রাজবাড়ীর সাড়ে ৩ হাজার গ্রাহকের কাছ থেকে ৪২ কোটি টাকা নিয়ে উধাও এমএলএম কোম্পানী “জেকা বাজার লিঃ”
১২ এপ্রিল ২০২৩, ০৩:০০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪২ পিএম
রাজবাড়ীর প্রায় সাড়ে ৩ হাজার গ্রাহকের কাছ থেকে ৪২ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ই-কমার্স ব্যবসার নামে এমএলএম কোম্পানী “জেকা বাজার লিমিটেড”। এ ঘটনার দীর্ঘ তদন্ত শেষে মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ অনুযায়ী অনুসন্ধান গত সোমবার দুপুরে রাজবাড়ী সদর থানায় সিআইডি’র পক্ষ থেকে “জেকা বাজার লিমিটেড”-এর ব্যবস্থাপনা পরিচালকসহ ১৫ জনকে চিহ্নিত করে এবং ৫-৬ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন, রাজবাড়ী জেলা সিআইডি’র এসআই মোঃ কোরবান আলী সরকার।
আসামীরা হলো, ব্যবস্থাপনা পরিচালক ও রাজবাড়ীর কালুখালী উপজেলার গানন্দপুরের শুকুর আলীর ছেলে জাবিউল্লাহ খান জাবির ওরফে জসিম (২২), পরিচালক ও পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের মুরারীপুর মন্ডলপাড়ার আব্দুল গণি শেখের ছেলে সাইদুল বাশার ওরফে বাবু, বালিয়াকান্দি উপজেলার শামুকখোলা গ্রামের সেকেন আলীর ছেলে আব্দুর রহিম, রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বোয়ালমারি গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে মোঃ ইশানুর রহমান, সদর উপজেলা ভবদিয়া গ্রামের মোঃ জোহান আলী শেখের ছেলে এসএম রাশিদুল ইসলাম কনক, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রুপসা গ্রামের মোতালেব প্রামাণিকের ছেলে মিলন প্রামাণিক, বালিয়াকান্দি উপজেলার তেনাই গ্রামের সেকেন আলীর ছেলে নায়েব আলী, বালিয়াকান্দির সোনাপুর গ্রামের মোয়াজ্জেম হোসাইনের ছেলে মোঃ আনিসুর রহমান, চট্ট্রগ্রাম জেলার সন্দীপ উপজেলার মধ্য হরিশপুর গ্রামের আবুল বাশার সওদাগরের ছেলে রাসেল সৈকত (বর্তমান ঠিকানা- ঢাকার পুরানা পল্টনের বাড়ী নং-২৯/১), কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে শাহ ফিরোজ আহমেদ, পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের খলিলপুর গ্রামের আবুল কালাম সরকারের ছেলে আনিসুর রহমান, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ক্ষুদ্রচরের সাহেবরাপুর গ্রামের মজিবুর রহমানের রোদায়ানুল ইসলাম, কালুখালীর গংগানন্দনপুরের আকবর আলী শেখের ছেলে শুকুর আলী শেখ ও তার স্ত্রী মমতাজ বেগম ও বোন রুকাইয়া খাতুন।
মামলায় অভিযোগ করা হয়েছে, রাজবাড়ী জেলা শহরের পান্না চত্তরের নান্নু টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তলা ভাড়া নিয়ে ই-কমার্স ব্যবসার নামে এমএলএম কোম্পানী “জেকা বাজার লিমিটেড” ২০২১ সালের ১১ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পরিচালনা করা হয়। ২০২২ সালের ২৫ মে ঢাকা বিভাগের বাংলাদেশ পুলিশের সিআইডি’র এডিশনাল ইন্সেপেক্টর জেনারেলের নির্দেশক্রমে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। ওই অনুসন্ধানে দেখা যায়, লাখে ২০ হাজার টাকা লাভ দেবার প্রলোভন দেখিয়ে প্রায় সাড়ে ৩ হাজার গ্রাহকের কাছ থেকে গ্রাহক প্রতি ১ হাজার ৩শত টাকা করে সর্বমোট ৪২ কোটি টাকা গ্রহণ করে আতœগোপন করে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, সিআইডি’র পক্ষ থেকে দেয়া মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে।
এদিকে, দীর্ঘ দশ মাস পলাতক থাকার পর রাজবাড়ীর সিআইডি পুলিশ ফরিপুরের আলীপুর এলাকা থেকে ২০২২ সালের ১৬ জুলাই জেকা বাজারের ব্যবস্থাপনা পরিচালক জাবিউল্লাহ খান জাবির ওরফে জসিমকে গ্রেপ্তার করে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা