দ্রব্যমূল্যের অসহনীয় উচ্চমূল্য সাধারণ মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে -বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ
২৭ মে ২০২৩, ০৯:৫৩ পিএম | আপডেট: ২৮ মে ২০২৩, ১২:০০ এএম
দ্রব্যমূল্যের অসহনীয় উচ্চমূল্যের দরুণ সাধারণ মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। দলীয় সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। খেটে খাওয়া মানুষ দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে দিশেহারা। অবিলম্বে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিস আয়োজিত সমাবেশে এবং ইসলামী আন্দোলন ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, দ্রব্যমূল্যের অসহনীয় উচ্চমূল্যে সাধারণ জনগণের বেঁচে থাকা এখন কঠিন হয়ে পড়েছে। একদিকে এলসির অভাবে প্রয়োজনীয় পণ্য আমদানি ব্যাহত হচ্ছে অন্যদিকে দলীয় সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। ঘন ঘন বিদ্যুৎ ও গ্যাস বিভ্রাট চরম আকার ধারণ করেছে। একদিকে ভোটাধিকার আদায়ের সংগ্রাম অন্যদিকে পেটের ক্ষুধা নিবারণের যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে দেশের জনগণকে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উপর অন্য আরেকটি দেশের ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকিতে দেশের সম্মান মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। এর দায় সরকারকেই বহন করতে হবে। সরকারের উচিত টালবাহানা না করে দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করা। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন দিয়ে দেশকে রক্ষা করুন। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমির এসব কথা বলেন।
চলমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক সঙ্কট উত্তরণে খেলাফত মজলিস ঘোষিত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত উক্ত বিক্ষোভ সমাবেশে হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ড: আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল।
ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হোসাইন ও উত্তর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঃ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে দলটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলো, আজ তাদের হাতেই নাগরিক ও ভোটাধিকার হরণ হচ্ছে। স্বাধীনতার ৫২ বছর পরও মানুষ ভাত ও ভোটের জন্য লড়াই করছে। খাদ্যের জন্য টিসিবি’র ট্রাকের পিছনে মানবতা দৌঁড়াচ্ছে। তিনি বলেন, খাদ্যপণ্য, বিদ্যুৎ গ্যাসের দাম কমানো না গেলে এবং দুর্নীতি লুটপাট বন্ধ করতে না পারলে জনগণের ভোগান্তি লাঘব হবে না।
শুক্রবার রাতে নগরীর যাত্রাবাড়ী আবদুল হামিদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ৬৩ নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন, দলের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মুফতী মোস্তফা কামাল, ঢাকা মহানগর দক্ষিণের সংখ্যালঘু সম্পাদক হাজী ইসমাঈল হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী এম.এইচ মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এমদাদুল ফেরদাউস, নগর নেতা মুফতী আখতারুজ্জামান মাহদী। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঃ সরকারি বা বিরধী দল কেউই জনগণ ও দেশের কথা ভাবছে না। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে গণমানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠছে। সমাজের একশ্রেণির মানুষের হাতে টাকার কোন অভাব নেই অথচ বেশিরভাগ মানুষের জীবন জীবিকার কোন নিরাপত্তা নেই। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের এই চিত্র কল্পনা করা যায় না। এই পুঁজিবাদী শোষণকে ভেঙে দেশ প্রেমিক জনবান্ধব সরকার গঠন করতে হবে। মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে কৃষি নির্ভর দেশের উদ্যোক্তা ও ভোক্তার সরাসরি বাজার সৃষ্টি করতে হবে। আজ শনিবার বিকেলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগরের দায়িত্বশীলদের এক সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সভা পুরানা পল্টনস্থ খতীবে আজম (রহ.) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান। মহানগর নায়েবে আমীর মাওলানা ওয়াহিদুজ্জামান ফরিদপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা তালহা বেলালী মাওলানা সিরাজুল ইসলাম জনাব সোহেল আহমদ, মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সভাপতি এহতেশামুল হক সাখী, ও মহানগর ছাত্র সমাজ সভাপতি আবদুল্লাহ আল মামুন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জালিয়াতির প্রশ্ন তুলে শিরোপা হারালেন মিস ইউনিভার্স
‘হাসিনা জানুয়ারিতে দেশে আসবেন দাবি সঠিক নয়’
বকশীবাজারে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়: মামলার বিচারক
বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে : আমিনুল হক
১০ ঘণ্টা অবরোধের পর বকশীবাজার ছাড়লেন শিক্ষার্থীরা
ভাঙারি দোকানে আদালতের নথির বস্তা
অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ, ৫০ ছাগল পুড়ে অঙ্গার
‘ভ্যাট বাড়ানোর’ পরিকল্পনা থেকে সরে না এলে রেস্তোরাঁ বন্ধের হুমকি
সুদহার বাড়ছে সঞ্চয়পত্রে
সুরমা নদীর তীরে জমে উঠেছে শীতকালীন সবজির হাট : প্রতিদিন প্রায় ১২ লক্ষ টাকার বেচাকেনা
মন্দিরে প্রবেশে ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, পদদলিতে নিহত ৬
লক্ষ্মীপুরে বহুতল ভবনের ফাইলিংয়ে বিধ্বস্ত সড়ক-দোকানপাট, ঝুঁকিতে ভবন
রাফির ব্যাংক লেনদেন নিয়ে যা বললেন সারজিস
পটুয়াখালী জেলা জমিয়াতুল মোদার্রেছিনের সাবেক সভাপতির ইন্তেকাল
আশুলিয়া থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন নুরে আলম সিদ্দিক
বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে আগুন দেওয়া হয়েছে
জকিগঞ্জে ক্রসফায়ারের চার বছর পর ওসির বিরুদ্ধে মামলা
আজকের মধ্যে ন্যায় বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেডে যাবেন বিডিআর পরিবারের সদস্যরা
চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস;স্বাভাবিক জনজীবন আড়ষ্ট
কুষ্টিয়ায় ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ টাকা