‘অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে দেশ’ : কুমিল্লায় জাতীয় পার্টির সম্মেলনে জিএম কাদের
১১ মার্চ ২০২৩, ০৮:০৮ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০০ এএম
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশে এখন মুক্তিযুদ্ধের চেতনা ভুলুন্ডিত হচ্ছে।দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস ওঠেছে। মানুষের আয় বাড়ছে না কিন্তু ব্যয় বেড়েই যাচ্ছে। মানুষের মানসম্মান, সম্পদ ও জীবনের নিরাপত্তা নেই। উৎকণ্ঠার মধ্যে দেশের মানুষ জীবন কাটাচ্ছে। আজকে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনাকে বিদায় দেওয়া হয়েছে। গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে বিদায় দেওয়া হয়েছে। আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে একটি অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ এবং সামনের দিকে আরও খারাপ অবস্থা সৃষ্টি হতে পারে বলে আমি আশঙ্কা করছি।
জিএম কাদের বলেন,এরশাদের শাসনামলকে কেউ স্বৈরশাসন মনে করে না। আজকে দেশের ক্ষমতা এখন একটি গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে পড়েছে। দেশের মানুষ অধিকারবঞ্চিত হচ্ছে। বেড়ে চলছে ক্ষমতার বৈষম্য।এজন্য তো দেশ স্বাধীন হয়নি।এখন দেশে প্রাতিষ্ঠানিকভাবে স্বৈরশাসন চলছে। গণতন্ত্র নেই। যদি থাকতো তাহলে মানুষ প্রতিবাদ করার সাহস পেতো।আজকে প্রতিবাদ করা যায় না। প্রতিবাদ করলে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলা খাবেন। কোথায় যাবে মানুষ।যাওয়ার পথ নেই। কারণ বর্তমান সরকার অত্যন্ত কর্তৃত্ববাদী। সবকিছু তারা নিয়ন্ত্রণে নিতে চায়। অনেক কিছু নিয়ন্ত্রণে নিয়েছে। নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন বলেন, সব কমিশন এখন সরকারের নিয়ন্ত্রণে। তাহলে বুঝতেই পারেন আগামী জাতীয় নির্বাচন কেমন হবে ? আমরা চাই আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকুক। আর তাই এমন একটি ফর্মূলায় নির্বাচন করা হোক যেটা নিয়ে কোন রাজনৈতিক দল প্রশ্ন তুলবে না।
শনিবার বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ৯০ সালের পর থেকে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে বিতশ্রদ্ধ। মানুষ একটি পরিবর্তন চাচ্ছে। আমরা শক্তিশালীভাবে সাধারণ মানুষের সামনে বিকল্প হিসেবে দাঁড়াতে চেষ্টা করছি। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েই জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে। মানুষের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি দিতেই জাতীয় পার্টির রাজনীতি। আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। আমরাই দেশের মানুষকে সুশাসন দেব।
কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক এয়ার আহমেদ সেলিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, আওয়ামী লীগ ভাবছে কিভাবে ক্ষমতা ধরে রেখে আরও লুটপাট করবে। আর বিএনপি চাচ্ছে কেমন করে ক্ষমতায় গিয়ে আবার লুটপাট করবে। দেশের মানুষ আর দুটি দলের লুটপাট দেখতে চায় না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থকে মুক্তি চায়। আগামীদিনে জাতীয় পার্টি ক্ষমতায় এলে কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করে বেকারত্ব দূর করবে। নির্বাচন পদ্ধতি নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছে ওই দুটি দল। তাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আনুপাতিক হারে নির্বাচনের যে ফর্মুলা দিয়েছিলেন, এখন তা সময়ের দাবি। আনুপাতিক হারে জাতীয় নির্বাচন হলেই নির্বাচন নিয়ে সব সমস্যার সমাধান হবে। আনুপাতিক হারে নির্বাচন মানেই শান্তিপূর্ণ নির্বাচন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর গোলাম মোস্তফা, কেন্দ্রীয় উলামা পার্টির সভাপতি ইকরাম হোসেন, পার্টির কেন্দ্রীয় সদস্য আলমগীর কবীর মজুমদার।
কুমিল্লা দক্ষিণ জেলা যুব সংহতির সভাপতি নজরুল ইসলাম বাববের সঞ্চালনায় জেলা-উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কবীর মোহন,যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর মুন্সি,মহিলা জাতীয় পার্টির সভাপতি জোসনা আক্তার,মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব নাজমুল ভূঁইয়া ভুট্টু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সেলিম,বরুড়া পৌর কমিটির সভাপতি মোঃ সোহেল, লাঙ্গলকোট উপজেলার সভাপতি মোঃ জামাল হোসেন,সদর দক্ষিণ মহিলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জুবাইদা মুন্সী, বুড়িচং উপজেলার সভাপতি মোঃ জসিম উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম ও জাতীয় ছাত্র সমাজের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সুন্দরবনকেন্দ্রিক দস্যুতা বন্ধে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হচ্ছে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মায়োতে সাইক্লোন চিডোর ধ্বংসযজ্ঞে ফ্রান্সে জাতীয় শোক
সাড়ে ৪মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাঈমের লাশ কবর থেকে উত্তোলন
কলাপাড়ায় অগ্নিকান্ডে দু'টি দোকান পুড়ে ছাই
গাছ আর জিও ব্যাগ পেয়ে খুশি খুলনার ছাদবাগানীরা
খুলনায় একাধিক মামলার আসামী সন্ত্রাসী রকি গ্রেপ্তার
টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
রাজবাড়ীতে পদ্মা নদীর এক বোয়াল ৫২ হাজারে বিক্রি
অচিরেই বিলুপ্ত হবে নেতানিয়াহু শাসন, হুমকি হুতি প্রধানের
এলন মাস্ক কি প্রেসিডেন্ট হতে পারেন? ট্রাম্প বললেন ‘অসম্ভব’
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ এক বুদ্ধি প্রতিবন্ধী নিহত
এবার সাদপন্থিদের ১০ দফা দাবি
সা'দ পন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আশুলিয়া থানায় স্মারক লিপি প্রদান
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পার্লামেন্টে আপত্তিকর মন্তব্যের জেরে বিজেপি নেতা শুভেন্দুকে জুতোপেটা
সিকদার গ্রুপের ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ
শীতের তীব্রতায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ,বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা
চিরিরবন্দরে আগাম জাতের আলুর ভালো ফলন ও দাম পেয়ে কৃষকেরা খুশি
‘রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০২৪’ পেল হংকংয়ে বসবাসরত ১০ বাংলাদেশি নারী
বিডিআর বিদ্রোহ : ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন