সিদ্দিকবাজার : জমে ছিল গ্যাস, সিগারেটের আগুন থেকে বিস্ফোরণ
১২ মার্চ ২০২৩, ১১:৫৯ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৩ পিএম
গুলিস্তানের সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটার আগে সেখানে গ্যাস জমে প্রচণ্ড চাপ তৈরি করেছিল। আলো-বাতাস না ঢুকতে পারা সেই বেজমেন্টে সিগারেট জ্বালিয়েছিল কেউ। সেই আগুন থেকে প্রথমে স্ফুলিঙ্গ তৈরি হয়, পরক্ষণেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। যার বেগ এতই বেশি ছিল যে, ভবনের ইট-কাঠ ফেটে গম্বুজের মতো ওপরের দিকে তিনতলা পর্যন্ত উঠে গিয়েছিল।
সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গ্রেপ্তার তিন আসামির জিজ্ঞাসাবাদে এবং দুই সংস্থার তদন্তকারী কর্মকর্তারা প্রাথমিকভাবে এমনটা ধারণা করছেন। তবে গ্যাস তিতাসের পরিত্যক্ত লাইন থেকে বের হয়ে আসে, নাকি দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাঙ্কে জমা বায়ো গ্যাস ছিল, সেটা নিশ্চিত হতে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা খোঁজখবর নিয়ে বলছেন, বিস্ফোরণে বাংলাদেশ স্যানিটারি ও অনিকা এজেন্সি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দুটি দোকানই উড়ে যায়। বিস্ফোরণে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে দুদিন পর উদ্ধার করা হয় অনিকার এজেন্সির মালিক মমিন উদ্দিন সুমন ও তার কর্মচারীদের। গোয়েন্দা পুলিশের ধারণা, বিস্ফোরণের আগে সেদিন সুমনই সিগারেট ধরিয়েছিলেন। এসব বিষয় সামনে রেখে তদন্ত এগিয়ে নিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, এখনো বিষয়গুলো গুছিয়ে আনতে পারিনি। তদন্ত শেষ হলেই আসল ঘটনা জানা যাবে।
গত মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সিদ্দিকবাজারের ওই সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির বেজমেন্ট, নিচতলা ও দোতলা অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়। দুই পাশে লাগোয়া দুটি ভবনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে ভবনের সামনের সড়কে থাকা পথচারী বা যাত্রীরাও হতাহত হন। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন।
মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আহত, ভবন ও দোকান মালিক এবং আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। এখন পর্যন্ত তাদের পর্যবেক্ষণ, ভবনে আগের হোটেলের রান্নাঘরের গ্যাসের লাইনটি সারেন্ডার করলেও পুরো ভবনে ছিল আবাসিক গ্যাস লাইন। বেজমেন্টে পার্কিংয়ের কথা থাকলে সেখানে বাংলাদেশ স্যানিটারি নামে একটি কমার্শিয়াল প্রতিষ্ঠান রয়েছে। প্রায় ১ হাজার ৮০০ স্কয়ার ফিটের এ আন্ডারগ্রাউন্ডটি পুরোটাই কাচে ঘেরা।
সেখানে ছিল না কোনো ভেন্টিলেশন ব্যবস্থা। বড় দুটি এসির মাধ্যমে ঠান্ডা রাখা হতো দোকানটি। এসিগুলো ২০১০ সাল থেকে সার্ভিসিং করা হয়নি। সাততলা ভবনের কোথায় স্যুয়ারেজ সেপটিক ট্যাঙ্ক অবস্থিত সে বিষয়ে ভবনের মালিকরাও সঠিক তথ্য দিতে পারেননি। ধারণা করা হয়, উত্তর পাশের ভবনের সঙ্গে ক্ষতিগ্রস্ত ভবনের যে আড়াই থেকে তিন ফিট গলি আছে, সেখানে একই সঙ্গে দুটি ভবনের সেপটিক ট্যাঙ্ক অবস্থিত।
সংশ্লিষ্টরা বলছেন, বেজমেন্টে কার পার্কিং থাকলে বাতাসের ভেন্টিলেশন থাকত। কোনো গ্যাস জমা হতো না। বিস্ফোরণের ঘটনাটিও ঘটত না।
আর বিস্ফোরণের সূত্রপাত সম্পর্কে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তথ্য বলছে, তিতাসের পরিত্যক্ত লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস জমে ভবনের বেজমেন্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই ভবনের বেজমেন্টে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি পরিত্যক্ত লাইনের অস্তিত্ব পেয়েছেন তারা। বেজমেন্টে একসময় রান্নাঘর ছিল, আর নিচতলায় ছিল খাবারের হোটেল। এই রান্নাঘরে তিতাস গ্যাসের বাণিজ্যিক লাইন ছিল। ২০০১ সালে গ্যাস সংযোগের লাইনটি রাইজার (গ্যাস সরবরাহের সংযোগস্থল) থেকে বিচ্ছিন্ন করা হয়। তবে সংযোগ লাইন অপসারণ করা হয়নি। যে কারণে সেটিতে গ্যাসের সরবরাহ ছিল। ওই লাইনের ছিদ্র থেকে বেজমেন্টের শীতাতপনিয়ন্ত্রিত কোনো একটি কক্ষের বদ্ধ কুঠুরিতে গ্যাস জমে ছিল। সেখান থেকেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সিটিটিসি মনে করছে।
সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রহমত উল্লাহ চৌধুরী বলেন, বেজমেন্ট শীতাতপনিয়ন্ত্রিত হওয়ায় এর কক্ষগুলো ছিল আবদ্ধ। বেজমেন্টে পাঁচটি দোকান ছিল। দোকানগুলো শীতাতপনিয়ন্ত্রিত হওয়ায় সেখানে বাইরে থেকে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা ছিল না। ফলে সেখানে গ্যাস জমা হওয়ার পর কোনোভাবে স্পার্ক (আগুনের স্ফুলিঙ্গ) হওয়ার পরই ভয়াবহ বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ভিনিসিয়ুসের লাল কার্ড,বেলিংহ্যামের পেনাল্টি মিসের পরেও রিয়ালের নাটকীয় জয়
রিকেলটনের অনবদ্য ইনিংসে রান পাহাড়ের পথে দক্ষিণ আফ্রিকা
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সবার ঐক্যমতে দ্রুতই হবে ডাকসু নির্বাচন : ঢাবি ভিসি
ডলার বেচাকেনায় ব্যবধান ১ টাকার বেশি নয়
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না
সংস্কার ও নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন
পান্থকুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশ
রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা
ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানালো এসিইডিবি
রাজনীতিতে অশুভ বিভাজনের পদধ্বনির আভাস পাওয়া যাচ্ছে
২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দিন-দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি
হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
পাঠ্যবইয়ে হান্নান-সেজানের সাহসিকতার গল্প