ইবি ছাত্রদের ওপর হামলায় আটক এক
১৪ মার্চ ২০২৩, ০৪:০৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৮ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই শিক্ষার্থীকে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৩ মার্চ) রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শৈলকূপা থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ১০। মঙ্গলবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
তিনি বলেন, থানায় মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ঝন্টু ওরফে জাহাঙ্গীর হোসেন। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এজাহার থেকে জানা যায়, গত সোমবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী শেখপাড়া বাজারস্থ পেট্রোল পাম্প থেকে তেল আনতে যান। ফেরার পথে ইসলামী ব্যাংকের এটিএম বুথের সামনে পাকা রাস্তায় পৌঁছালে আকাশ ও আলিমসহ অজ্ঞাত ২০/২৫ জন তাদের হাতে থাকা লোহার রড ও লাঠি দ্বারা শিক্ষার্থীদের পথ আটকে দেয়। কোনো কিছু বলার আগেই খুন করার উদ্দেশ্যে আকাশ লোহার রড দিয়ে ছাত্র মোহাম্মদ ইসলাম জিসানের মাথায় আঘাত করলে সে মাথা সরায়ে নেয়। ফলে রডের আঘাত তার ডান হাতে ও পায়ে লাগলে জখম হয়।
এদিকে অন্য অজ্ঞাত আসামিরা অপর ছাত্র মেহেদী হাসান সুপ্তকে তাদের হাতে থাকা লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় আসামিরা তাদের এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মারতে থাকে। মারামারির সংবাদ ক্যাম্পাসে পৌঁছালে ক্যাম্পাস থেকে শতাধিক ছাত্র ঘটনা স্থলের দিকে রওনা দেয়। ফলে আসামিরা খুন-জখম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে সাধারণ শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছালে আহত ছাত্রদের উদ্ধার করে প্রথমে ইবি মেডিকেলে পাঠানো হয়। তারপর তাদের অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।
আহত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সুপ্ত ও ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইসলাম জিসাদ।
এদিকে এ ঘটনায় আকাশ ও আলিমকে প্রধান আসামি করে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আকাশ ও আলিম উভয়ই শেখপাড়ার বাসিন্দা।
জানা গেছে, সোমবার ভুক্তভোগী দুই ছাত্র বন্ধু-বান্ধবীদের সঙ্গে ক্যাম্পাসের মফিজ লেকে অবস্থান করছিলেন। সেখানে বহিরাগত স্থানীয় দুই যুবক এসে বান্ধবীদেরসহ ওই শিক্ষার্থীদের ভিডিও করেন বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষর্থীদের। পরে শিক্ষার্থীরা তাদেরকে ভিডিও ডিলিট করতে বলে। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা শিক্ষার্থীদের দেখে নেয়ার হুমকি দেয়। তখন ভিডিও ধারণ করায় চড়-থাপ্পড় দোয়া হয় বলে অভিযোগ করেছে স্থানীয় ওই দুই যুবক।
এরপর ওই দিন বিকেলে শিক্ষার্থীরা ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখ পাড়া বাজারে গেলে তাদের ওপর হামলা করে ওই বহিরাগত যুবক ও তার সঙ্গীরা। এর প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এ সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি, ছাত্রলীগকর্মী শিমুল হোসেন ও রিয়নসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে রাত ৯টার দিকে ঘটনাস্থলে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে আন্দোলনরতদের সঙ্গে কথা বলেন।
তারপর শিক্ষার্থীরা রাত ১০টার দিকে ভিসির বাংলোর সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রলীগ সহ-সভাপতি মৃদুল রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সেক্রেটারী নাসিম আহমেদ জয় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনায় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয় গেটগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বাজার কমিটি ও স্থানীয়দের সঙ্গে বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

বঙ্গোপসাগরে ৪ ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮

এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬০৮

নিউইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি

রামগতিতে চাঁদা না দেয়ায় কিশোর গ্যাং সদস্যদের হামলায় দিনমজুর আহত, আটক ১

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত

ছাগলনাইয়ায় অস্ত্রসহ যুবক আটক

এবার এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে

যাত্রী বেশে সিএনজি অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ২

নগরকান্দায় বৃষ্টিতে কাঁদায় পিচ্ছিল সড়কে মোটরসাইকেল আরোহী নিহত

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ