আল্টিমেটাম শেষেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঢাবির লাল সন্ত্রাসের বিরুদ্ধে
২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ঘেরাও করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ‘পাহাড়ি ছাত্র-জনতা’ ব্যানারে একদল ‘লাল সন্ত্রাসী’। পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপরই ‘পাহাড়ি ছাত্র-জনতা’ ব্যানারের অন্তরালের বিষয়টি প্রকাশ্যে আনেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু। এসব বিষয়ের একমাত্র সমাধান ‘লাল সন্ত্রাস’ বলে মন্তব্য করেন তিনি। তার এ মন্তব্যকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। সর্বশেষ শঙ্কিত শিক্ষার্থীদের পক্ষে শাহবাগ থানায় জিডি করেন বিশ্ববিদ্যালয়ের এ বি জুবায়ের নামের এক শিক্ষার্থী। এর আগে এক সংবাদ সম্মেলনে ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের আল্টিমেটামের সময় শেষ হওয়ার অনেক পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান সংশ্লিষ্ট সূত্র।
গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে ইংরেজী বার্তায় ছাত্র ইউনিয়ন নেতা বসু লিখেন, একমাত্র বিকল্প লাল সন্ত্রাস। প্রান্তিক মানুষের স্বার্থে প্রতিরক্ষামূলক সহিংসতা। আমরা জাগরণ এবং মিছিল করি যার সহিংস হওয়ার ক্ষমতা নেই। তা দ্বারা আপনি কখনই আপনার কমরেডদের রক্ষা করতে পারবেন না। মানুষ আপনাকে পছন্দ করবেন ঠিকই, কিন্তু কেউ অনুপ্রাণিত হবে না। কারোরই আর ‘মুক্তমনা’ পার্টির দরকার নেই। শহীদদের কেউ পরোয়া করে না। ফ্যাসীবাদ তখনই ভালো যখন সে মৃত।
তিনি ডানপন্থাকে ইঙ্গিত করে আরও বলেন, এই ডানপন্থীদের পাগলামিতে আপনাকে সার্বভৌমত্বের নামে হত্যা করা হবে এবং আপনার চরিত্রকে হত্যা করা হবে। মুক্তমনা এবং ‘কেন্দ্রবাদী’ যারা তাদের হৃদয় তারা ডানপন্থার কাছে বিক্রি করেছে। তারা দাবি করবে এটি একটি সাংস্কৃতিক যুদ্ধ এবং উভয় পক্ষই কতটা খারাপ। আপনাদের খুব কম বন্ধুই আছে। এমনকি একজনকেও হারানোর সামর্থ্য আপনাদের আর নেই। আর মানুষ ভেড়ার মত। আপনি কি আজীবন মেষপালক হতে ইচ্ছুক?
গুপ্তরাজনীতীর দিকে ইঙ্গিত করে মেঘমল্লার বসু বলেন, প্রকাশ্য বিক্ষোভ করা বন্ধ করুন। প্রকাশ্যে কমিটি দেয়া বন্ধ করুন। আমরা সতর্ক না হলে নিশ্চিহ্ন হয়ে যাব। দাঁত ও নখ বেরিয়ে আসছে। এভাবেই আপনার পথকে আপনি ব্যাঙ্গ বিদ্রুপ থেকে বাঁচাতে পারবেন। আসুন এটিকে আমাদের গুপ্ত বন্ধুদের কাছে নিয়ে যাই। আমাদের সাথেই থাকুন।
বসুর এ মন্তব্যের প্রতিবাদে সেদিন গভীর রাতে উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে তার গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন একদল শিক্ষার্থী।
পরে শনিবার এক সংবাদ সম্মেলনে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। একই দিনে শাহবাগ থানায় জিডি করেন শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবি জুবায়ের। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত বসুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা যায়।
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট রাইটস ওয়াচ নামের একটি প্লাটফর্মের নেতা ও ঢাবি শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, আমরা থানায় জিডি করেছি। আপাতত আমরা সেটা পর্যবেক্ষণ করছি পুলিশ প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা। এর মধ্যে মেঘমল্লার বসু কিছুটা দুঃখও প্রকাশ করেছেন। তাই আমরা কিছুটা সময় দিতে চাচ্ছি। পরবর্তীতে পরিস্থিতি যদি আরো ঘোলাটে হয়ে উঠে তখন আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
থানায় জিডি করা এ বি জুবায়ের বলেন, আমরা শঙ্কিত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কাজ করেছি, প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছি, থানায় জিডি করেছি। আমাদের যতটুকু করার সাধ্য আছে আমরা করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারও বলেছেন তিনি শিক্ষার্থীদের পক্ষে আছেন। কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশ্রয় দেওয়া হবে না। আমরা আশা করব জননিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে শীঘ্রই রাষ্ট্রপক্ষ বাদী হয়ে মামলা করবে এবং তাকে গ্রেফতার করবে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর বলেন, এ সংক্রান্ত একটি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্ট এ বি জোয়ারের একটি জিডি করেছন। আমরা সেটি ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে সাবমিট করেছি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, আমাদের কাছে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ না আসায় অফিশিয়াল কোনো পদক্ষেপ নিতে পারছি না। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সহপ্রণোদিত হয়ে কোনো পদক্ষেপ নেওয়ার পরিস্থিতি এখনো তৈরি হয়নি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী