পিএনআরএফআর’র অনুষ্ঠানে বক্তারা বাতের রোগীর তুলনায় দেশে বিশেষজ্ঞ চিকিৎসক কম
১১ মার্চ ২০২৩, ০৭:৪৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম

দেশে যে পরিমাণ বাতের রোগী, সেই তুলনায় বিশেষজ্ঞ চিকিৎসক কম। তাই সবার জন্য চিকিৎসা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে জোর দিতে হবে। অন্যথায় সাধারণ মানুষ যথাযথ চিকিৎসার থেকে বঞ্চিত হবেন। প্রফেসর নজরুল রিউমাটোলোজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
অন্যদিকে বাত ব্যাথাসহ অন্যান্য রোগের প্রকৃত কারণ ও এর প্রতিকারের সুবিধার্থে গবেষণায় জোর দেয়ার পরামর্শ এসেছে অনুষ্ঠান থেকে। একইসঙ্গে সরকারের পাশাপাশি বাতরোগীদের চিকিৎসা সহায়তায় বেসরকারি পর্যায় থেকেও উদ্যোগ নেয়ার তাগিদ দেয়া হয়েছে।
বাত রোগীদের নিয়ে গবেষণার তথ্য তুলে ধরেন প্রফেসর নজরুল রিউমাটোলোজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশের উপাত্ত অনুযায়ী বর্তমানে প্রায় ৩৫ লাখ নারী-পুরুষ হাঁড়ক্ষয় রোগে ভুগছেন। এছাড়াও নানা ধরণের বাতে আক্রান্ত হয়ে মানুষ পঙ্গু হয়ে যায়। তাই শুরুতেই এই মানুষগুলোর উপযুক্ত চিকিৎসা ও সচেতন বেশি জরুরি। অন্যথায় খুব অল্প বয়সেও অনেকে কর্মহীন হয়ে পড়তে পারেন। একসময় তারা পরিবার ও রাষ্ট্রের বোঝা হয়ে দাঁড়াবেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান তার বক্তব্যে বাতব্যাথার রোগীদের কথা চিন্তা করে এমন ফাউন্ডেশন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে নিজের অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন।
একইসঙ্গে সমাজের বিত্তবানদেরও এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান ত্রাণ প্রতিমন্ত্রী।
শনিবার (১১ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হয়। এতে রোগীরা তাদের নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
একইসঙ্গে বাত রোগের ভয়াবহতাসহ সার্বিক বিষয় নিয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন শমরিতা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নীরা ফেরদৌস।
২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে প্রফেসর নজরুল রিউমাটোলোজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্ট। চতুর্থ বর্ষে পদার্পন করেছে ফাউন্ডেশনটি। প্রতিষ্ঠার পর থেকে এই ট্রাস্ট বাতরোগীদের জীবনযাপন সহজ করা, চিকিৎসা পরামর্শ দিয়ে আসছে।
অনুষ্ঠানের শেষ দিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে কেক কাটেন অতিথিরা। অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিম পিএনআরএফআরের সঙ্গে সর্বতভাবে থাকার কথা জানান। একইসঙ্গে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পথিকৃৎ ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্সেসের সাবেক ভিসি প্রফেসর ডা. লিয়াকত আলি, সাবেক অতিরিক্ত সচিব মো. শাফিউল আলম, মীর জাকি আযম চৌধুরী, ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ড. পিযুষ কান্তি বিশ্বাস, ডায়মন্ড সদস্য এম এম আমিনুর রহমান সাব্বির, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাংবাদিক এম এম বাদশা প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

কুমিল্লার সাবেক এমপি শফিউদ্দিন শামীমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট-জমি জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পুরান ঢাকায় আগুনে একজনের মৃত্যু

ট্রাম্পের পাল্টা শুল্কে ব্যবসায়ীরা চিন্তিত : আইসিসিবি সভাপতি

আরব আমিরাত ও তুরস্ক সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

পহেলা বৈশাখ পান্তা-ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতি না -প্রাণিসম্পদ উপদেষ্টা

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

গণজাগরণ মঞ্চের নেপথ্যের নায়কদের সচিব করার প্রস্তাব

ওয়াকফ বিল ইস্যুতে সারজিস : মোদিকে ছুড়ে ফেলার বিকল্প নেই

উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল আসছে

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা-মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

গাজার পক্ষে ড. ইউনূসের বিবৃতি

শুল্ক ৩ মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস

জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প

নিরাশা নয়, আল্লাহর রহমতের প্রত্যাশা মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন-১

বিক্ষোভে উত্তাল সারাদেশ

টঙ্গীতে পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা