অবশেষে বরিশাল সেক্টরে বিমান-এর ভাড়া কিছুটা যুক্তিযুক্ত হলেও বেসরকারীর এয়ারলাইন্স-এর চেয়ে ২শ টাকা বেশী
১২ মার্চ ২০২৩, ০২:১৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৭ পিএম
অবশেষে দেশের স্বল্প দুরত্বের বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমান যাত্রীভাড়া কিছুটা যুক্তিযুক্ত করলেও তা এখনো বেসরকারী নভো এয়ারের চেয়ে ২শ টাকা বেশী। তবে ২৩ মার্চ থেকে গ্রীষ্মকালীন সময়সূচীতে শণিবারের বাড়তি ফ্লাইট তফসিল ঘোষনা করে প্রত্যাহারের বিষয়টি নিয়ে আর কোন ফয়সালা হয়নি। এমনকি এখনো বরিশাল সেক্টরে বিমান-এর ভাড়া অভ্যন্তরীণ যেকোন সেক্টরের তুলনায় দুরত্ব ভেদে অনেক বেশী। এরপরেও গত ১ মার্চ থেকে বরিশাল সেক্টরে যাত্রীভাড়া ৩ হাজার টাকা থেকে ২শ টাকা বৃদ্ধি করেছিল বিমান।
বিষয়টি নিয়ে দৈনিক ইনকিলাব সহ বিভিন্ন জাতীয় ও স্থাণীয় দৈনিকে সংবাদ প্রকাশের পাশাপাশি আকষ্মিকভাবে যাত্রী সংখ্যা হ্রাস পাওয়ায় রোববারই বিমান কতৃপক্ষ ভাড়া হ্রাসের সিদ্ধান্ত গ্রহন করেছে।
এদিকে আগামী ২৩ মার্চ থেকে কার্যকর গ্রীষ্মকালীন সময়সূচীতে শণিবারেও বরিশাল সেক্টরে বিমান-এর ৪র্থ ফ্লাইট চালুর কথা থাকলেও অজ্ঞাত রহস্যজনক কারণে তা বাতিল করা হয়েছে। বিমান-এর সেন্ট্রাল কন্টোল থেকে শণিবার সকাল ৮.২৫টায় ঢাকা থেকে এবং সকাল সাড়ে ৯ টায় বরিশাল থেকে ফ্লাইট চলাচলের তফসীলও দেয়া হয়েছিল। বরিশাল সেলস অফিস থেকে প্রস্তুতি গ্রহন করা হলেও ঘোষিত চুড়ান্ত সিডিউলে শেষ পর্যন্ত শণিবারের ফ্লাইটটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
মাসখানেক আগে ঘোষিত গ্রীষ্মকালীন সিডিউলে বরিশালে ৪র্থ ফ্লাইট হিসেবে মঙ্গলবার দুপুরে ফ্লাইট ঘোষনা করা হয়েছিল। কিন্তু আগে থেকেই বরিশাল সেক্টেরে বৃহস্পতিবার বিকেলে এবং অন্য সবগুলো দিন সকালে ফ্লাইটের দাবী ছিল যাত্রীদের। মন্ত্রনালয় সহ সরকারের বিভিন্ন মহল থেকেও বিষয়টি নিয়ে বিমান কতৃপক্ষের মনযোগ আকর্ষণ করা হলে ৯ মার্চ থেকে যাত্রী চাহিদা অনুযায়ী বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় এবং শুক্র ও রোববার সকাল ৮.২৫টায় নতুন সময়সূচী কার্যকর করেছে বিমান। পাশাপাশি মঙ্গলবারে ফ্লাইটটি শণিবারে নির্ধারন করা হয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত শণিবারের ফ্লাইটটি বাতিল করার কারণ সম্পর্কে কোন মহল থেকেই সুস্পষ্ট কিছু বলা হয়নি। বিষয়টি নিয়ে বিমান-এর সেন্ট্রাল কন্ট্রোল ও মার্কেটিং বিভাগের বক্তব্যের কোন মিল খুজে পাওয়া যাচ্ছেনা। তবে বিমান-এর মার্কেটিং ও সেলস-এর দায়িত্বপ্রাপ্ত পরিচালকের সাথে বিষয়টি নিয়ে আলাপ করা হলে তিনি ক্রু সংকটের কথা উল্লেখ করে বিষয়টি দেখবেন বলেও জানান।
বর্তমানে বেসরকারী ইউএসÑবাংলা বরিশাল সেক্টরে প্রতিদিন বিকেলে ফ্লাইট পরিচালনার পাশাপাশি ইতোপূর্বে বন্ধ হয়ে যাওয়া নভো এয়ার সপ্তাহে ৩দিন বিমানের চেয়ে ২শ টাকা কমে ফ্লাইট পরিচালনা করছে।
সাধারন যাত্রীদের অভিযোগ, শণিবার সকালে একটি বেসরকারী এয়ারলাইন্সকে মনোপলি ব্যাবসা দিতেই বিমান তার ঘোষিত সিডিউল থেকে সরে এসেছে। তবে এ ব্যাপারে বিমান-এর বরিশাল সেলস অফিসের জেলা ব্যাবস্থাপক কোন কথা বলতে রাজী হননি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে স্বাধিনতার সূবর্ণ জয়ন্তি ২০২১-এর ২৬ মার্চ সকালে বরিশালের আকাশে নিয়মিত ফ্লাইট নিয়ে আবার ডানা মেলে জাতীয় পতাকাবাহী বিমান। প্রধানমন্ত্রীর দপ্তরের সরাসরি নির্দেশে বরিশাল সেক্টরে ঐ ফ্লাইট চালু করা হলেও পদ্মা সেতু চালুর অজুহাত তুলে গত ৫ আগষ্ট থেকে বরিশাল সেক্টরে বিমান-এর নিয়মিত ফ্লাইট সপ্তাহে ৩ দিনে হ্রাস করা হয়। তবে এজন্য প্রধানমন্ত্রীর দপ্তর বা মন্ত্রনালয়ের অনুমোদন দুরের কথা অবহিত পর্যন্ত করেন নি তৎকালীন ব্যাবস্থাপানা পরিচালক। গতবছর বরিশাল সেক্টরে ফ্লাইট প্রতি ৭০%-এরও বেশী যাত্রী ভ্রমন করলেও বিমান কতৃপক্ষ বানিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে এ সেক্টরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে না বলে অভিযোগ সাধারন যাত্রীদের।
তবে এ বিষয়ে ইতোপূর্বে বিমান-এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব শফিউল আজিম ‘বরিশাল সেক্টর নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহনের চেষ্টা চলছে’ এবং ‘সব কিছু বিবেচনায় নিয়ে যাত্রী বান্ধব ধারায় ফেরার চেষ্টা চলছে’ বলেও জানিয়েছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ভিনিসিয়ুসের লাল কার্ড,বেলিংহ্যামের পেনাল্টি মিসের পরেও রিয়ালের নাটকীয় জয়
রিকেলটনের অনবদ্য ইনিংসে রান পাহাড়ের পথে দক্ষিণ আফ্রিকা
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সবার ঐক্যমতে দ্রুতই হবে ডাকসু নির্বাচন : ঢাবি ভিসি
ডলার বেচাকেনায় ব্যবধান ১ টাকার বেশি নয়
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না
সংস্কার ও নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন
পান্থকুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশ
রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা
ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানালো এসিইডিবি
রাজনীতিতে অশুভ বিভাজনের পদধ্বনির আভাস পাওয়া যাচ্ছে
২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দিন-দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি
হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
পাঠ্যবইয়ে হান্নান-সেজানের সাহসিকতার গল্প