ঢাকা সুপ্রিম কোর্টে ভোটের নামে প্রহসন হলো : ডা. জাহিদ
১৬ মার্চ ২০২৩, ০৯:১০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৪ পিএম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ঢাকা সুপ্রিম কোর্টে দেখলেন ভোটের নামে প্রহসন হলো। নির্বাচন কমিশনের আগেই সুপ্রিম কোর্ট বারের সেই অবৈধ সভাপতি এবং সাধারণ সম্পাদকরা ১০ হাজার ভোট ১২ হাজার ব্যালট পেপার ছাপিয়ে নিয়েছেন। নির্বাচন কমিশনের কেউ জানে না। সেজন্যই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। আজ তাদের ছাপানো সেই ব্যালট পেপার দিয়ে ভোট দিতে হবে। আজ সর্বোচ্চ আদালতের এই অবস্থা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে হবিগঞ্জ পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে চোর ধরা। আর আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কি করলো-চোরকে সহায়তা করলো এবং চুরিকে জায়েজ করার জন্য যা যা করা দরকার গতকালকেও করেছে, আজকেও করছে। আজ প্রধান বিচারপতি বলছেন, আইনজীবীদের বিষয়টি আইনজীবীদেরই দেখা উচিত। তাহলে প্রধান বিচারপতির দায়িত্ব কি, সর্বোচ্চ আদালতের দায়িত্ব কী?
ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, আইনের কাজ হচ্ছে মজলুম মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাইবো আইন তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু আমরা তো জানি, ২০১৮ তে আমরা দেখলাম, আগের দিন ভোট রাতেই শেষ। ২০১৪ সালে দেখলাম ভোটকেন্দ্রে ভোট নাই-ভোটার নাই, ১৫৪ জন আগেই নির্বাচিত। ভোটকেন্দ্রে ৫ পার্সেন্ট ভোটারও যায়নি। অর্থাৎ বৃহত্তর মানুষের সমর্থন নিয়ে তারা দেশ পরিচালনায় আসেনি। দেশ পরিচালনা করার জন্য জনগণের ভোটের দরকার পড়ে না। নিজের পেশীতন্ত্র অথবা আইনশৃঙ্খলা বাহিনী, আইন-আদালত, প্রশাসনকে ব্যবহার করে দেশ শাসন করা যায়। তখন তারা সাধারণ মানুষের কথা ভুলে যায়।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, আজকে আটার দাম ৭৫ টাকা, চালের দাম ৮০ থেকে ১১০ টাকা। আর কারেন্ট সারাদিনে ৭ থেকে ১০ বার আসে আর যায়। তারপরও বলে শতভাগ বিদ্যুতায়িত বাংলাদেশ। আবার বলে উন্নয়নের রোলমডেল বাংলাদেশ। রোলমডেল হয়ে আজ এমন অবস্থা হয়েছে যে, শ্রীলংকার মতো অবস্থার দিকে আমরা ধাবিত হচ্ছি। কয়দিন বাজারে আর কিছু কিনতে পাওয়া যাবে না। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আজ জনগণের নাভিশ্বাস ওঠেছে। প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির দেওয়া ১০ দফা আন্দোলন রাজপথে থেকে সফল করতে হবে। রবীন্দ্রসঙ্গীত দিয়ে এই সরকারকে বিদায় করা যাবে না, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিদায় করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে।
১৪ বছর পর হবিগঞ্জ পৌর বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানুর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমটি কলিম উদ্দিন আহমেদ মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসিম। সম্মেলনের পর পৌর বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন বিজয়ীদের নাম ঘোষণা করেন।
সভাপতি পদে হবিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম ফরিদ ৩২৭ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী জেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান ফরিদ পেয়েছেন ১৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম আউয়াল ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক লিটন আহমেদ পেয়েছেন ২৫৬ ভোট এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৭নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি দেওয়ান আব্দুল মোহাইমীন চৌধুরী ফুয়াদ ৩৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কুতুব উদ্দিন শামীম পান১৭৫ ভোট। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মর্তুজ আহমেদ রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রাজধানীতে শুরু হলো চার দিনব্যাপী গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য প্রদর্শনী
সরকারের কোন উদ্যোগ না থাকায় বিস্ময় প্রকাশ করে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
জন্মদিনে স্ত্রীর নগ্ন ছবি ভাইরাল করলেন মার্কিন র্যাপার
ইবির কেন্দ্রীয় লাইব্রেরি ছুটির দিনেও খোলা থাকছে
চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া
লাখো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিন্দ্রায় সমাহিত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী
ঝিকরগাছায় ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়
পাঠ্যপুস্তকে বিতর্কিত ‘আদিবাসী’ শব্দ: জড়িতদের শাস্তি চেয়ে ঢাবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় চলছে হরিলুট- জমজমাট ঘুষ-বাণিজ্য, দেখার কেউ নেই!
রেলওয়ের স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
ছাগলনাইয়া সিএনজি শো-রুম মালিক সমিতির নির্বাচন সম্পন্ন
হোসেনপুরে আমেরিকা প্রবাসির বাড়ীতে ডাকাতি
বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের আদেশ
ঘুরে দাঁড়াবে ঢাকা, বিশ্বাস মোসাদ্দেকের
কোটা বাতিলসহ নয় দফা দাবিতে চবির পাঁচ শিক্ষার্থীর অনশন
আগামীর বাংলাদেশে কোন ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না.-মিয়া মিজানুর রহমান
ফ্রান্স ছাড়ার ঘোষণা দিলেন দেশ্যম
কালিয়াকৈরে বিয়ের ৪দিন পর স্বামীর আত্মহত্যা
নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ বিএনপির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি