হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
১৮ জানুয়ারি ২০২৫, ০২:২৯ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০২:২৯ এএম
রাজধানীর হাজারীবাগ বাজারের ফিনিক্স লেদারের গোডাউনে গতকাল ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ভবনটির ৫, ৬ ও ৭ তলা পর্যন্ত পুড়ে গেছে। ইলেক্ট্রনিক শর্ট সার্কিট কিংবা সিগারেটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এ অগ্নিকা-ে কোনো ধরনের হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব কিছু পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়েছেন অনেকেই।
ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে আসা ১৩টি ইউনিট দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উৎসুক জনতা সরাতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়।
হাজারীবাগের ফিনিক্স লেদারের যে ভবনটিতে আগুন লাগে সেটি একটি পুরাতন ভবন। ভবনটি ৭ তলা। গতকাল বেলা ২টার কিছুক্ষণ পরেই ভবনটির ৫ম তলায় আগুনের সূত্রপাত হয়। ধীরে ধীরে আগুন উপরের ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটিতে মিশ্র পদার্থ ছিল, কাঁচামাল, ছিলো প্লাস্টিক, গার্মেন্টস পণ্য এবং উপরে ছিল জুতার কারখানা। জুতার কারখানায় বিভিন্ন দাহ্য পদার্থ রয়েছে। পুরান ঢাকার যেখানে এ ভবনটির অবস্থান সেটি একটি ঘিঞ্জি এলাকা। একটি ভবনের গা ঘেঁষে অপর একটি ভবনের অবস্থান। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, এলাকাটি জনবহুল, আগুন পুরোপুরি ছড়িয়ে পড়লে অনেক প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। ফায়ার সার্ভিসের চেষ্টায় সেটি রোধ করতে পেরেছি, এটিই আমাদের বড় সফলতা।
কাজ শেষে আগুন লাগা ভবনটির সামনে থাকা ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, এটি ঝুঁকিপূর্ণ ভবনের মতোই। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে প্রায় ৩ ঘণ্টা। আমাদের সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যায়নি। কারণ এখানে যেমন রয়েছে পানির সংকট, তেমনি ভেতরে রয়েছে দাহ্য বস্তু, অপরদিকে উৎসুক জনতার ভিড় ও চাপা (সরু) রাস্তা। ফায়ার সার্ভিসের সব ইকুইপমেন্ট এখানে আনা সত্ত্বেও আমরা কাজ করতে পারিনি। কারণ এখানকার রাস্তা অনেক ছোট এবং ভবন একটির সঙ্গে আরেকটি লাগানো। আমরা ১৩টি ইউনিট এনেছিলাম, কিন্তু সব ইউনিট কাজ করতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। আগুন লাগা ভবনটিতে ছিল না কোনো সেফটি প্যান।
ভবনটিতে ছিল প্লাস্টিক, লেদারসহ দাহ্য বস্তুর কারখানা। অথচ ছিল না কোনো অগ্নিনির্বাপক যন্ত্র। ভবনে ফায়ার সেফটির কোনো প্ল্যান ছিল না। কয়েকবার নোটিশও দেয়া হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। কিন্তু ভবন মালিক কিংবা সেখানে অবস্থানরত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে নোটিশের কোনো কর্ণপাত কিংবা ভবন সুরক্ষার কোনো ব্যবস্থা নেয়নি।
ভবনটির ৫ম তলায় আগুন লাগে। যে কারণে আগুন ভবনটির উপরের দিকে ৫, ৬ ও ৭ তলা পর্যন্ত ছড়িয়েছে। নিচের দিকে আগুন ছিল না। আগুনের সূত্রপাত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আগুনের উৎস জানা যায়নি। তদন্তের আগে তা বলাও যাচ্ছে না। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হবে। তদন্তের পর মূল কারণ জানা যাবে।
ট্যানারির গুদামে আগুনে উদ্ধার সহায়তায় নিয়োগ করা হয় এক প্লাটুন বিজিবি। তারা দক্ষতার সাথে উদ্ধার অভিযান চালায়।
মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আরো বলেন, সরকারের আইনে ফায়ার সেফটি অবশ্যই থাকতে হবে। কিন্তু এই ভবনটিতে দাহ্য পদার্থ থাকার পরেও কোনো ফায়ার সেফটি ছিল না। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, সকলের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে
ব্যবসা বাড়াতে যুক্তরাষ্ট্রে অফিস খুলবে