসেন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে থেকে জানা যায়, গত ১৫ জানুয়ারি সকালে মতিঝিল মেট্রোরেল স্টেশনের পাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে অবস্থান নেয় স্টুডেন্টস ফর সভারেন্টি এর ব্যানারে। আনুমানিক ১২০ বা ১৫০ লোকজন নিয়ে এনসিটিবি ভবনের সামনে হাজির হয়। তাদের বিক্ষোভ সভা শেষ করে এনসিটিবি ভবনের সামনে অবস্থান করে।
অপর দিক দৈনিক বাংলা মোড় হতে দুপুর প্রায় ১ টার সময় পাহাড়ি ছাত্ররা আনুমানিক ১৩০ বা ১৬০ জন সহ এনসিটিবি ভবনের দিকে অগ্রসর হতে থাকে। স্টুডেন্টস ফর সভারেন্টির কিছু উশৃঙ্খল লোকজন অতর্কিতভাবে ত্রাস সৃষ্টি করে হাতে থাকা জাতীয় পতাকা সম্বলিত স্ট্যাম্প দ্বারা পাহাড়ি ছাত্রদের ওপর হামলা করে। ৮ থেকে ৯ জন আহত হয়। এ ঘটনায় ৮ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মামলাটির তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মো. হানিফ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। গত বুধবার দিনগত রাতে গুলশান এলাকা থেকে হিরুকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, ঢাকার শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশির দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুই দিনের রিমান্ড শেষে নিশিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের উপপরিদর্শক ইরফান খান। আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করে, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১২ জানুয়ারি সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৪ জানুয়ারি নিশির দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
খেজুরের রস খেতে গিয়ে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
উ. কোরিয়ার ইউক্রেনে সামরিক অংশগ্রহণ একটি কৌশলগত ভুল : রব বাউয়ার
সাইফ তো লিস্টে ছিল না,হঠাৎ হামলা হয়ে গেছেঃ মমতা
ঘণকুয়াশায় সাড়ে ৫ ঘন্টা আরিচা-কাজিরহাট এবং ৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে
মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
ফেসবুকে নিজের সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব
স্লোভাকিয়ায় স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত ২