নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
১৮ জানুয়ারি ২০২৫, ০২:২৯ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০২:২৯ এএম
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আমন্ত্রিত খতিব করাচীস্থ জামিআ দারুল উলুমের মুহাদ্দিস আল্লামা মুফতি আব্দুল মান্নান গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, নামাজ হলো মু’মিনের জন্য মেরাজস্বরূপ। বান্দা যখন নামাজে দাঁড়ায় সে তাঁর রবের সামনে দাঁড়িয়ে যায়। নামানের মাধ্যমে রুহানি জগতের সফর শুরু হয়ে যায়। বান্দা যখন সিজদা করে তখন সে আল্লাহর নিকটে চলে যায়। খতিব বলেন, নামাজে আল্লাহর সাথে কথা বলা হয়। আল্লাহ বলেছেন, আমার বান্দা যা চাইবে আমি তা দান করবো। খতিব বলেন, সিজদা হচ্ছে নামাজের প্রাণ। আল্লাহ ইরশাদ করেন সিজদা করো এবং নৈকট্য অর্জন করো। খতিব বলেন, জুমার দিন মুসলিম উম্মাহর খুশির দিন। তিনি বলেন, হরহামেশা আল্লাহর ক্ষমা ও নৈকট্য লাভের জন্য বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন। (আমিন)
মীরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, দাবানল আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ এবং অসন্তুষ্টির সতর্ক সঙ্কেত। অত্যাচার-অনাচার, পাপাচার-দূরাচার ও অন্যায় অবিচারের ফল। আর কিয়ামতের আলামত। হাদিসের ভাষ্য মতে, যেখানে অধিক পরিমাণে আল্লাহর নাফরমানি, যেনা, ব্যভিচার ও খোদাদ্রোহীতার সীমা লঙ্ঘন হয় সেখানে আল্লাহর আজাব-গজব, অতিবৃষ্টি-অনাবৃষ্টি, পাথরবৃষ্টি লেলিহান যুক্ত আগুন আর অশান্তির দাবানল ছড়িয়ে পড়ে। আজ সারা বিশ্বে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। আমেরিকায় আগুনের লেলিহানে লস এঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়াসহ বহু এলাকা পুড়ে ছারখার হয়ে গেছে। দাবানলের এই আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না সেখানকার কর্তৃপক্ষ। দাবানলের আগুন আরো ভয়াবহ আকার ধারন করবে বলে তারা আশঙ্কা প্রকাশ করছে। আমাদের জানা নেই এটা কি অন্যায়ভাবে ফিলিস্তিনি শিশু, মা, বোন ও আপামর মুসলিম জনগণের উপর নির্মম হত্যাযজ্ঞে আল্লাহর অসন্তুষ্টির আগুন না অন্য কিছু। আর যাই হোক না কেন এটা যে আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্ক সঙ্কেত এতে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। তাই আমাদের উচিত আমেরিকার এই ভয়াবহ দাবানল থেকে শিক্ষা নিয়ে আল্লাহর নাফারমানি, অবাধ্যতা, জুলুম-নির্যাতন, জেনা-ব্যভিচার থেকে বিরত থাকা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে তাঁর নির্দেশাবলী পুঙ্খানুপুঙ্খ মেনে চলা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেরই মনে রাখা উচিত আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাঁর নাফরমানির বিচার তিনি করবেনই। তাঁর অবাধ্যতা করে কেউ নিস্তার পায়নি আর পাবেও না। এ দুনিয়ায় যদিও কেহ ছাড় পেয়ে যায় কিন্তু পরজীবনে কেউ তাঁর থেকে রেহাই পাবে না, তাঁর সামনে বিচারের সম্মুখীন হতেই হবে। তাঁর নিকট উপস্থিত হতেই হবে। এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রত্যেকটি প্রাণীই মৃত্যুর আশ্বাদন গ্রহণ করবে অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করবে। (আল কুরআন) আল্লাহ তায়ালা সকলকে তাঁর অসন্তুষ্টির দাবানল থেকে হেফাজত করেন। (আমিন)
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে
ব্যবসা বাড়াতে যুক্তরাষ্ট্রে অফিস খুলবে