আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটিতে মেয়র নেই
০৯ মে ২০২৩, ০৩:৫২ পিএম | আপডেট: ০৯ মে ২০২৩, ০৩:৫২ পিএম
বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, প্রত্যাহার, বাছাই ও প্রতিক বরাদ্বের আগেই প্রধান তিন প্রার্থীর সরব প্রচারনায় ঢাকা পড়ে গেছে নির্বাচন কমিশনের সব বিধি বিধান ছাড়াও নিয়ন্ত্রন মূলক কার্যক্রম। যদিও মঙ্গলবারে নির্বাচনী বিধি বিধান কঠোরভাবে অনুসরনের তাগিদে দিয়ে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবীব খান বক্তব্য রখেছেন।
এতদিন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নগরীতে অনানুষ্ঠানিক প্রচারনায় ছিলেন। সোমবার আনুষ্ঠানিকভাবে হাতপাখা প্রতিক নিয়ে নগরীতে প্রবেস করে নিজেদের অবস্থানের জনান দেয় ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি ফয়জুল করিমও। গত ২৭ এপ্রিল চরমোনাই দরবার শরিফ থেকে ইসলামী আন্দোলনের আমীর মুফতি রেজাউল কমির-পীর ছাহেব চরমোনাই তার সহদর মুফতি ফয়জুল করিমকে বরিশাল মহানগরীর মেয়র পদে দলীয় মনোয়ন প্রদানের কথা জানান।
তবে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী ঘোষনা দিলেও গত ৭টি দিনে মুফতি ফয়জুল করিম এ নগরীতে ছিলেন না। ৮ মে মোটর শোভাযাত্রা সহকারে প্রবেস করে মুফতি ফয়জুল করিম মহানগরীর আমতলা এলাকায় এক সমাবেশে ‘নির্বাচিত হলে বিগত যেকোন সময়ের চেয়ে এ নগরীর আরো বেশী উন্নয়ন করবেন বলে জানিয়ে এক্ষেত্রে সব দলমতের সহযোগীতা কামনা’ করেন। এমনকি তিনি নামধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ সুশীল সমজ ও বুদ্ধিজীবীদের সহযোগীতা গ্রহনের কথাও জানান। ঐ সমাবেশে ইসলামী আন্দোলনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সহ সমর্থকগনও যোগদেন।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ সোমবার রাতে তার প্রধান নির্বাচনী অফিসে তড়িঘড়ি এক সংবাদ সম্মেলন ডেকে ৩১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটি ঘোষনা করেছেন। ঐ কমিটির ১ নম্বরে তিনি জেলা আওয়ামী লীগ সভাপতি ও অগ্রজ আবুল হাসনাত আবদুল্লাকে রেখেছেন। এছাড়া দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুস ছাড়াও দলের জাতীয় কমিটি এবং জাসদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতির নাম থাকলেও মহনগর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের নাম নেই। এমনকি মহানগর আওয়ামী লীগের সম্পদক ও বর্তমান সিটি মেয়র সাদিক আবদুল্লাহকেও নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটিতে রাখা হয়নি।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ মঙ্গলবারও নগরীর বিভিন্ন এলাকায় অনানুষ্ঠানিক প্রচারনা সহ সাংগঠনিক কর্মকান্ডে ব্যস্ত ছিলেন। তিনি সর্বত্রই গনমানুষের সাথে পরিচিত হওয়া সহ সংগঠনের নতুন পুরনোদের কাছে পাবার চেষ্টা করলেও বর্তমান মেয়রের একান্ত অনুসারীদের প্রত্যক্ষ ও পরক্ষো সমর্থন এখনো পাচ্ছেন না। এমনকি ইতোমধ্যে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে ছাত্র লীগের মহানগর আহবায়ক এক কর্মীকে হত্যার হুমকির দেয়ার অভিযোগে থানায় জিডিও করেছেন। এঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে মেয়র সমর্থকদের অবস্থানের বিষয়টি আরো স্পষ্ট হল। তবে ইতোমধ্যে মেয়র সাদিক আবদুল্লাহ আবুল খায়েরের পক্ষে কাজ করতে সকলকে আহবান জানিয়েছেন।
এদিকে জাতীয় পার্টি প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস সোমবারেও নগরীর বিভিন্ন এলাকায় অনানুষ্ঠানিক প্রচারনায় ছিলেন। তিনি মঙ্গলবার সকাল থেকে নগরীর ১নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম ঘুরে সবার সাথে কুশল বিনিময় শুরু করে ৬নম্বর ওয়ার্ডের সোনালী আইস ক্রীম মোড়ে শেষ করেন। বিকেলে তিনি অক্সফোর্র্ড মিশন রোডে প্রধান নির্বাচনী অফিসে নগরীর ৩০টি ওয়ার্ডে নেতৃবৃন্দ সহ কর্মীদের নিয়ে সভা করেন।
ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি ফয়জুল করিম মঙ্গলবার নগরীর হজরত খাজা মঈন উদ্দিন চিসতী (রঃ) মাদ্রাসা মিলনায়তনে ওলামা মাশায়েখদের এক সম্মেলনে বক্তব্য রাখা সহ দলীয় কার্যালয়ে মহানগর ইসলামী আন্দোলন ও বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দের সাথে পরামর্শ বৈঠকেও অংশ নেন। তার পক্ষ থেকে কর্মীগন নগরীর বিভিন্ন এলাকাতে আনানুষ্ঠানিক প্রচারনায় রয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার
ইসলামী আন্দোলনের গণসমাবেশে আ.লীগ নিষিদ্ধের দাবি
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
সাগরে মিলছে না আশানুরূপ ইলিশ হতাশায় মীরসরাইয়ের জেলেরা