বুয়েটÕর বিএমই ডিপার্টমেন্টে জেইস ল্যাবস@লোকেশন উদ্বোধন করলো ১৭৫ বছরেরও বেশি সময় ধরে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক টেকনোলজি কোম্পানি জেইস
২১ মার্চ ২০২৩, ০৮:১৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৬ পিএম
অপটিকস ও অপটোইলেক্ট্রনিক্সে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক টেকনোলজি কোম্পানি ও বাংলাদেশে লাইট, ইলেকট্রন ও এক্স-রে মাইক্রোস্কোপ সরবরাহকারী একমাত্র প্রতিষ্ঠান জেইস আজ মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর বায়ো-মেডিকেশন ইঞ্জিনিয়ারিং (বিএমই) ডিপার্টমেন্টে অত্যাধুনিক ল্যাবস@লোকেশন উদ্বোধন করেছে।
এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
জেইস ল্যাবস@লোকেশন জেইস-এর গ্রাহকদের একটি কমিউনিটি, যা রিসার্চ মাইক্রোস্কোপি সল্যুশনের ক্ষেত্রে বিশেষায়িত জ্ঞান প্রদান করে। বুয়েট-এর বিএমই ডিপার্টমেন্টের ল্যাবে নতুন প্রযুক্তির সফল ব্যবহারের ক্ষেত্রে এটি জ্ঞান অর্জনের একটি নির্ভরশীল উৎস হয়ে উঠবে। এই উদ্যোগটির উদ্দেশ্য হল আধুনিক মাইক্রোস্কোপি ও স্বাস্থ্যসেবার সুবিধার মাধ্যমে গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সম্প্রসারণ করা। এর ফলে নিয়মিত প্রশিক্ষণের মধ্যে দিয়ে বাংলাদেশের বিজ্ঞানভিত্তিক গোষ্ঠীগুলোর সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে। এর পাশাপাশি সেন্টারটি বাংলাদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলির নানা উপাত্ত গবেষণায় সহায়তা করবে।
বুয়েটে উদ্বোধনী অনুষ্ঠানে জেইস গ্রুপের সার্ক অঞ্চলের রিজিওনাল হেড বিকাশ সাক্সেনা বলেন, বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট-এ আমরা জেইস ল্যাবস@লোকেশন উদ্বোধন করতে পেরে আনন্দিত। বৈজ্ঞানিক ক্ষেত্রে উদ্ভাবনে আমরা সবসময়ই দৃঢ় প্রতিজ্ঞ। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানপ্রেমীদের উন্নত মাইক্রোস্কোপ ও স্বাস্থ্যসেবার সরঞ্জামের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তিগত সুবিধা দেওয়ার উপর আমরা সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। অত্যাধুনিক ল্যাবস@লোকেশন এই বিষয়টিরই সাক্ষ্য বহন করে। প্রতিটি যন্ত্র সতর্কতার সাথে এই আশা ও বিশ্বাস নিয়ে তৈরি করা হয়েছে যে, এটি গবেষকদের জীবন ও জড় জগতকে দেখার ভঙ্গিতে পরিবর্তন আনবে।
এই ল্যাব স্থাপনে ধারাবাহিক সহযোগিতার জন্য আমরা ব্রুকার ন্যানো জিএমবিএইচ-এর ইউরোপ, ভারত ও মধ্যপ্রাচ্যের রিজিওনাল সেলস ম্যানেজার জন গিলবার্টকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। রিসার্চ মাইক্রোস্কোপিতে মাইক্রো অ্যানালিসিস টেকনিক সরবরাহের ক্ষেত্রে উভয় সংস্থার দৃষ্টিভঙ্গিতে সামঞ্জস্য রয়েছে। তিনি বলেন, জেইআইএসএস গ্রুপের জন্য বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল মার্কেট। প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে গ্রাহক অর্জনে আমরা এখানে শক্ত অবস্থান তৈরি করতে পেরেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে অপার সম্ভাবনা ও প্রতিভা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে উন্নয়নের পরবর্তী স্তরে পৌঁছানোর জন্য আমাদের শুধু আধুনিক অবকাঠামো নির্মাণ করতে হবে।
জেইস বাংলাদেশে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট, আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অফ প্যাথলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি-এর সাথে সহযোগী হিসেবে কাজ করছে। গ্রাহকদের চাহিদা, প্রবণতা, বি্ক্রয় পরবর্তী সেবা ইত্যাদি বোঝার জন্য ব্র্যান্ডটির একটি শক্তিশালী ডিলার ও সার্ভিস নেটওয়ার্ক রয়েছে। উল্লেখ্য যে, উন্নত প্রযুক্তিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানগুলোতে উৎপাদন এবং সংযোজনের পাশাপাশি জেইস-এর সিস্টেমগুলি বিশ্বব্যাপী কাঁচামাল বিশ্লেষণ এবং প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ