টেকনাফে সন্ত্রাসীদের অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যে অতীষ্ঠ মানুষ
০৭ জুন ২০২৩, ০৫:০৫ পিএম | আপডেট: ০৭ জুন ২০২৩, ০৫:০৫ পিএম
টেকনাফে সন্ত্রাসীদের অপহরণ ও কথিত মুক্তিপণ বাণিজ্যে অতীষ্ঠ হয়ে উঠেছে মানুষ। এই জঘন্য অপকর্ম থেকে রেহাই পাচ্ছেনা স্থানীয় জনসাধারণ সহ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। গত ৮ মাসে টেকনাফে ৭০ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এসময় অপহরণকারীরা মুক্তিপণের নামে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। আর মুক্তিপণের টাকা না পেয়ে হত্যা করেছে অর্ধশতাধিক মানুষ। সন্ত্রাসীদের এমন বেপরোয়া কর্মকাণ্ডে টেকনাফের সর্বত্র এখন বিরাজ করছে অপহরণ আতঙ্ক।
সর্বশেষ হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রকে অপহরণ করে সন্ত্রাসীরা। গত রবিবার বিকেলে ৮ বছর বয়সী শিশুটিকে অপহরণের পর পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারী চক্র। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে পুলিশের তৎপতায় বুধবার শিশুটি ছাড়া পেয়ছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, এসব অপহরণ, গুম, খুন ও মুক্তিপণ বাণিজ্যের পেছনে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের একাধিক দুষ্কৃতিকারী দল সক্রিয় রয়েছে। তাদের সাথে রয়েছে স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের সংযোগ।
দেখা গেছে অপহরণ চক্রের এই সন্ত্রাসীরা তাদের টার্গেটকৃত ব্যক্তিকে অপহরণের পরপরই টেকনাফের পাহাড়ে নিয়ে যায়। আর পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করে মোটা অংকের মুক্তিপণ দাবি করে থাকে। তাদের চাহিদা মত টাকা দিতে পারলে অপহৃিত ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়। চাহিদা মতো টাকা দিতে না পারলে বা টাকা না দিলে অপহৃিত ব্যক্তিদের নানা ধরনের নির্যাতনের পরে নির্মমভাবে হত্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোটেজ প্রার করা হয়।
অপহরণের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে উপজেলার হ্নীলা, হোয়াইক্যং, বাহারছড়া ও সদর ইউনিয়নের একাংশ। স্থানীয়, রোহিঙ্গা, শিশু, বৃদ্ধ, কৃষক কেউ বাদ পড়ছে না অপহরণের কবল থেকে। অপহরণ পরবর্তী অনেকে অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে তাদের স্বজনদের ছাড়িয়ে নিয়েছে। অনেকে মুক্তিপণ দিতে ব্যর্থ হয়ে প্রাণ দিয়েছে। ব্যতিক্রম দুয়েকটি ঘটনায় পুলিশের ধাওয়ায় অপহৃতদের ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনাও রয়েছে। তবে প্রতিনিয়ত অপহরণের ঘটনায় স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তেমন সন্তুষ্ট নয় বলে জানা গেছে। এ ক্ষেত্রে অবশ্য পুলিশের বক্তব্য ভিন্ন।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, বেশির ভাগ অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো ধরনের অভিযোগ করা হয় না। যেসব ঘটনায় অভিযোগ করা হয়, তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কয়েকটি অপহরণের ঘটনায় পুলিশের অভিযানে অপহরণকারীরা উপায়ান্তর না দেখে অপহৃতদের রেখে পালিয়ে গেছে। তিনি বলেন, এ সব ঘটনায় আমরা অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিতে পারি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অপহরণকারীদের মূল আস্তানা পাহাড়ে। এ সব পাহাড়ের নিয়ন্ত্রণ অনেকটা রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে। রোহিঙ্গা সন্ত্রাসীরা পাহাড়ে তাদের আস্তানা থেকে পরিচালনা করছে এ সব অপহরণ কর্মকাণ্ড। এ ক্ষেত্রে তারা নিজেদের টার্গেট করা ব্যক্তি বা অন্য যে কাউকে সুযোগ পেলে অস্ত্রের মুখে পাহাড়ের গভীরে নিয়ে যায়। পরে সেখান থেকে পরিবারের ফোন নম্বর নিয়ে যোগাযোগ করে মুক্তিপণের টাকা দাবি করা হয়। টাকা দিলে ছেড়ে দেয়। না দিলে অপহৃত ব্যক্তিকে চরম নির্যাতনের শিকার হতে হয়। মুক্তিপণ দিতে না পারলে হত্যার হয়।
আইনপ্রয়োগকারী সংস্থার তথ্যমতে, গত ৮ মাসে ৭০ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। তবে এর বাইরেও আরো অপহরণের ঘটনা ঘটেছে যেগুলো অপহরণকারীদের সঙ্গে দেনদরবার করে গোপনে ছাড়িয়ে নিয়েছে পরিবার। গত ২ জুন দিবাগত রাতে টেকনাফের ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচজনকে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে তাদের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে অপহৃতদের একজনের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ছেড়ে দেয়া হয়। পরে আলীখালী নামক এলাকার পাহাড়ের পাশে বসবাসরত রোহিঙ্গাদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। একজনের হাত কেটে অপহরণকারীরা অপর চারজনের পরিবারে যেন হুঁশিয়ারি বার্তা দেয়া হয়েছে।
গত রবিবার অপহৃত শিশুর বাবা সোলতান আহমদ বলেন, তার ছেলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। রবিবার স্কুলে গিয়ে ছুটির পর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন ছেলেকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা তার ছেলেকে ছাড়িয়ে নিতে সবশেষ ৩০ লাখ টাকা দাবি করেছে। তিনি এ বিষয়ে থানায় জিডি করেছেন।
এবিষয়ে পুলিশ বলেছে ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা
লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের সভাপতি ইব্রাহিম, সম্পাদক জহির
কোহলিকে নিষিদ্ধ করা উচিত: হার্মিসন
শেরপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
চাঁদপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
ছাত্রের মৃত্যু ঘিরে চীনে সহিংস বিক্ষোভ
বাংলাদেশ ও জাইকা’র মধ্যে রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষর
বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল, শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে সমন্বয়ককে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ইসলামী ছাত্র মজলিসের সমাবেশ
জিয়ার আদর্শ মানুষের মনে প্রবল উদ্দীপনা জাগিয়ে তোলে: সিলেটে খন্দকার মুক্তাদির
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিউজিল্যান্ডের