দক্ষিণাঞ্চলে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রী ছুতে চলেছে
১৩ এপ্রিল ২০২৩, ০৬:২৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৯ পিএম
বিগত ৪০ বছরের সর্বোচ্চ তাপমাত্রায় বরিশাল মহানগরের মানুষ বৃহস্পতিবার দুপুরের পরে ঘর থেকে বের হতে সাহশ পায়নি। মৌসুমের সর্বোচ্চ ৩৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় চৈত্রের অসল রূপে দক্ষিণাঞ্চলের রোজাদারদের কষ্টও সব বর্ণনার বাইরে চলে গেছে। যা স্বাভাবিকের ৬ ডিগ্রী সেলসিয়াস বেশী। বৃহস্পতিবার ভোলা ও খেপুপাড়াতেও তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রী কাছে ছিল। যা স্বাভাবিকের প্রায় ৫ ডিগ্রী সেলসিয়াস বেশী। বৃহস্পতিবার বিকেল ৩টার পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশালে তাপাতার পারদ আরো ১.২ ডিগ্রী সেলসিয়াস ওপরে উঠেছে।
আবহাওয়া বিভাগ তাপমাত্রা হ্রাস সহ পরিবেশ স্বাভাবিক হবার কোন আশ^াস দিতে পারেনি। এমনকি বরিশাল সহ সারা দেশেই দিন ও রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধির কথাও বলা হয়েছে পূর্বাভাসে। বরং বরিশাল সহ দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে যে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, তা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
বিদায়ী শীত মৌসুমে তাপমাত্রার পারদ স্বাভবিকের ৩ ডিগ্রী নিচে নামার পরে গ্রীষ্মের আগেই লাগামহীনভাবে তাপমাত্রা বৃদ্ধির ফলে শিশু ও বয়োবৃদ্ধদের কষ্ট আর দূর্ভোগ ক্রমশ বাড়ছে। এমনকি গত কয়েকদিন জরুরী প্রয়োজন ছাড়া দুপুর থেকে বেশীর ভাগ মানুষই ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে ঈদ বাজারের খড়া আরো আরো নাজুক আকার ধারন করছে। ব্যাবসায়ীদের মনে হতাশা আরা বাড়ছে।
চলতি মাসের শুরুতে মাত্র ৪৮ ঘন্টার ব্যাবধানে বরিশালে তাপমাত্রার পারদ ৮ডিগ্রী সেলসিয়াস ওপরে উঠে যায়। মাসের প্রথম দিকেই তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রী সেলসিয়াসে বৃদ্ধি পেয়ে চৈত্রের আসল রূপে ফেরার পরে ক্রমশ তা আরো বাড়ছে। আগের বৃহস্পতিবার দুপুরে তা ৩৫.৮ ডিগ্রী সেলসিয়াসে উঠে যাবার পরে আজ(বৃহস্পতিবার) তা ৩৯ ডিগ্রী সেলসিয়াসে স্থির হয়েছে। এমনকি গত শুক্রবারে তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রী সেলসিয়াসে স্থির থাকলেও শণিবারে দুপুর ৩টায় বরিশালে তাপমাত্রার পারদ ৩৬.৮ ডিগ্রী সেলসিয়াসে উঠে যায়। অথচ আবহাওয়া বিভাগের মতে, চলতি মাসে বরিশালে সর্বোচ্চ স্বাভবাবিক তাপমাত্রা থাকার কথা ৩৩.৩ ডিগ্রী সেলসিয়াস।
আবহওয়ার পূর্বাভাসে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকার কথা জানিয়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির কথাও বলা হয়েছে। তবে শুক্রবার সকালের পরবর্তি ৪৮ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের কথাও বলেছে আবহাওয়া বিভাগ।
এবার মধ্য মার্চে চৈত্রের শুরু থেকে বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলে তাপমাত্রার পারদ ২৫ থেকে ২৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ছিল। সাথে দক্ষিণের মৃদু হাওয়ায় আবহাওয়া ছিল অত্যন্ত সহনীয়। এমনকি এবার রোজার শুরু থেকে অত্যন্ত মনরম পরিবেশেই দক্ষিণাঞ্চলের রোজাদারগন সিয়াম পালন করছিলেন।
কিন্তু মাসের প্রথম দিন দুপুরে বরিশালে ২৬.৪ ডিগ্রী সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা পরদিন দুপুরেই ৩২.৩ ডিগ্রীতে উঠে যায়। ৩ এপ্রিল থেকেই আবহাওয়া চৈত্রের আদলে ফিরতে শুরু করে তাপমাত্রার পারদ ৩৪.৩ ডিগ্রীতে স্থির হয়। এরাপর থেকেত তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে এখন ৪০ ডিগ্রী ছুতে চলেছে। অপরদিকে গত দুদিন ধরে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে সর্বনি¤œ তাপমাত্রা স্বাভাবিকের ১-২ ডিগ্রী সেলসিয়াস নিচে রয়েছে। সকাল থেকে দুপুর পেরিয়ে এ খড়তাপের পরে গত কয়েকদিন ধরে বিকেল ৪টার দিকেই বরিশাল সহ দক্ষিণাঞ্চলের আকাশে হালকা মেঘের আনাগোনায় রোজাদারদের অস্বস্তি থেকে কিছুটা হলেও রেহাই দিচ্ছে। তবে শণিবার অঅকাশে মেঘের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।
এদিকে গত মাসে সারা দেশে স্বাভবাবিকের চেয়ে ৭৭.৬% বেশী বৃষ্টি হলেও বরিশালে স্বাভাবিক ৫৩ মিলিমিটারের স্থলে ৭৫ মিলি বৃষ্টি হয়েছে। যা ছিল স্বাভাবিকের ৪১ % বেশী। গত ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় ‘সিত্রাং’এর বয়ে আনা প্রবল বর্ষণে সমগ্র দক্ষিণাঞ্চল সয়লাব হবার পরে টানা সাড়ে ৪ মাস এ অঞ্চলে কোন বৃষ্টি হয়নি। তবে মার্চের শেষ ভাগে চৈত্রের মধ্যভাগের মাঝারী বর্ষণে দক্ষিণাঞ্চলের জনজীবন শিক্ত হলেও সাথে ফুসে ওঠা সাগরের জোয়ারের প্লাবনে এ অঞ্চলে তরমুজ সহ বেশ কয়েকটি অর্থকারী ফসলের জন্য যথেষ্ঠ বিপর্যয় ডেকে এনেছে। এবারো সারাদেশে আবাদকৃত তরমুজের ৭৫%-এর উৎপাদন হয়েছে দক্ষিণাঞ্চলে। তবে গত কয়েকদিনের বৃষ্টিপাত আবাদকৃত বোরো এবং পাট ছাড়াও চলমান আউশের জন্য যথেষ্ঠ ইতিবাচক ফল দিচ্ছে।
আবহাওয়া বিভাগ থেকে চলতি মাসে দক্ষিণাঞ্চলে স্বাভাবিক ১৩২ মিলিমিটারের স্থলে ১২০Ñ১৪৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভবনা বলা হলেও মাসের প্রথম ১৩ দিনে দক্ষিণাঞ্চল যুড়ে বৃষ্টির কোন দেখা নেই। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণাঞ্চলের দুরবর্তি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধান শুষ্ক থাকার কথা জানিয়ে শুক্রবার সকালের পরবর্তি ৪৮ ঘন্টায় সামান্য পরিবর্তনের কথাও বলেছে আবহাওয়া বিভাগ। ১৩-৪-২০২৩.
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে
নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা
ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০