নাটোরে বিএনপি’র কার্যালয়ের সামনে আওয়ামী লীগ-বিএনপি’র পাল্টাপাল্টি সমাবেশ;
২৭ মে ২০২৩, ০৩:৫৯ পিএম | আপডেট: ২৭ মে ২০২৩, ০৩:৫৯ পিএম
নাটোরের আলাইপুরস্থ জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও বিএনপি। শনিবার সকাল ৮টার দিকে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ ও বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগ একই স্থানে শান্তি সমাবেশ করে। তবে সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানায়। পরে সেখান থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
অপরদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে আলাইপুরে নেসকো অফিসের সামনে মিছিল নিয়ে আসে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে পুলিশি বাধার মুখে সেখানেই অবস্থান নিয়ে তারা শ্লোগান দিতে থাকে।
বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশের আয়োজন কওে জেলা বিএনপি। সেখানে ভোর থেকেই বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতা কর্মীবৃন্দ উপস্থিত হতে থাকে। সমাবেশ শুরুর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে কয়েকটি ককটেলও বিস্ফোরিত হয়। এসময় পুলিশ দুটি ককটেল উদ্ধারও করেন।
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ জানান, সরকার কর্তৃক বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনসহ দশ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। কিন্তু এই সমাবেশ বানচাল করতে সকালে তারা ককটেল বিস্ফোরন ঘটিয়েছে। সমাবেশে বাধা দিয়েছে ছাত্রলীগ। সমাবেশস্থলে আসার সময় সড়কের মোড়ে মোড়ে বিএনপি নেতা-কর্মীদের বাধাও দেওয়া হয়েছে। মারধরও করেছে। তবুও এই সমাবেশকে আটকাতে পারেনি। সেখানে আওয়ামী লীগের প্রতিবাদের মুখে পরিস্থিতি উতপ্ত হলে সমাবেশের প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বক্তব্য দেয়ার আগেই সমাবেশ শেষ হয়। বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা যুবদল সভাপতি এ,হাই তালুকদার ডালিমসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘আমাদের কেউ সেখানে ককটেল রেখে আসেনি। বিএনপি কর্মীরাই সন্ত্রাস করার উদ্দেশ্যে ককটেল জমা করে রেখেছিল।’
অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে আলাইপুরের একই স্থানে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সহসভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে। পুলিশের কঠোর অবস্থানের কারণে কোনো ধরনের সংঘাতের ঘটনা ঘটেনি বলে এ কর্মকর্তা জানান। তিনি আরোও বলেন, বিএনপির সমাবেশকে ঘিরে আলাইপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ, ৫০ ছাগল পুড়ে অঙ্গার
‘ভ্যাট বাড়ানোর’ পরিকল্পনা থেকে সরে না এলে রেস্তোরাঁ বন্ধের হুমকি
সুদহার বাড়ছে সঞ্চয়পত্রে
সুরমা নদীর তীরে জমে উঠেছে শীতকালীন সবজির হাট : প্রতিদিন প্রায় ১২ লক্ষ টাকার বেচাকেনা
মন্দিরে প্রবেশে ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, পদদলিতে নিহত ৬
লক্ষ্মীপুরে বহুতল ভবনের ফাইলিংয়ে বিধ্বস্ত সড়ক-দোকানপাট, ঝুঁকিতে ভবন
রাফির ব্যাংক লেনদেন নিয়ে যা বললেন সারজিস
পটুয়াখালী জেলা জমিয়াতুল মোদার্রেছিনের সাবেক সভাপতির ইন্তেকাল
আশুলিয়া থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন নুরে আলম সিদ্দিক
বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে আগুন দেওয়া হয়েছে
জকিগঞ্জে ক্রসফায়ারের চার বছর পর ওসির বিরুদ্ধে মামলা
আজকের মধ্যে ন্যায় বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেডে যাবেন বিডিআর পরিবারের সদস্যরা
চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস;স্বাভাবিক জনজীবন আড়ষ্ট
কুষ্টিয়ায় ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ টাকা
পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড
মা-ছেলের মিলনে আবেগাপ্লুত ভক্ত-সমর্থক; অরুণা বিশ্বাসের তেলবাজি, কটাক্ষের শিকার
শেরপুরে শপিংমলে ভেসে উঠল ‘ছাত্রলীগ' ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: আটক-২
বিমানবন্দরে নরওয়ের নাগরিকদের হেনস্থা, একজনকে বেধরক মারধর
বিডিআর বিদ্রোহের বিচার: বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী
এ দেশে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না : হাসনাত